শনিবার, ১ ফেব্রুয়ারি ২০২৫ | ১৮ মাঘ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

‘চতুর্থ শিল্পবিপ্লবের কঠিন চ্যালেঞ্জ হবে উন্নতদের সঙ্গে তাল মিলিয়ে চলা’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নশীল দেশগুলোর কাছে প্রযুক্তির সহজলভ্য ও পর্যাপ্ত হস্তান্তর নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে বলেছেন, চতুর্থ শিল্পবিপ্লবের (ফোরআইআর) সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ হবে উন্নত দেশগুলোর সঙ্গে তাল মিলিয়ে চলা।

তিনি বলেন, সরকার চতুর্থ শিল্পবিপ্লবের আসন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় বিভিন্ন সময়োপযোগী নীতি ও ব্যবস্থা গ্রহণ করছে।

‘সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল উন্নত ও উন্নয়নশীল দেশগুলোকে নিজেদের মতো করে চতুর্থ শিল্প বিপ্লবের সাথে তাল মিলিয়ে চলা-যদি প্রযুক্তি সহজলভ্য এবং সহজে হস্তান্তরযোগ্য না হয়,' তিনি বলেন।

শনিবির (১১ ডিসেম্বর) গণভবন থেকে ৪র্থ শিল্পবিপ্লব আন্তর্জাতিক সম্মেলনে’র সমাপনী অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশগ্রহণ করে প্রধানমন্ত্রী একথা বলেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ১০ ডিসেম্বর থেকে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চতুর্থ শিল্প বিপ্লব বিষয়ক দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে।

প্রধানমন্ত্রী বলেন, 'আমরা জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করে ‘ডিজিটাল বাংলাদেশ’ সৃষ্টি করেছি। এক্ষেত্রে তিনি তাঁর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে কৃতিত্ব প্রদান করেন। তিনি বলেন, আমরা অন্তর্ভুক্তিমূলক টেকসই শিল্পোন্নয়নে (আইএসআইডি) কাজ করছি, ‘এসডিজি প্রোগ্রেস এওয়ার্ড’ পেয়েছি। আমরা লক্ষ্য স্থির করে দেশ পরিচালনা করি। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের পর এখন আমরা ‘উদ্ভাবনী বাংলাদেশ’-এর দিকে এগিয়ে যাচ্ছি।
২০৪১ সালের মধ্যে যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখছি, সেটাই হবে চতুর্থ শিল্প-বিপ্লবে নেতৃত্বদানকারী বাংলাদেশ।'

চতুর্থ শিল্প বিপ্লবের ভিত্তি হিসেবে তিনটি বিষয় তার সরকারের কাছে অত্যন্ত গুরুত্ব পাচ্ছে, উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এরমধ্যে রয়েছে-অত্যাধুনিক প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে শিল্পের বিকাশ, প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী বাহিনী সৃষ্টি এবং পরিবেশ সংরক্ষণ।

জাতির পিতা যুদ্ধবিধ্বস্থ দেশ পূণর্গঠনকালেই দ্রুত ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো চালু করেন এবং ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন প্রতিষ্ঠা করেন। বিজ্ঞান ও গবেষণা ভিত্তিক শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের লক্ষ্যে ‘কুদরত-ই-খুদা শিক্ষা কমিশন’ গঠন করেন বলেও প্রধানমন্ত্রী উল্লেখ করেন।

৭৫ এর বিয়োগান্তক অধ্যায় স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, দুর্ভাগ্য, জাতির পিতা মাত্র সাড়ে তিন বছর সময় পেয়েছিলেন। সংক্ষিপ্ত সময়েই তিনি শিক্ষা, কৃষি ও শিল্প খাতে অভূতপূর্ব অগ্রগতি সাধন করেছিলেন। ১৯৭৪-১৯৭৫ অর্থবছরে ৯ শতাংশের উপরে জিডিপি প্রবৃদ্ধি অর্জিত হয়েছিল। যা ধরে রাখতে পারলে পরবর্তী ১০ বছরেই বাংলাদেশ হয়ে উঠত তার স্বপ্নের ‘সোনার বাংলাদেশ’।

তিনি বলেন, 'আমি অত্যন্ত আনন্দিত, এই সম্মেলনে দেশ-বিদেশের বিপুল সংখ্যক বিশিষ্ট বিজ্ঞানী, গবেষক, শিক্ষক, শিক্ষার্থী, শিল্পউদ্যোক্তাসহ অনেকেই অংশগ্রহণ করেছেন। তিনজন নোবেল বিজয়ী এবং ছয়জন খ্যাতিমান বিজ্ঞানী মূল প্রবন্ধ উপস্থাপন করেছেন। দুটি সাইড ইভেন্ট ‘মুজিব-১০০ আইডিয়া কনটেস্ট’ এবং ‘মুজিব-১০০ ইন্ডাস্ট্রিয়াল এক্সিবিট’ অনুষ্ঠিত হয়েছে।'

সম্মেলনে ১৭টি দেশ থেকে মোট ৫২৫টি গবেষণাপত্র জমা হয়েছে এবং তার মধ্য থেকে ১০০টি গবেষণা প্রবন্ধ উপস্থাপনের জন্য নির্বাচিত হয়েছে। এ ছাড়া, সহস্রাধিক আইডিয়া থেকে ১০টিকে সেরা হিসেবে বাছাই করা হয়েছে, যারা প্রত্যেকে ১০ লাখ টাকা পুরষ্কার পাবেন। 'আমি সকল অংশগ্রহণকারীদের অভিনন্দন জানাই।'

প্রধানমন্ত্রী বলেন,'আমি মনে করি, ‘৪র্থ শিল্প বিপ্লব আন্তর্জাতিক সম্মেলন’ একটি যুগান্তকারী পদক্ষেপ। আমি আশা করি, এই সম্মেলনে অর্জিত জ্ঞান আমাদের শিক্ষা ও শিল্প প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি নিবিড় বন্ধন সৃষ্টি করবে। ফলে, চতুর্থ শিল্প বিপ্লব সম্পর্কিত গবেষণা এবং উদ্ভাবনকে বাস্তবে রূপদান করা সহজতর হবে।'

অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ ও সদস্য মো. সাজ্জাদ হোসেন।
অনুষ্ঠানের একটি ভিডিও উপস্থাপনা প্রদর্শিত হয়।

ডিসেম্বর আমাদের বিজয়ের মাস উল্লেখ করে প্রধানমন্ত্রী তার ভাষণে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা, মহান মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহিদ এবং ২ লাখ সম্ভ্রমহারা মা-বোন এবং ’৭৫ এর ১৫ আগস্টের সকল শহীদকে শ্রদ্ধাভরে স্মরণ করেন।

প্রায় ১০০ বছর পরপর শিল্পায়নের ক্ষেত্রে যুগান্তকারী বিবর্তনের বিষয়টি লক্ষ্যণীয়, উল্লেখ করে তিনি বলেন, 'প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্যায় অতিক্রম করে আমরা আজ চতুর্থ শিল্পবিপ্লবের দ্বারপ্রান্তে উপনীত হয়েছি। এ পর্যায়ে সাশ্রয়ী এবং সবুজ ভ্যালু-চেইন সৃষ্টির উদ্দেশ্যে পৃথিবী আজ দু’ভাগে বিভক্ত হয়েছে-একদিকে নতুন প্রযুক্তি উদ্ভাবনকারী ও সহজে ব্যবহারকারী সম্পদশালী দেশগুলো এবং অন্যদিকে উক্ত ক্ষেত্রে বিনিয়োগে অক্ষম রাষ্ট্রপুঞ্জ।'

প্রধানমন্ত্রী বলেন, 'বিজ্ঞানীরা ধারণা করছেন অদূর ভবিষ্যতে মানুষকে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন যন্ত্রের সঙ্গে সহাবস্থান করতে হবে। কিছু নতুন ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। যেমন-মেশিন মানুষের কর্মক্ষেত্রকে সংকুচিত করবে, সস্তা শ্রমের চাহিদা কমে যাবে, অসমতা বৃদ্ধি পাবে এবং অভিবাসনকে উৎসাহিত করবে। উন্নয়নশীল দেশগুলোতে বৈদেশিক বিনিয়োগ কমবে এবং প্রযুক্তিজ্ঞান ক্ষেত্রে বৈষম্য বাড়বে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো উন্নত এবং উন্নয়নশীল দেশগুলো যার যার গতিতে চতুর্থ শিল্পবিপ্লবের সঙ্গে তাল মিলিয়ে চলবে, যদি প্রযুক্তি সহজলভ্য এবং সহজে হস্তান্তরযোগ্য না হয়।

তিনি বলেন, অস্ট্রীয় বংশোদ্ভূত অর্থনীতিবিদ যোসেফ সুম্পিটারের ‘ক্রিয়েটিভ ডেস্ট্রাক্শন’ তত্ত্ব অনুযায়ী নিত্য নতুন উদ্ভাবনের ফলে প্রচলিত কর্মক্ষেত্র সংকুচিত হবে ঠিকই, কিন্তু নতুন ধরনের কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হবে।বাসস

 

এমএমএ/

Header Ad
Header Ad

যৌথবাহিনীর হাতে আটক যুবদল নেতার মৃত্যু, সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া

ছবি: সংগৃহীত

বাবার কুলখানিতে অংশ নিতে বাড়িতে এসেছিলেন যুবদল নেতা তৌহিদুল ইসলাম (৪৫)। কিন্তু অনুষ্ঠান শুরুর আগের রাতে যৌথবাহিনী পরিচয়ে তাকে তুলে নেওয়া হয়। পরদিন সকালে পরিবারের কাছে আসে তার মৃত্যুর খবর।

গত ৩০ জানুয়ারি (বৃহস্পতিবার) রাতে কুমিল্লার আদর্শ সদর উপজেলার পাঁচথুবি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলামকে যৌথবাহিনী আটক করে। ৩১ জানুয়ারি (শুক্রবার) সকালে হাসপাতাল থেকে তার মৃত্যুর সংবাদ জানানো হয় পরিবারকে।

নিহতের ভাই আবুল কালাম আজাদ টিপু বলেন, "বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে সেনাবাহিনীর তিনটি গাড়ি ও একটি লাল রঙের গাড়ি আমাদের বাড়িতে আসে। তারা অস্ত্র থাকার অভিযোগে তল্লাশি চালায়। কিন্তু আমার ভাইয়ের কাছে কিছুই ছিল না। তারপরও তারা তাকে তুলে নিয়ে যায়। সকালে থানায় খোঁজ নিয়ে পাইনি, দুপুরে খবর পাই হাসপাতালে তার মরদেহ পড়ে আছে।"

নিহতের শরীরে আঘাতের চিহ্ন ছিল বলেও দাবি করেছেন তিনি।

স্ত্রীর আকুতি: "আমার চার মেয়ে এতিম হলো"

তৌহিদুল ইসলামের স্ত্রী ইয়াসমিন নাহার কান্নাজড়িত কণ্ঠে বলেন, "আমার চারটা মেয়ে এখনো ছোট। আমি কী করব? তাদের নিয়ে কীভাবে বাঁচব? আমার স্বামী কোনো অপরাধ করেনি। তাহলে কেন তাকে তুলে নিয়ে হত্যা করা হলো?"

তৌহিদুল ইসলামের মৃত্যুর ঘটনায় সামাজিক মাধ্যমে নিন্দার ঝড় উঠেছে।

ফ্রিল্যান্স সাংবাদিক সাইয়েদ আবদুল্লাহ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি করে কয়েকটি পোস্ট দিয়েছেন।

লেখক কবির আহমদ চৌধুরী, শরীফ সাইদুর-সহ অনেকে এই মৃত্যুর বিচার চেয়েছেন।
বিএনপি ও অন্যান্য রাজনৈতিক সংগঠনের পেইজেও প্রতিবাদ জানিয়ে বিচারের দাবি তোলা হচ্ছে।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি বলেন, "যৌথবাহিনী শুক্রবার বেলা ১১টার দিকে আমাদের জানায়, তারা একজন আহত ব্যক্তিকে উদ্ধার করেছে। পরে পুলিশ গিয়ে তাকে হাসপাতালে নেয়, তবে চিকিৎসক মৃত ঘোষণা করেন। যৌথবাহিনী তাকে কেন আটক করেছিল, সে বিষয়ে কিছু জানায়নি।"

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক তানভীর আহমেদ বলেন, "শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ তৌহিদুল ইসলামকে হাসপাতালে নিয়ে আসে। কিন্তু তিনি এর আগেই মারা গেছেন। তার শরীরে আঘাতের চিহ্ন ছিল।"

কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের আহ্বায়ক আনোয়ারুল হক বলেন, "তৌহিদ আমাদের দলের একজন সৎ ও নিবেদিত নেতা ছিলেন। তার বিরুদ্ধে কোনো মামলা ছিল না। তিনি অস্ত্রধারী হলে আইনগত ব্যবস্থা নেওয়া যেত। কিন্তু বিনা অপরাধে তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। আমরা এর সুষ্ঠু তদন্ত চাই।"

তৌহিদুল ইসলামের মৃত্যুর ঘটনা নিয়ে এখনো সরকারি কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। তবে পরিবারের দাবি, তদন্ত করে বিচার না হলে তারা আইনি লড়াইয়ে যাবেন।

সামাজিক মাধ্যমে বিষয়টি যেভাবে আলোচিত হচ্ছে, তাতে এ নিয়ে রাজনৈতিক অঙ্গনেও বড় প্রতিক্রিয়ার আশঙ্কা করা হচ্ছে।

Header Ad
Header Ad

লাইভ শোতে নারী ভক্তকে জাপটে ধরে চুমু, বিতর্কে ভারতীয় গায়ক

লাইভ শোয়ের মাঝে নারীকে জাপটে ধরে চুমু। ছবি: সংগৃহীত

বলিউড তথা উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী উদিত নারায়ন। সুদীর্ঘ ক্যারিয়ারে সুরেলা কণ্ঠের পাশাপাশি নিজের সরল ব্যক্তিত্বের জন্য পরিচিত তিনি। তবে তিনিই কিনা হলেন সমালোচিত! সম্প্রতি এক লাইভ পারফরম্যান্সে নারী ভক্তদের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে ধরা পড়ার পর সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার সম্মুখীন হয়েছেন উদিত নারায়ন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে একটি ভিডিও, যেখানে দেখা যাচ্ছে উদিত নারায়ণ মঞ্চে পারফরম করছেন। আর গানের ফাঁকে ফাঁকে সেখানে উপস্থিত নারী অনুরাগীদের জাপটে ধরে চুমু খাচ্ছেন! বাদ যায়নি লিপ কিসও!

ভিডিওতে দেখা যায়, উদিত নারায়ণ তাঁর জনপ্রিয় এবং হিট গান ‘টিপ টিপ বারসা পানি’ গাইছেন। তিনি যখন মঞ্চে পারফর্ম করছেন তখন অনেক নারীই মঞ্চের নিচে এসে জড়ো হন। দূর থেকেই তাঁর সঙ্গে সেলফি তোলার চেষ্টা করেন। সেটা দেখে সামনে এগিয়ে আসেন গায়ক।

গাইতে গাইতেই মাটিতে বসে নিচু হয়ে তাঁদের সঙ্গে সেলফি তোলেন। কিন্তু এরপরই ঘটান সেই কাণ্ড। একজন নারীর সঙ্গে গায়ে হাত দিয়ে সেলফি তোলেন আর তারপরই তাঁদের গালে চুমু খেতে থাকেন। এদের মধ্যে এক নারী ভক্ত নিজে গায়ককে চুমু খেতে চাইলে তিনি সেই নারীর ঠোঁটে চুমু দেন।
আর সেই দৃশ্য এখন ইন্টারনেটে তুমুল চর্চায়।

এদিকে, সামাজিক মাধ্যমে উদিতের এই ভিডিও দেখে রীতিমতো হতবার অনুরাগীরা। একের পর এক কটাক্ষ করছেন নেটিজেনরা। কেউ কেউ বলছেন, বুড়ো বয়সে ভীমরতি হয়েছে গায়কের! কারো মতে, যদি এই ঘটনা বাস্তব হয় তাহলে নিজের সম্মান নিজেই নষ্ট করেছেন উদিত নারায়ন।

তবে এ ঘটনায় এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানাননি উদিত। তিন দশকের সংগীতজীবন উদিত নারায়ণের। বলিউডে ‘কেয়ামত সে কেয়ামত তাক’ থেকে শুরু করে হালের ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ পর্যন্ত অজস্র সিনেমায় কালজয়ী গানের গায়ক তিনি। শুধু হিন্দি নয়, উদিত গান গেয়েছেন, বাংলা, অসমিয়া, তামিল, তেলুগু, কন্নড়, নেপালি, ভোজপুরি, ওড়িয়া, সিন্ধি-সহ নানা ভাষায়। জিতেছেন জাতীয় পুরস্কারসহ অসংখ্য পুরস্কার। ভারতের ইতিহাসে অন্যতম সেরা গায়ক হিসেবেই পরিচিত উদিত নারায়ণ।

 

Header Ad
Header Ad

১২ জন নিয়ে খেলেছে ভারত, ম্যাচ রেফারির ব্যাখ্যা চান বাটলার

ছবি: সংগৃহীত

পুনেতে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে ভারতের ‘কনকাশন’ বদলি নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেছে ইংল্যান্ড। ম্যাচে ভারতের হয়ে শিবম দুবে ব্যাট হাতে ৩৪ বলে ৫৩ রানের বিধ্বংসী ইনিংস খেলার পর হঠাৎ করেই কনকাশন বদলি হিসেবে মাঠে নামানো হয় হর্ষিত রানাকে।

যেখানে দুবে ছিলেন ব্যাটিং অলরাউন্ডার, সেখানে হর্ষিত মূলত একজন ফাস্ট বোলার। তবে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ম অনুযায়ী, কনকাশন বদলিতে একজন খেলোয়াড়ের পরিবর্তে সমমানের আরেকজন খেলোয়াড়কেই নামানো যেতে পারে। অর্থাৎ, ব্যাটসম্যানের জায়গায় ব্যাটসম্যান এবং বোলারের জায়গায় বোলার।

এই সিদ্ধান্তে ক্ষুব্ধ ইংলিশ অধিনায়ক জস বাটলার। ম্যাচ শেষে তিনি কটাক্ষ করে বলেন, "হয়তো দুবে তার বোলিং গতি ঘণ্টায় ২৫ কিলোমিটার বাড়িয়ে ফেলেছে, নয়তো হর্ষিত ব্যাটিংয়ে অনেক উন্নতি করেছে!"

হর্ষিত রানার বদলি হয়ে মাঠে নামার পর তিনি ৪ ওভার বল করে ৩৩ রান দিয়ে ৩টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। ইংল্যান্ডের দাবি, এটি কার্যত ভারতের ১২ জন খেলোয়াড় নিয়ে খেলার সমান। ম্যাচ শেষে বাটলার স্পষ্ট জানিয়ে দেন, তারা ম্যাচ রেফারির কাছে এই সিদ্ধান্তের ব্যাখ্যা চাইবেন।

বাটলার বলেন, "আমাদের সঙ্গে কোনো পরামর্শ করা হয়নি। ব্যাটিংয়ে নামার সময় আমি ভাবছিলাম, হর্ষিত আসলে কার জায়গায় খেলছে? তখন আমাকে জানানো হলো, এটি কনকাশন বদলি। তবে আমি একমত নই। ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে বলা হয়েছে। আমরা বিষয়টি নিয়ে তার কাছ থেকে ব্যাখ্যা চাইব।"

ইংল্যান্ড হারের জন্য এই বিতর্কিত সিদ্ধান্তকে সরাসরি দায়ী না করলেও তারা মনে করছে, এটি ম্যাচের গতিপথ পাল্টে দিয়েছে। বাটলার ঠাট্টার ছলে বলেন, "হয়তো পরের ম্যাচে টসের সময় আমি বলব, আমরা ১২ জন খেলোয়াড় নিয়ে খেলছি!"

এই ম্যাচে ১৫ রানের পরাজয়ের ফলে পাঁচ ম্যাচের সিরিজে ৩-১ ব্যবধানে পিছিয়ে পড়েছে ইংল্যান্ড। তবে মাঠের খেলায় হারার পাশাপাশি মাঠের বাইরে কনকাশন বদলি বিতর্ক নিয়েও বেশ আলোচনায় চলে এসেছে সিরিজটি। এখন দেখার বিষয়, ইংল্যান্ডের এই অভিযোগের ভিত্তিতে ম্যাচ রেফারি কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেন কি না।

 

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

যৌথবাহিনীর হাতে আটক যুবদল নেতার মৃত্যু, সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া
লাইভ শোতে নারী ভক্তকে জাপটে ধরে চুমু, বিতর্কে ভারতীয় গায়ক
১২ জন নিয়ে খেলেছে ভারত, ম্যাচ রেফারির ব্যাখ্যা চান বাটলার
বিশ্ববিদ্যালয়ের দাবিতে চতুর্থদিনের অনশন, বিকালে তিতুমীর শিক্ষার্থীদের অবরোধের হুমকি
আলাউদ্দিন নাসিমের গুলশানের বাড়ি গোপন, দুদকের তদন্ত শুরু
আ.লীগ সমর্থকদের কাছে ‘আলোচিত মাফলারটি’ বিক্রির ঘোষণা দিলেন প্রেসসচিব
পবিত্র রমজানের সেহরি-ইফতারের সময়সূচি প্রকাশ
বিএনপির জুলাই ঘোষণাপত্রের খসড়া প্রস্তুত
রাজধানীতে তিন বছরের মেয়েকে হত্যা, মা আটক
রংপুরে ঘন কুয়াশায় ৬ গাড়ির সংঘর্ষ, আহত ২৫
ক্রিকেটার এনামুল হক বিজয়ের দেশত‍্যাগে নিষেধাজ্ঞা
গান গাইতে গাইতেই মঞ্চে লুটিয়ে পড়েন সাবিনা ইয়াসমিন
আজ একুশে বইমেলা শুরু
যুক্তরাষ্ট্রে রোগী বহনকারী বিমান বিধ্বস্ত, শিশুসহ ৬ জনের মৃত্যুর আশঙ্কা
বিয়ের দিনক্ষণ ঠিক, হবু স্ত্রীকে নিয়ে ফেরার পথে দুর্ঘটনায় চিকিৎসক নিহত
শুরু হলো বাঙালির প্রেরণা ও গৌরবের ভাষার মাস
কোরআনের হাফেজাকে বিয়ে করলেন সারজিস
জ্বালানি তেলের দাম লিটারে এক টাকা বৃদ্ধি
চুয়াডাঙ্গার জীবননগরে সড়কে ডাকাতি, চালককে কুপিয়ে জখম
কুবি শিক্ষার্থীকে অপহরণের ঘটনায় ৫ জনের নামে মামলা