তোমাকে অভিবাদন জানিয়ে আমি পরিতৃপ্ত হই, কারণ তুমি সৃজন করেছো স্বপ্নের বসতি; ফুল ও ফলের প্রিয় উদ্যান, অবারিত করেছো পাখিডাকা সকাল, সাদা মেঘের মিষ্টি আকাশ সাতরঙা ফড়িং ও প্রজাপতির সৃজন স্বাধীন নৃত্য।
তোমাকে অভিবাদন জানিয়ে আমি শুদ্ধ হই, কারণ মুনাফাখোরদের হাত থেকে উদ্ধার করে ধর্মকে সপেছো তুমি মানুষের হাতে; রাষ্ট্র বানিয়েছো সব মানুষের ঠিকানা।
তোমাকে অভিবাদন জানিয়ে আমি ঋদ্ধ হই, কারণ তুমি উর্দি খুলে স্বদেশকে পরিয়েছো গণমানুষের পোশাক; ছড়িয়ে দিয়েছো লাল-সবুজের জয়টিকা এই প্রিয় প্রাঙ্গণে।
হে জনক, তোমাকে অভিবাদন জানিয়ে আমি গর্বিত হই, কারণ তুমি দিয়েছো আমার আত্মপরিচয়, পরাধীনতার অর্গল গুড়িয়ে গলায় পরিয়েছো স্বাধীনতার মালা।
কে রাখে তোমাকে দূরে? কে করে বন্ধ কবরে? হে মহানায়ক, আমি তো দেখি তুমি জেগে ওঠো বারবার এসে দাঁড়াও বাঙালির উঠানে টুঙ্গিপাড়া থেকে, সঙ্গে নিয়ে আসো মহামন্ত্র; একুশের উন্মেষ, জয় বাংলার মহাতুর্য একাত্তরের প্রেম ও দ্রোহের ডঙ্কা।
ভূমি মন্ত্রণালয় পুন:সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির আওতাধীন সার্ভেয়ার পদে ২৩৮ জনকে ১৪তম গ্রেডে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে।
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। সারাসরি/ডাকযোগে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। সরাসরি বা ডাকযোগে প্রেরিত সকল আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।
প্রতিষ্ঠানের নাম: ভূমি মন্ত্রণালয় পদসংখ্যা: ০১টি লোকবল নিয়োগ: ২৩৮ জন
পদের নাম: সার্ভেয়ার পদসংখ্যা: ২৩৮টি বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪) শিক্ষাগত যোগ্যতা: ৪ বছরের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং)
আবেদন ফি: পরীক্ষার ফি বাবদ টেলিটক সার্ভিস চার্জসহ ২২৩ টাকা এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে। বয়সসীমা: ১৮ থেকে ৩২ বছর
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ সময়: ০১ মে ২০২৫
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ছবি: সংগৃহীত
গত জুলাই-আগস্টে ইন্টারনেট বন্ধ কোনো দুর্ঘটনা ছিল না, বরং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ইন্টারনেট বন্ধ করা হয় বলে জানিয়েছেন সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জিজ্ঞাসাবাদে পলক এ তথ্য দিয়েছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।
তিনি বলেন, ইন্টারনেট বন্ধ করে গত জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। ইন্টারনেট বন্ধের এ নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা।
এর আগে হত ১৩ আগস্ট ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদনে বলা হয়, কোটা সংস্কার আন্দোলনের সময়ে পুরো দেশ ইন্টারনেটবিহীন করে রেখেছিল বিগত সরকার। ওই সরকারের তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক ইন্টারনেট বন্ধ নিয়ে ডেটা সেন্টার পুড়ে যাওয়াসহ নানা গল্প ফেঁদেছিলেন। আদতে তেমন কোনো ঘটনাই ঘটেনি। তিনি নিজে, বিটিআরসি ও এনটিএমসি ইন্টারনেট বন্ধে জড়িত। পলক ডেটা সেন্টারের ঘটনা প্রচার করে জাতির সঙ্গে মিথ্যাচার করেছেন।
চলতি বছরের শুরুতে অভিনেত্রী জিনাত সানু স্বাগতা বিয়ের বন্ধনে আবদ্ধ হন। সে সময় তিনি জানিয়েছিলেন, স্বামী ড. হাসান আজাদের সঙ্গে প্রায় এক বছরের বন্ধুত্ব ও প্রেমের পর তারা বিয়ের সিদ্ধান্ত নেন। তবে এবার স্বাগতা শেয়ার করলেন নতুন একটি তথ্য।
সম্প্রতি এক সাক্ষাৎকারে স্বাগতা জানান, আমি আর হাসান এক বছর লিভ টুগেদার করেছি। তারপর দু’জন দু’জনকে পার্টনার হিসেবে পছন্দ করেছি।
অভিনেত্রী জানান, তাদের লিভ টুগেদারের সিদ্ধান্তে পরিবারের কোনো সমস্যা ছিল না। তিনি বলেন, আমরা যখন লিভ টুগেদার করেছি, আমাদের দু’জনের বাবা-মায়ের পক্ষ থেকে কোনো সমস্যা ছিল না। এমনকি আমার ভাই-বোনও বলেছে, কেউ যুক্তরাজ্যে থেকে আসলো, তুমি বিয়ে করে ফেললা, এরপর জীবনটা শেষ হয়ে গেল...তার চেয়ে ভালো একসঙ্গে থেকে দেখো, সারাজীবন থাকতে পারবে নাকি। তারপর সিদ্ধান্ত নেও।
স্বাগতা আরও বলেন, ‘সমাজও আমাদের বিষয়টা মেনে নিয়েছে। প্রথমে একটু সময় নিয়েছে কিন্তু পরে বিষয়টা স্বাভাবিক হয়ে গেছে। আমি মনে করি, আমাদের সমাজও পরিবর্তন হচ্ছে। ডিভোর্স নরমালাইজ হচ্ছে, লিভ টুগেদারও নরমালাইজ হবে।’
স্বাগতার স্বামী একজন লন্ডন প্রবাসী। তার জন্ম ও পড়াশোনা সবই যুক্তরাজ্যে। সংগীত জগতের সঙ্গে জড়িত তিনি। ড. হাসান একাধারে গান লেখেন, সুর ও মিউজিক কম্পোজ করেন। কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে পিএইচডি করা হাসান পেশায় একজন ব্যবসায়ী।
স্বাগতা জানান, গত বছরের আগস্ট-সেপ্টেম্বরের দিকে একদিন এক বান্ধবীর সঙ্গে রাজধানীর একটি ক্লাবে যান তিনি। সেখানেই হাসান আজাদের সঙ্গে পরিচয় হয় তার। পরিচয়ের পর অনেক দিন দেখা হয়নি তাদের। তবে নভেম্বরে আবার তাদের দেখা হয়। সেই সময় হাসান আজাদ আমাকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেছেন তিনি আমাকে পছন্দ করেন। এর পরেই কথা বলে আমরা সিদ্ধান্ত নিই একসঙ্গে হওয়ার।
এর আগে দীর্ঘ ৭ বছর প্রেমের পর চিত্রগ্রাহক রাশেদ জামানকে বিয়ে করেন স্বাগতা। ছয় বছর সংসারের পর ২০২১ সালের ১৬ ডিসেম্বর বিচ্ছেদ হয় তাদের।
উল্লেখ্য, ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতায় ছড়া গান বিভাগে দ্বিতীয় হয়েছিলেন স্বাগতা। এছাড়া ‘মহাকাল’ নামে একটি ব্যান্ড দল করেন তিনি। ‘ভালোবাসি তোমাকে’, ‘মহাকাল’, ‘স্বপ্নচূড়া’সহ কয়েকটি অ্যালবাম প্রকাশ করেছেন অভিনেত্রী। এছাড়া ওয়েব সিরিজ ‘কাইজার’-এ অভিনয় করে আলোচনায় আসেন তিনি।