বাংলামোটরের আর কে টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে
প্রতীকী ছবি
রাজধানীর বাংলামোটর এলাকার আর কে টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে এসেছে। শনিবার দুপুরে ওই ভবনে আগুন লাগে। দমকল বাহিনীর চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
শনিবার (১১ ডিসেম্বর) দুপুর ১২টা ২৫ মিনিটে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার এ তথ্য নিশ্চিত করেন। ওই সময় তিনি ঢাকাপ্রকাশকে বলেন, ‘আজ দুপুর ১২টা ১০ মিনিটের দিকে আর কে টাওয়ারে আগুন লাগার খবর পাই। বাংলামোটর এলাকার আশপাশে আমাদের একটি টহল টিম ছিল। পরে মোট চারটি ইউনিটি এখন ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
পরে দুপুর ১টা ৫০ মিনিট নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে।
এনএইচ/এসএ/