শনিবার, ১ ফেব্রুয়ারি ২০২৫ | ১৮ মাঘ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

মার্কিন রাষ্ট্রদূতের কাছে পররাষ্ট্রসচিবের হতাশা প্রকাশ

বাংলাদেশ সরকারের সঙ্গে কোনো পূর্ব আলোচনা ছাড়াই র‍্যাব কর্মকর্তাদের উপর মার্কিন প্রশাসন একতরফাভাবে নিষেধাজ্ঞা দেওয়ায় মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলারের কাছে হতাশা প্রকাশ করেছেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।

শনিবার (১১ ডিসেম্বর) ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলারকে তলব করে এই হতাশা প্রকাশ করেন পররাষ্ট্রসচিব। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

'গুরুতর মানবাধিকার লঙ্ঘন’র অভিযোগে র‌্যাবের সাবেক প্রধান, বর্তমান পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদসহ সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র সরকার। এ নিষেধাজ্ঞার ফলে বাংলাদেশের শীর্ষ পুলিশ কর্মকর্তা বেনজীর আহমেদসহ বাকিরা যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পাবেন না।

এই মার্কিন নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলারকে তলব করেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকারের সঙ্গে কোনো পূর্ব আলোচনা ছাড়াই মার্কিন প্রশাসন একতরফাভাবে এ সিদ্ধান্ত নেওয়ায় হতাশা প্রকাশ করেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।

পররাষ্ট্র সচিব বলেছেন, যে বিষয়গুলোর কারণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে সেগুলি সক্রিয় আলোচনার অধীনে রয়েছে।

মার্কিন সরকার বাংলাদেশের একটি সংস্থাকে দুর্বল করার সিদ্ধান্ত নিয়েছে উল্লেখ করে দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্র সচিব। বিজ্ঞপ্তিতে বলা হয়, সন্ত্রাসবাদ, মাদকপাচার এবং অন্যান্য জঘন্য আন্তঃদেশীয় অপরাধের বিরুদ্ধে লড়াইয়ের অগ্রভাগে ছিল সংস্থাটি; যাকে ধারাবাহিক মার্কিন প্রশাসনের সঙ্গে অগ্রাধিকার হিসাবে বিবেচনা করা হয়েছিল।

এতে বলা হয়, কিছু নির্দিষ্ট ঘটনার জন্য র‌্যাবের বিরুদ্ধে অভিযোগগুলো করা হয়েছে। সেগুলোর ব্যাখ্যা বিভিন্ন সময় দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সরকার আইনের শাসন ও মানবাধিকার সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। আইন প্রয়োগকারী সংস্থাগুলোর যেকোনো অন্যায়ে 'জিরো টলারেন্স' দৃষ্টিভঙ্গি বজায় রেখেছে।

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, বাংলাদেশ সব আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের বিরুদ্ধে অন্যায়ের অভিযোগ মোকাবেলা করতে আইনি ও প্রশাসনিক পদ্ধতির একটি সেট অনুসরণ করে। র‌্যাবের ক্ষেত্রে এটি ব্যতিক্রম নয়।

পররাষ্ট্র সচিব বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রসহ অনেক দেশে আইন প্রয়োগকারী সংস্থাগুলির মধ্যে বিপথগামী সদস্যরা মানবাধিকার লঙ্ঘন ও অপব্যবহার করলে উচ্চপদস্থ কর্মকর্তাদের ওপর দায় চাপানো হয় না।

রাষ্ট্রদূত মিলার বাংলাদেশ সরকারের উত্থাপিত উদ্বেগের কথা নোট করেন এবং তার রাজধানীতে তা জানানোর আশ্বাস দেন। সংলাপ ও উচ্চ পর্যায়ের সফরের মাধ্যমে দুই দেশের মধ্যে চমৎকার বহুমুখী সম্পর্ক আরও গভীর করা যেতে পারে বলে তিনি একমত হন।

পারস্পরিক স্বার্থের ইস্যুতে আগামী দিনে বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত থাকতে মার্কিন সরকারের ইচ্ছার কথা জানান রাষ্ট্রদূত মিলার।

এ তালিকায় বেনজীর আহমদের সঙ্গে কক্সবাজারে র‌্যাব-৭ এর সাবেক অধিনায়ক মিফতা উদ্দিন আহমেদের নাম এসেছে। নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত হওয়ায় বেনজীর আহমদ ও মিফতা উদ্দিন আহমেদ এবং তাদের পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে প্রবেশাধিকার পাবেন না বলে বিবৃতিতে জানানো হয়েছে।

২০১৮ সালে মাদকবিরোধী অভিযানের সময় টেকনাফের পৌর কাউন্সিলর ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি একরামুল হককে ‘বিচার বহির্ভূতভাবে হত্যার মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় সম্পৃক্ততরার জন্য’ তাদের বিরুদ্ধে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।

শুক্রবার (১০ ডিসেম্বর) আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্রের অর্থ দপ্তর গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে বিভিন্ন দেশের ১৫ ব্যক্তি ও ১০ প্রতিষ্ঠানের সম্পদের ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে। সেখানে আলাদাভাবে বিভিন্ন দেশের ১২ কর্মকর্তার নাম যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত করার কথা জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের অর্থ দপ্তর ম্যাগনিটস্কি অ্যাক্টের আওতায়ে ১৫ ব্যক্তি ও ১০ প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেওয়া হয়েছে। এ তালিকায় বাংলাদেশের এলিট ফোর্স র‌্যাবের সাবেক মহাপরিচালক বেনজীর আহমেদ ছাড়াও সাবেক ও বর্তমান আরও পাঁচ কর্মকর্তার নাম রয়েছে।

তারা হলেন– র‌্যাবের বর্তমান মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) খান মোহাম্মদ আজাদ, সাবেক অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) তোফায়েল মুস্তাফা সরওয়ার, সাবেক অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং সাবেক অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) মোহাম্মদ আনোয়ার লতিফ খান।

আরইউ/এএস

Header Ad
Header Ad

পবিত্র রমজানের সেহরি-ইফতারের সময়সূচি প্রকাশ

প্রতীকী ছবি

চাঁদ দেখা সাপেক্ষে এবার পবিত্র রমজান মাস শুরু হবে আগামী ২ বা ৩ মার্চ। তবে রমজান শুরুর সময় ২ মার্চ ধরে ঢাকার সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন।

গত ২৭ জানুয়ারি ইসলামিক ফাউন্ডেশন ১৪৪৬ হিজরির রমজান মাসের সেহরি ও ইফতারের এই সময়সূচি চূড়ান্ত করা হয়। ইসলামিক ফাউন্ডেশনের দ্বিনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক সরকার সরোয়ার আলম জাগো নিউজকে সেহরি ও ইফতারের সময়সূচি চূড়ান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

সময়সূচি অনুযায়ী, ২ মার্চ প্রথম রমজানে ঢাকায় সেহরির শেষ সময় ভোররাত ৫টা ৪ মিনিট ও ইফতারির সময় ৬টা ২ মিনিট।

রমজানের সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ। ছবি: সংগৃহীত

তবে দূরত্ব অনুযায়ী ঢাকার সময়ের সঙ্গে সর্বোচ্চ ৯ মিনিট পর্যন্ত যোগ করে ও ৯ মিনিট পর্যন্ত বিয়োগ করে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ সেহরি ও ইফতার করবেন বলে ইসলামিক ফাউন্ডেশন থেকে জানা গেছে।

দেশের অন্যান্য বিভাগ ও জেলার সেহরি ও ইফতারের সময়সূচি ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয় থেকে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন দ্বিনি দাওয়াত বিভাগের কর্মকর্তারা।

Header Ad
Header Ad

বিএনপির জুলাই ঘোষণাপত্রের খসড়া প্রস্তুত

ছবি: সংগৃহীত

বিএনপি জুলাই ঘোষণাপত্রের খসড়া তৈরি করেছে এবং তা সব রাজনৈতিক দলের সাথে আলোচনা ও সম্মতির ভিত্তিতে চূড়ান্ত করা হবে। ঘোষণাপত্রে দেশের জাতীয় সংসদে সাংবিধানিক সংস্কার করার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে, যা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গঠিত হবে।

খসড়া ঘোষণাপত্রে মহান মুক্তিযুদ্ধ এবং অতীত ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে বিভিন্ন রাজনৈতিক দলের অবদানের কথা উল্লেখ করা হয়েছে। এছাড়া, জুলাই গণঅভ্যুত্থানের স্বীকৃতি প্রদান করা হয়েছে।

বিএনপি জানায়, খসড়া ঘোষণাপত্র সমমনা দল ও জোট ছাড়াও অন্যান্য রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়েছে। খুব শিগগিরই এসব দলগুলোর সাথে মতবিনিময় করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তারা আরও উল্লেখ করে যে, ছাত্রদের দাবি অনুযায়ী বাহাত্তরের সংবিধান বাতিলের কথা যুক্তিসঙ্গত নয়, এবং মুক্তিযুদ্ধই বাংলাদেশের ভিত্তি হওয়া উচিত। খসড়ায় ২০২৪ সালের ৫ আগস্ট থেকে কার্যকর হওয়ার সম্ভাবনার কথা বলা হলেও বিএনপি মনে করে, এটি একটি ডিক্লারেশন আকারে দিতে হবে।

তবে খসড়া ঘোষণাপত্রে সামরিক বাহিনীর সমর্থনের বিষয়ে কোনো কিছু বলা হয়নি। ছাত্র-জনতার ৫ আগস্টের অভ্যুত্থানে শেখ হাসিনার ১৫ বছরের শাসন পতন ঘটেছিল এবং এরপর ১৫ জানুয়ারি পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দলদের সাথে আলোচনা করার সময়সীমা নির্ধারণ করা হয়।

Header Ad
Header Ad

রাজধানীতে তিন বছরের মেয়েকে হত্যা, মা আটক

খিলগাঁওয়ে চার বছরের মেয়েকে হত্যার অভিযোগে মা গ্রেপ্তার। ছবি: সংগৃহীত

রাজধানীর খিলগাঁওয়ে আয়না নুর ইসলাম নামে চার বছরের এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে মা তাসনিয়া চৌধুরীর বিরুদ্ধে। এ ঘটনায় মাকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৩১ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আহত অবস্থায় ওই শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত শিশুটির নাম আয়না নূর ইসলাম। তাঁর মা খিলগাঁও থানা হেফাজতে রয়েছেন। ময়নাতদন্তের জন্য শিশুটির মরদেহ রাখা হয়েছে ঢাকা মেডিকেল কলেজের মর্গে।

খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) গুলজার রহমান বলেন, শিশুটির মা-বাবার মধ্যে বিরোধ রয়েছে। তাঁরা আলাদা থাকেন। শিশুটির মায়ের ছয় মাসের আরেকটি সন্তান রয়েছে। তিনি দুই সন্তানকে নিয়ে দক্ষিণ বনশ্রী এলাকায় থাকতেন।

অভিযুক্ত নারীর স্বামীর বরাতে এ পুলিশ কর্মকর্তা জানান, শুক্রবার দিবাগত রাতে স্বামী আতিকুল ইসলামের কাছে টাকা চায় স্ত্রী তাসনিয়া চৌধুরী এবং সে তার স্বামীর কাছে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় যেতে চায়। তাসনিয়া চৌধুরী তখন নেশাগ্রস্ত অবস্থায় ছিল। তখন তার স্বামী আতিকুল ইসলাম এত রাতে তাকে আসতে নিষেধ করেন। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে বড় মেয়ে আয়না নুর ইসলামকে গুরুতর আঘাত করে তাসনিয়া এবং সে অচেতন অবস্থায় ফ্লোরে পড়ে থাকে। এ সময় পাঁচ মাসের ছেলেকেও সে আঘাত করে। পরে সকালে ঘুম থেকে উঠে দেখে তার মেয়ে অচেতন অবস্থায় পড়ে আছে।

পরে তাকে ঢাকা শিশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। পরে শুক্রবার রাতে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

তিনি আরও বলেন, এ ঘটনায় ঘাতক তাসনিয়া চৌধুরী আটক রয়েছেন। তার স্বামী আতিকুল ইসলাম বাদী হয়ে খিলগাঁও থানায় একটি এজাহার দায়ের করেছেন। এ ঘটনায় তাসনিয়া চৌধুরীর সঙ্গে আর কেউ জড়িত ছিল কি না, সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

তবে ওই নারী কি ধরনের মাদক সেবন করতেন, সে বিষয়টি প্রাথমিকভাবে জানাতে পারেননি তিনি। এই বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

পবিত্র রমজানের সেহরি-ইফতারের সময়সূচি প্রকাশ
বিএনপির জুলাই ঘোষণাপত্রের খসড়া প্রস্তুত
রাজধানীতে তিন বছরের মেয়েকে হত্যা, মা আটক
রংপুরে ঘন কুয়াশায় ৬ গাড়ির সংঘর্ষ, আহত ২৫
ক্রিকেটার এনামুল হক বিজয়ের দেশত‍্যাগে নিষেধাজ্ঞা
গান গাইতে গাইতেই মঞ্চে লুটিয়ে পড়েন সাবিনা ইয়াসমিন
আজ একুশে বইমেলা শুরু
যুক্তরাষ্ট্রে রোগী বহনকারী বিমান বিধ্বস্ত, শিশুসহ ৬ জনের মৃত্যুর আশঙ্কা
বিয়ের দিনক্ষণ ঠিক, হবু স্ত্রীকে নিয়ে ফেরার পথে দুর্ঘটনায় চিকিৎসক নিহত
শুরু হলো বাঙালির প্রেরণা ও গৌরবের ভাষার মাস
কোরআনের হাফেজাকে বিয়ে করলেন সারজিস
জ্বালানি তেলের দাম লিটারে এক টাকা বৃদ্ধি
চুয়াডাঙ্গার জীবননগরে সড়কে ডাকাতি, চালককে কুপিয়ে জখম
কুবি শিক্ষার্থীকে অপহরণের ঘটনায় ৫ জনের নামে মামলা
মিয়ানমারে ছয় মাসের জন্য বাড়ানো হলো জরুরি অবস্থার মেয়াদ
চট্টগ্রামে খাল খননের নামে দুর্নীতি, বিপুল অর্থ লুটপাটের অভিযোগ
নির্বাচনের আগেই পতিত স্বৈরাচারের বিচার নিশ্চিত করতে হবে : ছাত্রশিবির সেক্রেটারি
বিয়ে করলেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম
টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতা সজিবুল হুদা সিজু গ্রেফতার
বেনাপোল চেকপোস্টে যাত্রীশূন্যতা, রাজস্ব হারাচ্ছে সরকার