শনিবার, ১ ফেব্রুয়ারি ২০২৫ | ১৮ মাঘ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

সিআরপি'র প্রতিষ্ঠাতা ভ্যালরি টেইলরকে কুর্নিশ বিপ্লব বড়ুয়ার

সিআরপির প্রতিষ্ঠাতা ভ্যালরি টেইলরকে কুর্নিশ জানিয়ে সন্মান দেখিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। শনিবার (১১ ডিসেম্বর) সাভারে সেন্টার ফর দি রিহ্যাবিলিটেশন অফ দি প্যারালাইজড(সিআরপি)'র ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

তিনি বলেন, আমি রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার একজন কর্মী হিসেবে, 'সিআরপির প্রতিষ্ঠাতা ভ্যালরি টেইলরকে কুর্নিশ জানাই, সালাম জানাই।'

ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, প্রতিবছর এই সিআরপি থেকে প্রায় ৮০ হাজার মানুষ সেবা পাচ্ছে। এখান থেকে প্রশিক্ষন নিয়ে যারা তারা হাজার হাজার মানুষের চিকিৎসা সেবা দিচ্ছেন ।

সিআরপি'র প্রতিষ্ঠাতা ভ্যালেরি টেইলরের সংগ্রামী জীবন তুলে ধরে বিপ্লব বড়ুয়া বলেন, তিনি তার জীবনের শুরুতে বাংলাদেশে এসেছেন। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে যুদ্ধাহত মুক্তিযোদ্ধার বেদনা দেখে তিনি যে কাজ শুরু করেছিলেন, যে আলো তিনি জ্বালিয়েছেন এই আলো আজকে বাংলাদেশের ঘরে ঘরে পৌঁছেছে।

তিনি আরও বলেন, এই প্রতিষ্ঠানের গল্প অনেকবার শুনেছি। ১৯৯৮ সালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার সরকারের প্রথম মেয়াদে মিস্টার ভ্যালরিকে বাংলাদেশের নাগরিকত্ব দিয়েছেন। কারণ তিনি জীবনের সবকিছু এই দেশের মানুষের সেবায়, দেশের প্রতিবন্ধী, পক্ষাঘাতগ্রস্থ মানুষের সেবায় বিলিয়ে দিয়েছেন। তাই তাকে বঙ্গবন্ধুকন্যা এই রাষ্ট্রের নাগরিকত্ব প্রদান করে সম্মান দিয়েছেন এবং পরবর্তীতে স্বাধীনতা পদক প্রদান করেছেন।

আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি, অত্যন্ত আনন্দ বোধ করছি, গৌরব বোধ করছি আজকে এই প্রতিষ্ঠানে আসতে পেরে। এই প্রতিষ্ঠানের ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে উপস্থিত থাকতে পেরে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কয়েকবার এই প্রতিষ্ঠানে এসেছেন। তিনি এই প্রতিষ্ঠানে এসে তার পরিবারের সদস্যদের জন্মদিন পর্যন্ত পালন করেছেন বলেও জানান বিপ্লব বড়ুয়া।

বিপ্লব বড়ুয়া বলেন, ২০০০ সালে যখন করোনা মহামারি, যখন আমরা ঘরবন্দি তখন আমাকে একদিন এই প্রতিষ্ঠান থেকে টেলিফোন করা হয়েছিল। আমি প্রধানমন্ত্রীকে বিষয়টি অবহিত করার পর তিনি আমাকে দ্রুত স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা পিপিপিসহ পরবর্তীতে ১০কোটি টাকা অনুদান দেয়ার ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

তিনি বলেন, কোন কোন মানুষের কর্ম শুধু নিজের মধ্যে থাকে না, সমাজের মধ্যে থাকে না, একটা জাতির মধ্যে ছড়িয়ে যায় এবং সেই কর্মের সুফল সকলের হৃদয়ে গাঁথা হয়ে থাকে। আজকে ভ্যালরি টেইলর কাজটি সেটাই প্রমাণ করে।

সিআরপি হেড অফিস সাভারে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ভ্যালরি টেইলরের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চ্যানেল আই প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিদ মজুমদার বাবু, জনপ্রিয় কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন, সিআরপি'র নির্বাহী পরিচালক ড. মো. সোহবার হোসেন।

প্রসঙ্গত, ১৯৭৯ সালে একজন ব্রিটিশ ফিজিওথেরাপিস্ট ভ্যালেরি টেইলর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের দুটি পরিত্যক্ত গোডাউনে মাত্র চারজন পক্ষাঘাতগ্রস্ত রোগী নিয়ে সিআরপি'র যাত্রা শুরু করেন ৷ দীর্ঘ ৪২ বছর কঠোর পরিশ্রম ও নিরবচ্ছিন্ন চেষ্টার মাধ্যমে সিআরপি বর্তমান অবস্থা পৌঁছেছে। তিনি যুক্তরাজ্যে তার আরাম-আয়েশের জীবন ত্যাগ করে বাংলাদেশের অবহেলিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সেবায় নিজেকে উৎসর্গ করেছেন। তার এই ত্যাগের বিনিময়েই সিআরপি আজ শুধু বাংলাদেশেই নয় বরং সমগ্র দক্ষিণ এশিয়ায় পূর্ণবাসন সেবায় এক অতুলনীয় নাম হয়ে উঠেছে। ৪২ বছরের এই যাত্রায় সিআরপি'র হেড অফিস ব্যতীত সারাদেশে প্রায় ১১ টি শাখার বিস্তার করতে সক্ষম হয়েছে। সিআরপি প্রতিবছর প্রায় ৮০ হাজার রোগীকে সেবা দিয়ে আসছে এবং এই সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।

এসএম/কেএফ/

Header Ad
Header Ad

লাইভ শোতে নারী ভক্তকে জাপটে ধরে চুমু, বিতর্কে ভারতীয় গায়ক

লাইভ শোয়ের মাঝে নারীকে জাপটে ধরে চুমু। ছবি: সংগৃহীত

বলিউড তথা উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী উদিত নারায়ন। সুদীর্ঘ ক্যারিয়ারে সুরেলা কণ্ঠের পাশাপাশি নিজের সরল ব্যক্তিত্বের জন্য পরিচিত তিনি। তবে তিনিই কিনা হলেন সমালোচিত! সম্প্রতি এক লাইভ পারফরম্যান্সে নারী ভক্তদের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে ধরা পড়ার পর সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার সম্মুখীন হয়েছেন উদিত নারায়ন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে একটি ভিডিও, যেখানে দেখা যাচ্ছে উদিত নারায়ণ মঞ্চে পারফরম করছেন। আর গানের ফাঁকে ফাঁকে সেখানে উপস্থিত নারী অনুরাগীদের জাপটে ধরে চুমু খাচ্ছেন! বাদ যায়নি লিপ কিসও!

ভিডিওতে দেখা যায়, উদিত নারায়ণ তাঁর জনপ্রিয় এবং হিট গান ‘টিপ টিপ বারসা পানি’ গাইছেন। তিনি যখন মঞ্চে পারফর্ম করছেন তখন অনেক নারীই মঞ্চের নিচে এসে জড়ো হন। দূর থেকেই তাঁর সঙ্গে সেলফি তোলার চেষ্টা করেন। সেটা দেখে সামনে এগিয়ে আসেন গায়ক।

গাইতে গাইতেই মাটিতে বসে নিচু হয়ে তাঁদের সঙ্গে সেলফি তোলেন। কিন্তু এরপরই ঘটান সেই কাণ্ড। একজন নারীর সঙ্গে গায়ে হাত দিয়ে সেলফি তোলেন আর তারপরই তাঁদের গালে চুমু খেতে থাকেন। এদের মধ্যে এক নারী ভক্ত নিজে গায়ককে চুমু খেতে চাইলে তিনি সেই নারীর ঠোঁটে চুমু দেন।
আর সেই দৃশ্য এখন ইন্টারনেটে তুমুল চর্চায়।

এদিকে, সামাজিক মাধ্যমে উদিতের এই ভিডিও দেখে রীতিমতো হতবার অনুরাগীরা। একের পর এক কটাক্ষ করছেন নেটিজেনরা। কেউ কেউ বলছেন, বুড়ো বয়সে ভীমরতি হয়েছে গায়কের! কারো মতে, যদি এই ঘটনা বাস্তব হয় তাহলে নিজের সম্মান নিজেই নষ্ট করেছেন উদিত নারায়ন।

তবে এ ঘটনায় এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানাননি উদিত। তিন দশকের সংগীতজীবন উদিত নারায়ণের। বলিউডে ‘কেয়ামত সে কেয়ামত তাক’ থেকে শুরু করে হালের ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ পর্যন্ত অজস্র সিনেমায় কালজয়ী গানের গায়ক তিনি। শুধু হিন্দি নয়, উদিত গান গেয়েছেন, বাংলা, অসমিয়া, তামিল, তেলুগু, কন্নড়, নেপালি, ভোজপুরি, ওড়িয়া, সিন্ধি-সহ নানা ভাষায়। জিতেছেন জাতীয় পুরস্কারসহ অসংখ্য পুরস্কার। ভারতের ইতিহাসে অন্যতম সেরা গায়ক হিসেবেই পরিচিত উদিত নারায়ণ।

 

Header Ad
Header Ad

১২ জন নিয়ে খেলেছে ভারত, ম্যাচ রেফারির ব্যাখ্যা চান বাটলার

ছবি: সংগৃহীত

পুনেতে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে ভারতের ‘কনকাশন’ বদলি নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেছে ইংল্যান্ড। ম্যাচে ভারতের হয়ে শিবম দুবে ব্যাট হাতে ৩৪ বলে ৫৩ রানের বিধ্বংসী ইনিংস খেলার পর হঠাৎ করেই কনকাশন বদলি হিসেবে মাঠে নামানো হয় হর্ষিত রানাকে।

যেখানে দুবে ছিলেন ব্যাটিং অলরাউন্ডার, সেখানে হর্ষিত মূলত একজন ফাস্ট বোলার। তবে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ম অনুযায়ী, কনকাশন বদলিতে একজন খেলোয়াড়ের পরিবর্তে সমমানের আরেকজন খেলোয়াড়কেই নামানো যেতে পারে। অর্থাৎ, ব্যাটসম্যানের জায়গায় ব্যাটসম্যান এবং বোলারের জায়গায় বোলার।

এই সিদ্ধান্তে ক্ষুব্ধ ইংলিশ অধিনায়ক জস বাটলার। ম্যাচ শেষে তিনি কটাক্ষ করে বলেন, "হয়তো দুবে তার বোলিং গতি ঘণ্টায় ২৫ কিলোমিটার বাড়িয়ে ফেলেছে, নয়তো হর্ষিত ব্যাটিংয়ে অনেক উন্নতি করেছে!"

হর্ষিত রানার বদলি হয়ে মাঠে নামার পর তিনি ৪ ওভার বল করে ৩৩ রান দিয়ে ৩টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। ইংল্যান্ডের দাবি, এটি কার্যত ভারতের ১২ জন খেলোয়াড় নিয়ে খেলার সমান। ম্যাচ শেষে বাটলার স্পষ্ট জানিয়ে দেন, তারা ম্যাচ রেফারির কাছে এই সিদ্ধান্তের ব্যাখ্যা চাইবেন।

বাটলার বলেন, "আমাদের সঙ্গে কোনো পরামর্শ করা হয়নি। ব্যাটিংয়ে নামার সময় আমি ভাবছিলাম, হর্ষিত আসলে কার জায়গায় খেলছে? তখন আমাকে জানানো হলো, এটি কনকাশন বদলি। তবে আমি একমত নই। ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে বলা হয়েছে। আমরা বিষয়টি নিয়ে তার কাছ থেকে ব্যাখ্যা চাইব।"

ইংল্যান্ড হারের জন্য এই বিতর্কিত সিদ্ধান্তকে সরাসরি দায়ী না করলেও তারা মনে করছে, এটি ম্যাচের গতিপথ পাল্টে দিয়েছে। বাটলার ঠাট্টার ছলে বলেন, "হয়তো পরের ম্যাচে টসের সময় আমি বলব, আমরা ১২ জন খেলোয়াড় নিয়ে খেলছি!"

এই ম্যাচে ১৫ রানের পরাজয়ের ফলে পাঁচ ম্যাচের সিরিজে ৩-১ ব্যবধানে পিছিয়ে পড়েছে ইংল্যান্ড। তবে মাঠের খেলায় হারার পাশাপাশি মাঠের বাইরে কনকাশন বদলি বিতর্ক নিয়েও বেশ আলোচনায় চলে এসেছে সিরিজটি। এখন দেখার বিষয়, ইংল্যান্ডের এই অভিযোগের ভিত্তিতে ম্যাচ রেফারি কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেন কি না।

 

Header Ad
Header Ad

বিশ্ববিদ্যালয়ের দাবিতে চতুর্থদিনের অনশন, বিকালে তিতুমীর শিক্ষার্থীদের অবরোধের হুমকি

ছবি: সংগৃহীত

তিতুমীর কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে টানা চতুর্থদিনের মতো অনশন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। শনিবার (১ ফেব্রুয়ারি) সরেজমিনে দেখা গেছে, কলেজের প্রধান ফটকের সামনে বেশ কয়েকজন শিক্ষার্থী অবস্থান নিয়ে অনশন চালিয়ে যাচ্ছেন।

আন্দোলনকারীরা দাবি জানিয়েছেন, আজ বিকাল ৪টার মধ্যে সরকার যদি বিশ্ববিদ্যালয় ঘোষণার বিষয়ে সিদ্ধান্ত না জানায়, তাহলে তারা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় সড়ক অবরোধ করবেন।

আন্দোলনকারীদের নেতা নায়েক নূর মোহাম্মদ বলেন, “আজ বিকাল ৪টার মধ্যে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা না এলে আমরা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় সড়ক অবরোধ করব।”

শিক্ষার্থী মেহেদী হাসান বেলা ১১টায় জানান, “আমরা বিকাল ৪টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছি। এর মধ্যে যদি ঘোষণা না আসে, তাহলে শিক্ষার্থীরা পরবর্তী পদক্ষেপ নেবে।”

আন্দোলনের অন্যতম প্ল্যাটফর্ম ‘তিতুমীর ঐক্য’ জানিয়েছে, বিশ্ব ইজতেমার কারণে রোববার বেলা ১১টা পর্যন্ত অবরোধ কর্মসূচি শিথিল থাকবে। তবে অনশন চলবে নিরবচ্ছিন্নভাবে।

 

শিক্ষার্থীদের দাবিগুলো:

আন্দোলনকারীদের সাত দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য হলো—

রাষ্ট্রীয় স্বীকৃতিসহ অ্যাকাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করা

বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠন করে ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে ভর্তি কার্যক্রম চালু করা

শতভাগ শিক্ষার্থীর আবাসন সুবিধা নিশ্চিত করা অথবা আবাসন ব্যয় বহন করা

আইন ও সাংবাদিকতা বিভাগের সংযোজন

পিএইচডিধারী যোগ্য শিক্ষক নিয়োগ দেওয়া

আন্তর্জাতিক মানের গবেষণাগার প্রতিষ্ঠা করা এবং পর্যাপ্ত জমি ও অর্থ বরাদ্দ দেওয়া

 

গত সোমবার রাতে ‘তিতুমীর ঐক্য’র পক্ষ থেকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়, যাতে বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি ও প্রশাসনিক কাঠামো গঠনের দাবি জানানো হয়। কিন্তু দাবির প্রতিক্রিয়া না পাওয়ায় মঙ্গলবার থেকে ক্লাস-পরীক্ষা বর্জন করে ‘শাটডাউন তিতুমীর’ কর্মসূচি শুরু হয়।

এর আগে, গত ৭ জানুয়ারি শিক্ষার্থীরা কলেজের প্রধান ফটকে ‘তিতুমীর বিশ্ববিদ্যালয়’ নামে একটি ব্যানার টানিয়ে দেন।

গত ১৮ নভেম্বর মহাখালীতে আমতলী, কাঁচাবাজার ও রেলক্রসিং এলাকায় সড়ক অবরোধ করে শত শত শিক্ষার্থী বিক্ষোভ করেন। পরে ৩ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয় কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের সম্ভাব্যতা যাচাইয়ে পাঁচ সদস্যের কমিটি গঠন করে। তবে শিক্ষার্থীদের অভিযোগ, এই কমিটি সঠিকভাবে কাজ করছে না।

 

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

লাইভ শোতে নারী ভক্তকে জাপটে ধরে চুমু, বিতর্কে ভারতীয় গায়ক
১২ জন নিয়ে খেলেছে ভারত, ম্যাচ রেফারির ব্যাখ্যা চান বাটলার
বিশ্ববিদ্যালয়ের দাবিতে চতুর্থদিনের অনশন, বিকালে তিতুমীর শিক্ষার্থীদের অবরোধের হুমকি
আলাউদ্দিন নাসিমের গুলশানের বাড়ি গোপন, দুদকের তদন্ত শুরু
আ.লীগ সমর্থকদের কাছে ‘আলোচিত মাফলারটি’ বিক্রির ঘোষণা দিলেন প্রেসসচিব
পবিত্র রমজানের সেহরি-ইফতারের সময়সূচি প্রকাশ
বিএনপির জুলাই ঘোষণাপত্রের খসড়া প্রস্তুত
রাজধানীতে তিন বছরের মেয়েকে হত্যা, মা আটক
রংপুরে ঘন কুয়াশায় ৬ গাড়ির সংঘর্ষ, আহত ২৫
ক্রিকেটার এনামুল হক বিজয়ের দেশত‍্যাগে নিষেধাজ্ঞা
গান গাইতে গাইতেই মঞ্চে লুটিয়ে পড়েন সাবিনা ইয়াসমিন
আজ একুশে বইমেলা শুরু
যুক্তরাষ্ট্রে রোগী বহনকারী বিমান বিধ্বস্ত, শিশুসহ ৬ জনের মৃত্যুর আশঙ্কা
বিয়ের দিনক্ষণ ঠিক, হবু স্ত্রীকে নিয়ে ফেরার পথে দুর্ঘটনায় চিকিৎসক নিহত
শুরু হলো বাঙালির প্রেরণা ও গৌরবের ভাষার মাস
কোরআনের হাফেজাকে বিয়ে করলেন সারজিস
জ্বালানি তেলের দাম লিটারে এক টাকা বৃদ্ধি
চুয়াডাঙ্গার জীবননগরে সড়কে ডাকাতি, চালককে কুপিয়ে জখম
কুবি শিক্ষার্থীকে অপহরণের ঘটনায় ৫ জনের নামে মামলা
মিয়ানমারে ছয় মাসের জন্য বাড়ানো হলো জরুরি অবস্থার মেয়াদ