আমেরিকাতেও বছরে ৬ লাখ মানুষ নিখোঁজ হয়: পররাষ্ট্রমন্ত্রী
আমেরিকায় প্রতি বছর ৬ লাখ মানুষ নিখোঁজ হয় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
শনিবার (১১ ডিসেম্বর) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক আলোচনা অনুষ্ঠানে বক্তব্য শেষে পুলিশের আাইজি, র্যাবের ডিজিসহ ৭ কর্মকর্তাকে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। 'চির অম্লান বঙ্গবন্ধু' শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে অ্যাসোসিয়েশন অব ফরমার বিসিএস (এফএ) অ্যাম্বাসেডর (এওএফএ)।
৬ লাখ মানুষ নিখোঁজ হলেও এ নিয়ে সেখানে কোনো কথা হয় না, জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এরা কীভাবে নিখোঁজ হয় সেখানকার সরকার জানে না। প্রতি বছর পুলিশ হাজারখানেক লোক মেরে ফেলে।
সব দেশেই মানুষ হারিয়ে যায়- এমন মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের এখানে ১০ বছরে নাকি র্যাব ৬০০ জনকে মেরেছে। কিন্তু কাদের মেরেছে সেই তথ্য আমাদের কাছে নেই।’
হেড অব দি ইনস্টিটিউশন হিসেবে উনাদের নিষেধাজ্ঞা দিয়েছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এর কারণ হলো কিছু এনজিও নাকি উনাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন। তারা নিজেরাও নাকি কিছু অ্যানালাইসিস করেছেন।’
আমেরিকায় যে ৬ লাখ মানুষ নিখোঁজ হয়, সেজন্য হেড অব দ্য অথরিটি হিসেবে কারো শান্তি হয় না জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তারা একটা নতুন ঢং বের করেছে যে, হেড অব দ্য অথরিটিকে নিষেধাজ্ঞা দেওয়া। এটা খুবই দুঃখজনক।’
ফরেন সার্ভিস একাডেমিতে রাষ্ট্রদূত শমসের মবিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রসচিব (সিনিয়র সচিব) রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন। আলোচক হিসেবে ছিলেন সাবেক যুগ্মসচিব ও জাতিসংঘের সাবেক কর্মকর্তা হাবিবুল হক।
আরইউ/এসএন