বাংলাদেশ আজ ল্যান্ড অব অপরচুনিটি: পররাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশ আজ ল্যান্ড অব অপরচুনিটি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
রবিবার জাতীয় ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে হাইব্রিড প্লাটফর্মে পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। অনুষ্ঠানে এটুআই প্রকল্পের পরিচালক দেওয়ান হুমায়ুন কবির, বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর প্রমুখ বক্তৃতা করেন।
ল্যান্ড অপরচুনিটি হলেও নানা চ্যালেঞ্জ আসবে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের প্রস্তুত থাকতে হবে। এ ক্ষেত্রে তরুণরাই দেশকে এগিয়ে নিয়ে যাবে। ২০৪১ সালে ২৫তম অর্থনীতি হওয়ার ক্ষেত্রে তরুণরাই ভূমিকা পালন করবে।’
মিশনসমূহে ডিজিটাল নথি চালুর কাজ চলমান রয়েছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বৈঠক ও দূতাবাস অ্যাপ ছিল আগেই। এখন মাই গভ ও দূতাবাস টু চালু হলো। ই-ভিসা চালু হবে। ই-পাসপোর্ট চালু করেছি। এজন্য এটুআই প্রকল্প ও আইসিটি ডিভিশনকে ধন্যবাদ জানাই।’
এটুআই প্রকল্পের পরিচালক দেওয়ান হুমায়ুন কবির বলেন, ‘বিশ্বে ৪১ তম অর্থনীতির দেশ বাংলাদেশ। ২০৪১ সালে ২৫তম অর্থনীতি হবো। কী সেই জাদু? সেই জাদু হলো প্রধানমন্ত্রীর নেতৃত্বের জাদু।’
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। বিশ্বের বিভিন্ন দেশের বাংলাদেশ মিশনের কর্মকর্তারা অনুষ্ঠানে যুক্ত থেকে মতামত তুলে ধরেন।
জাতীয় ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয় এ অনুষ্ঠানের আয়োজন করে। বিশ্বের বিভিন্ন দেশের বাংলাদেশ মিশনে আজ (১২ ডিসেম্বর) জাতীয় ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত হচ্ছে।
আরইউ/এএন