‘মাই গভ’ ও ‘দূতাবাস টু’ অ্যাপ উদ্বোধন করলেন পররাষ্ট্রমন্ত্রী
‘মাই গভ’ ও ‘দূতাবাস টু’ অ্যাপের উদ্বোধন করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। আজ রবিবার (১২ ডিসেম্বর) হাইব্রিড প্লাটফর্মের ডিজিট বাংলাদেশ দিবসের এক অনুষ্ঠানে অ্যাপ দুটির উদ্বোধন করেন তিনি।
এটুআই প্রকল্প এবং সরকারের আইসিটি বিভাগের সহযোগিতায় পররাষ্ট্র মন্ত্রণালয় এই অ্যাপ দুটি ডেভেলপ করেছে।
অ্যাপ দুটির কার্যকারিতা সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রী জানান, এই প্লাটফর্মের মাধ্যমে গ্রাম থেকেও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেবা পাওয়া যাবে। মন্ত্রণালয়ে আসতে হবে না।
এছাড়া এই অ্যাপ্লিকেশন দুটি থেকে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশের মিশনগুলোর সেবা পাওয়া যাবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। এজন্য এটুআই প্রকল্প এবং আইসিটি বিভাগকে ধন্যবাদ জানান তিনি।
এ ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এর আগে ডেভেলপ করা ‘বৈঠক’ অ্যাপ দিয়ে কোভিডকালে সারাবিশ্বের মিশনগুলোর সঙ্গে দাপ্তরিক মিটিং করা হয়েছিল। আমরা ই-পাসপোর্ট চালু করেছি। ই-ভিসাও চালু করব।
আরইউ/এসআইএইচ/এপি/