সোমবার, ১৮ নভেম্বর ২০২৪ | ৩ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

অভিবাদন

তোমাকে অভিবাদন জানিয়ে
আমি পরিতৃপ্ত হই, কারণ তুমি
সৃজন করেছো স্বপ্নের বসতি;
ফুল ও ফলের প্রিয় উদ্যান,
অবারিত করেছো পাখিডাকা সকাল,
সাদা মেঘের মিষ্টি আকাশ
সাতরঙা ফড়িং ও প্রজাপতির
সৃজন স্বাধীন নৃত্য।

তোমাকে অভিবাদন জানিয়ে
আমি শুদ্ধ হই, কারণ মুনাফাখোরদের
হাত থেকে উদ্ধার করে
ধর্মকে সপেছো তুমি মানুষের হাতে;
রাষ্ট্র বানিয়েছো সব মানুষের ঠিকানা।

তোমাকে অভিবাদন জানিয়ে
আমি ঋদ্ধ হই, কারণ তুমি
উর্দি খুলে স্বদেশকে পরিয়েছো
গণমানুষের পোশাক;
ছড়িয়ে দিয়েছো লাল-সবুজের জয়টিকা
এই প্রিয় প্রাঙ্গণে।

হে জনক,
তোমাকে অভিবাদন জানিয়ে
আমি গর্বিত হই, কারণ তুমি দিয়েছো আমার
আত্মপরিচয়, পরাধীনতার অর্গল গুড়িয়ে
গলায় পরিয়েছো স্বাধীনতার মালা।

কে রাখে তোমাকে দূরে?
কে করে বন্ধ কবরে?
হে মহানায়ক,
আমি তো দেখি তুমি জেগে ওঠো বারবার
এসে দাঁড়াও বাঙালির উঠানে
টুঙ্গিপাড়া থেকে,
সঙ্গে নিয়ে আসো মহামন্ত্র;
একুশের উন্মেষ, জয় বাংলার মহাতুর্য
একাত্তরের প্রেম ও দ্রোহের ডঙ্কা।

আরএ/

Header Ad

দর্শকদের ‘ভুয়া ভুয়া’ স্লোগানে চলে গেলেন পরীমণি

ফাইল ছবি

রাজধানীর একটি শপিংমলে শোরুম উদ্বোধন করতে গিয়ে এক বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমণি। তোপের মুখে একপর্যায়ে দ্রুত ঘটনাস্থল থেকে চলে যান এ অভিনেত্রী।

গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ঘটনার বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা গেছে, শোরুম অনুষ্ঠানে নিরাপত্তা কর্মী, আয়োজক ও দর্শকদের মাঝে বিশৃঙ্খলা থেকে হট্টোগোল সৃষ্টি হয়। একপর্যায়ে আয়োজক ও পরীমণিকে উদ্দেশ করে দর্শকরা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে শুরু করেন।

পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় দ্রুতই স্থান ত্যাগ করেন এ অভিনেত্রী। এরপরে এক ফেসবুক স্ট্যাটাসে পুরো আয়োজনে বিশৃঙ্খলার জন্য আয়োজকদের দায়ী করেছেন তিনি।

শনিবার (১৬ নভেম্বর) যমুনা ফিউচার পার্কে একটি শোরুম উদ্বোধন করতে যান পরীমণি ও অভিনেতা ডি এ তায়েব। এ সময় তাকে দেখার জন্য সেখানে ভিড় জমান অনেকে।

ভিড়ের কারণে শোরুম উদ্বোধনের সময় কাউকে ভেতরে প্রবেশ করতে দেননি দোকান মালিকেরা। এটিকে কেন্দ্র করে তৈরি হয় বিশৃঙ্খলা।

একে তো ছোট জায়গা, অন্যদিকে সাধারণ দর্শকের চাপ। একপর্যায়ে স্টেজের সামনে দর্শকদের জড়ো হতে বাধা দেন নিরাপত্তাকর্মীরা। সেখান থেকেই শুরু হয় হট্টগোল।

পরিস্থিতি অবনতি হলে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে শুরু করেন ভক্তরা। একপর্যায়ে পরীমনিকে বলতে শোনা যায়, ‘আপনারা যে এই স্লোগানটি দিচ্ছেন, এটা কিন্তু আমার ওপরও পড়ছে।’

পরী আরও বলেন, ‘আমার সাথে কখনও এমন ঘটেনি। প্লিজ আপনারা শান্ত হন। আপনাদের সহযোগিতাতেই আজ আমি এখানে। আপনাদের জন্যই আজ আমি এখানে এসেছি। আপনারা প্লিজ নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি বন্ধ করেন। আপনারা প্লিজ কারো প্রতি ক্ষোভ, কারো প্রতি অভিমানে বিশৃঙ্খলা করবেন না।’

তবুও থামেননি তারা। ‘অনেক হয়েছে’- বলে পরীমণিকে উদ্দেশ করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে শুরু করেন ভক্তরা। এরপরই স্টেজ ছেড়ে সেখান থেকে দ্রুত চলে যান পরীমণি।

এ ঘটনা নিয়ে শনিবার রাতে এক ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন অভিনেত্রী। যেখানে বিশৃঙ্খল পরিস্থিতির জন্য আয়োজকদের দিকে আঙুল তুলে তিনি লেখেন, ‘যেখানে আমার সামনে আমার সাংবাদিক ভাই, বন্ধু, কলিগরা অসম্মানিত হয়; সেখানে আমি কী করে সম্মানিত বোধ করব! সুষ্ঠু, সুন্দরভাবে কোনো আয়োজন না করতে পারলে সেই ব্যর্থতা কারোর কোনো ক্ষমতা দিয়ে ঢাকতেই পারবেন না। অবশ্যই নিজ সম্মান বজায় রাখতে সংবেদনশীল হবেন আশা করি।’

Header Ad

সাকিবকে নিয়ে চেন্নাইয়ে জল্পনা!

ছবি: সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সের হয়ে ছয় মৌসুম এবং সানরাইজার্স হায়দরাবাদের হয়ে দুই মৌসুম খেলেছেন সাকিব আল হাসান। এক সময় আইপিএলের নিয়মিত মুখ হলেও বয়স এবং পারফরম্যান্সের কারণে গত আসরে দল পাননি বাংলাদেশের এই অভিজ্ঞ অলরাউন্ডার। তবে আগামী মৌসুমে তাকে আবারও আইপিএলের মঞ্চে দেখা যেতে পারে।

আগামী ২৪ ও ২৫ নভেম্বর সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হবে আইপিএলের মেগা নিলাম। তার আগে প্রতিটি দল সর্বোচ্চ ছয়জন ক্রিকেটার ধরে রাখার সুযোগ পেয়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে চেন্নাই সুপার কিংস পাঁচজন ক্রিকেটারকে ধরে রেখেছে।

চেন্নাইয়ের ধরে রাখা ক্রিকেটারদের তালিকায় আছেন ফ্র্যাঞ্চাইজির কিংবদন্তি অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, বর্তমান অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়, অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা এবং শিবম দুবে। এ ছাড়া একমাত্র বিদেশি ক্রিকেটার হিসেবে ধরে রাখা হয়েছে শ্রীলঙ্কার পেসার মাথিশা পাথিরানাকে।

নিলামের আগে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি নিজেদের পরিকল্পনা সাজায় এবং তাদের পছন্দের ক্রিকেটারদের দিকে নজর রাখে। চেন্নাই সুপার কিংস সম্প্রতি তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছে, যেখানে রবীন্দ্র জাদেজার সঙ্গে একজন অজ্ঞাত ক্রিকেটারের শ্যাডো ছবি দেখা গেছে। পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, "জাদেজার জমজ অলরাউন্ডার কে?"

এই পোস্টের সঙ্গে সাকিবের চেহারা ও খেলোয়াড়ি গুণের মিল খুঁজে পেয়েছেন অনেকেই। ফলে গুঞ্জন উঠেছে, আসন্ন নিলাম থেকে সাকিবকে দলে ভেড়াতে পারে চেন্নাই।

উল্লেখ্য, মেগা নিলামে সাকিব আল হাসানের ভিত্তিমূল্য এক কোটি রুপি নির্ধারণ করা হয়েছে। এখন দেখার বিষয়, সাকিবকে ঘিরে চেন্নাইয়ের এই গুঞ্জন বাস্তবে রূপ নেয় কি না।

Header Ad

নারায়ণগঞ্জে টিস্যুর গুদামে আগুন, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একটি টিস্যু পেপারের গুদামে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট কাজ করছে।

সোমবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঝাউচর এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা গেছে, ফ্রেশ টিস্যু পেপারের গোডাউনে আগুনের সূত্রপাত হয়। শুরুতে ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করলেও পরে আরও চারটি ইউনিট যোগ দেয়।

তবে আগুন কীভাবে লেগেছে তাৎক্ষণিক জানা যায়নি। এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এ ছাড়া ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখরুদ্দিন জানান, ভোরে আগুন লাগার খবর পেয়ে নেভানোর কাজে অংশ নেন তারা। ক্ষয়ক্ষতির পরিমাণ এখন বলা যাচ্ছে না।

Header Ad

সর্বশেষ সংবাদ

দর্শকদের ‘ভুয়া ভুয়া’ স্লোগানে চলে গেলেন পরীমণি
সাকিবকে নিয়ে চেন্নাইয়ে জল্পনা!
নারায়ণগঞ্জে টিস্যুর গুদামে আগুন, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট
নিষিদ্ধ ‘ছাত্রলীগের আবরণে’ নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
নিখোঁজের চারদিন পর নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার
নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে: প্রধান উপদেষ্টা
ঢাবি ছাত্রদলের ৬ নেতাকে অব্যাহতি
গাইবান্ধায় আওয়ামী লীগের সাবেক সভাপতি কারাগারে
নখের পাশে চামড়া ওঠে কেন, করণীয় কী?
মেট্রোরেলের এমআরটি-৫ প্রকল্পে ব্যয় কমলো ৭ হাজার কোটি টাকা
সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
সাবেক স্পিকার শিরীন শারমিন ও তাঁর স্বামীর পাসপোর্ট আবেদন স্থগিত
বন্ধু ছাঁটাই করার দিন আজ
বিমানবন্দর থেকে দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান গ্রেফতার
মাওলানা ভাসানী সাম্রাজ্যবাদবিরোধী সংগ্রামের প্রেরণাদাতা: তারেক রহমান
ইসরায়েলের পাঁচ সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর রকেট হামলা
পরীক্ষায় ফেলের হতাশা থেকে স্কুলে হামলা, নিহত ৮
মজলুম জননেতা মাওলানা ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী আজ
উত্তরের জনপদে শীতের আমেজ, পঞ্চগড়ে তাপমাত্রা নেমেছে ১৫ ডিগ্রি সেলসিয়াস
নতুন প্রেমে মজেছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা