টিকা পেয়েছে স্কুল-কলেজের ১৪ লাখ শিক্ষার্থী
দেশের বিভিন্ন স্কুল-কলেজের ১৩ লাখ ৯৬ হাজার ৫৫০ জন শিক্ষার্থীকে ফাইজারের টিকা দেওয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস) ও লাইন ডিরেক্টর (এইচআইএস অ্যান্ড ই-হেলথ) অধ্যাপক ডা. মো. মিজানুর রহমান স্বাক্ষরিত টিকা সংক্রান্ত পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।
গত ১ নভেম্বর ১২ থেকে ১৮ বছর বয়সী স্কুল ও কলেজের শিক্ষার্থীদের ফাইজার-বায়োএনটেকের প্রস্তুত করা করোনার টিকাদান শুরু হয়। ৯ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন স্কুল-কলেজের ১৩ লাখ ৯৬ হাজার ৫৫০ জন শিক্ষার্থী ফাইজারের টিকা নিয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যানে উঠে এসেছে।
এর মধ্যে প্রথম ডোজ নিয়েছে ১১ লাখ ৮৯ হাজার ৫৪০ জন। দ্বিতীয় ডোজ নিয়েছে দুই লাখ ৭ হাজার ১০ জন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, করোনার টিকা নিতে দেশে নিবন্ধন করেছেন সাত কোটি ৪৭ লাখ ৭২ হাজার ১২৪ জন। ২৭ জানুয়ারি থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত সারাদেশে টিকা গ্রহীতার সংখ্যা বৃদ্ধি পেয়ে ১০ কোটি ৮৩ লাখ ৩০ হাজার ৭১৯ জনে দাঁড়িয়েছে।
টিকার প্রথম ডোজ নিয়েছেন ছয় কোটি ৬২ লাখ ৮৭ হাজার ৩৯৬ জন ও দ্বিতীয় ডোজ নিয়েছেন চার কোটি ২০ লাখ ৪৩ হাজার ৩২৩ জন।
এসএ/