শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫ | ২১ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

বর্ষার গল্প

কোনো এক বরষায়...

বাহিরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, বেলকনিতে বসে চায়ের কাপে চুমুক লাগিয়ে বৃষ্টির মুর্ছনা উপভোগ করছি। মাঝে মাঝে হাতের তালু দিয়ে বৃষ্টির ফোঁটাকে আটকানোর চেষ্টা করছি কিন্তু হচ্ছে না, আঙ্গুলের ফাঁক গলে বেরিয়ে যাচ্ছে, থামানো যাচ্ছে না। যেমনটি আটকানো যায়নি আমার প্রেমিকা বৃষ্টিকে; বৃষ্টি তার ছদ্মনাম, কোন এক বরষায় হঠাৎ প্রথম দেখা। আজকের মত সেদিনও মুষলধারে বৃষ্টি হচ্ছিল। তখন ছিল শ্রাবণ মাস, এই রোদ, এই বৃষ্টি। কাজ শেষে বাইক চেপে বাসায় ফিরছিলাম। আকাশ ছিল মেঘলা, অনেকটা পথ পেরুনোর পর হঠাৎ নামলো বৃষ্টি। আমি তড়িঘড়ি বাইক থামিয়ে একটা ছাউনিতে এসে দাঁড়ালাম। হঠাৎ একটা মেয়ে দৌড়াতে দৌড়াতে আমার পাশে এসে দাঁড়ালো। আহা! কি সুন্দর তার চাহনি, তার চোখ, তার লম্বা কালো কেশ, অসাধারণ মুগ্ধতা!

আমি অবাক হয়ে চেয়ে রইলাম! সে বৃষ্টিতে খানিকটা ভিজে গেছে। হাত দিয়ে কাপড় এবং চুল ঠিক করছিল। আমি রুমালটা বাড়িয়ে দিয়ে বললাম-লাগবে?
সে অনাগ্রহ ভরে বলল-নাহ, ধন্যবাদ।
-হয়তো লাগতে পারে, নিন।
সে কিছুটা ভেবে নিল, তারপর হাত বাড়িয়ে রুমালটা নিয়ে ভেজা চুল ও কাপড় ঠিক করতে লাগলো।
বললাম-বৃষ্টির দিন, ছাতা নিয়ে বের হতেন।
সে মুচকি হেসে বললো-আপনিও তো ছাতা নেন নাই।

নিজের কথাই নিজেই বিদ্ধ হলাম। অসাধারণ তার কণ্ঠস্বর, মুগ্ধকর নন্দিত হাসিটাও। তার সাথে আলাপ জমাতে অস্থির হয়ে পড়লাম কিন্তু কি বলে শুরু করব ভেবে পেলাম না। মনে মনে সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করলাম, যেন বৃষ্টির এই ধারা আরো প্রবল হয়। সত্যি, বৃষ্টি আরও জোরে হতে লাগলো, মনে হলো যেন ভাগ্যদেবতা আমার পক্ষেই।
হঠাৎ সে রুমালটা বাড়িয়ে বলল- ধন্যবাদ!

আমি খুশি হয়ে বললাম-আমি বিপ্লব। একটা প্রাইভেট ফার্মে জব করি, আপনি?
সে বলল-ফারিয়া, পড়াশোনা করছি।
-একটা কথা বলব?
-বলুন!
-কিছু মনে নেবেন নাতো?
-মনে নেবো কেন! বলুন!
-সত্যিই বলছেন?
-হ্যাঁ বলুন!
-আপনি অনেক সুন্দর!
সে অপ্রস্তত হয়ে বলল-এটা কেমন কথা?
-মনের ভেতর বারবার খোচ্ছাছিল তাই বলে ফেললাম, কথাকে মুক্ত করে দিলাম! কথার স্বাধীনতাকে তো আর রোধ করতে পারি না! যদি চান তবে সরি বলতে পারি!
-থাক দরকার নেই-বলে মুচকি হাসি দিলো।

বুঝে গেলাম খুশি হয়েছে। তারপর একে একে কথার বিনিময় ঘটলো, পরিচয় হলো, চেনাজানা হলো। বর্ষা-বাদলের আশীর্বাদে আমাদের বন্ধুত্ব হলো তাই বর্ষা বাদলের দিনকে কৃতজ্ঞতা জানাতে ফারিয়াকে আমি বৃষ্টি বলে ডাকতাম। ওর ও খুব পছন্দ হয়েছিল নামটা। আমরা রাত জেগে ফোনে কথা বলতাম, ছুটির দিনে ঘুরতে বেরুতাম, রেস্টুরেন্টে বসে গল্প করতাম। আমি ওকে ভালোবেসে ফেলেছিলাম কিন্তু বলতে পারিনি। চাইলেই বলতে পারতাম কিন্তু বলিনি কারন আমি চেয়েছিলাম ভালোবাসার কথাটা ওর মুখ থেকে শুনতে। কতদিন, কত ছলে জানার চেষ্টা করেছি তবুও 'ভালোবাসি' কথাটি শোনা হয়নি, তবে অনুভব করতাম বৃষ্টিও আমাকে ভালোবাসে কিন্তু মুখ ফুঁটে বলত না।তবুও বিশ্বাস রেখেছিলাম, একদিন সে বলবে 'ভালোবাসি'!

এক বছর পর সেই শ্রাবণ মাস এলো ফিরে। আকাশে মেঘ জমে, অঝরে ঝরে বৃষ্টি, বৃষ্টির মুর্ছনায় হারিয়ে যাই আমি। আমি হাতের তালুতে বৃষ্টিকে আটকাতে চাই কিন্তু পারি না, আঙ্গুল বেয়ে চুয়ে চুয়ে গড়িয়ে পড়ে, ধরতে পারিনা; যেমনটি আমার প্রেমিকা বৃষ্টির ভালবাসি কথাটি আজও তালুবন্দি করতে পারিনি।

হঠাৎ বৃষ্টির ফোন এলো-কি করো?
-এইতো অফিসে, কাজ করি।
-আগামীকাল কি ছুটি নিতে পারবে?
-কেন বলোতো?
-তুমি সব ভুলে যাও!
-স্বীকার করে নিলাম, এবার বলো।
-মনে আছে তোমার গত বছর এই বর্ষার দিনে আমাদের দেখা হয়েছিল! পরিচয় হয়েছিল, তুমি আমার ফারিয়া নাম বদলে বৃষ্টি রেখেছিলে! মনে পড়েছে কি জনাব?
-বেশ মনে পড়েছে, চোখের সামনে এখনো ভাসে গত বছরের বর্ষা বিকেলে তোমার ভেজা চুল, ভেজা কাপড়ে আমার পাশে দাঁড়ানো, পরিচয়ের সূচনা, গল্পের সম্ভার সাজিয়ে বর্ষা উপভোগ! আহ, কি দারুন মুহূর্ত! সে কি ভোলা যায়!
-তাহলে কালকে আমরা বেড়াতে যাবো, আমরা ঘুরবো, বসে গল্প করব আর একটা কথা বলবো!
-মাত্র একটা কথা!
-হয়তো অনেক কথার ভিড়ে ওই একটি কথায় সব আলো কেড়ে নিবে, তাই বললাম।
আমি আবদার করে বললাম- তাহলে এখনি বলো, শুনি!
- জ্বি না মশায়! যখনকার কথা তখনই বলতে হয়, আগে নয়!
- ঠিক আছে ম্যাডাম, যেমন তোমার ইচ্ছা!
আমি বুঝেছিলাম সে আমাকে 'ভালোবাসি' কথাটি বলবে। আমি পুলকিত হলাম, আনন্দিত হলাম, অস্থির হয়ে উঠলাম আগামীকালের অপেক্ষায়।

সকাল হতেই আমার প্রস্তুতি শুরু হলো। আমি বাইক চেপে বৃষ্টির দেওয়া ঠিকানামত লোকেশনে এসে দাঁড়ালাম। কিছুক্ষণ পর বৃষ্টি এলো। আমি প্রথম দিনের মত আবারও চেয়ে রইলাম। শাড়িতে বৃষ্টিকে অনেক সুন্দর লাগছিল, একদম নয়ন ভোলানো জাগানিয়া মুগ্ধকরী! বাতাসে ওর চুলগুলো উড়ছিল, তাই দেখে আমার হৃদয়ও দুলছিল। বৃষ্টি আমার কাছে এসে মুচকি হেসে বলল-এই যে মশাই! হা করে কি দেখেন?
-তোমাকে!
-মনে হয় আমাকে আগে দেখোনি!
-এমন সুকেশিনী, মিষ্টিময়ী, লাবণ্যময়ী অপরূপা মেয়েটিকে এমন সাজে দেখার সৌভাগ্য আগে ঘটেনি তো তাই!
-অনেক হয়েছে জনাব, এবার যাত্রা শুরু করো, নইলে পথে হবে দেরি, আকাশে মেঘ জমেছে, বলা যায় না, হঠাৎই নামতে পারে বৃষ্টি।
-বৃষ্টিতো আমার সামনে, মেঘের বৃষ্টি মেঘেই থাক, আমার বৃষ্টি আমারই থাক !
বুঝতে পারলাম, ‌‘আমার বৃষ্টি’ বলাতে বৃষ্টি লজ্জা পেয়েছে কিন্তু মনে মনে খুশিও হয়েছে। আর কথা বাড়ালাম না। বৃষ্টিকে বাইকে উঠিয়ে মনের আনন্দে যাত্রা শুরু করলাম কিন্তু জানতাম না সামনে আমার বৃষ্টির জন্য যমদূত অপেক্ষা করছে, জানলে আমি বৃষ্টিকে নিয়ে বের হতাম না।

আকাশে আগে থেকেই মেঘ জমেছিল হঠাৎ শুরু হল ঝড়, তারপর বৃষ্টি। সামনে দাঁড়ানোর জায়গা ছিল না, ফাঁকা মাঠের মত। তাই দ্রুত জায়গাটা পার হবার চেষ্টা করলাম কিন্তু পারলাম না। সামনে থেকে আসা দ্রুতগতির একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে আমাদের সজোরে ধাক্কা দিল। আমি সিটকে পড়লাম, জ্ঞান হারালাম! যখন জ্ঞান ফিরলো নিজেকে হাসপাতালের বেডে আবিষ্কার করলাম। রক্তাক্ত শরীর আমার অসংখ্য ব্যান্ডেজে জড়ানো। প্রচণ্ড ব্যথা অনুভূত হচ্ছিল, কথা বলতে পারছিলাম না কিন্তু বৃষ্টির জন্য আমার হৃদয় ভেঙে চৌচির হয়ে যাচ্ছিল। আমি জানার চেষ্টা করছিলাম বৃষ্টির কি অবস্থা, কিন্তু কাউকে বোঝাতে পারছিলাম না। আমার এক বন্ধু সেখানে উপস্থিত ছিল, যে বৃষ্টির কথা জানত; জানতো আমি বৃষ্টির সাথে দেখা করতে বেরিয়েছিলাম। আমি বারবার তার দিকে তাকিয়ে গোঙড়াতে লাগলাম। ও আমার মনের ভাষা বুঝতে পারল। আমার কাছে বসে আমার হাতটি তার দুহাতে জড়িয়ে চুমু দিতে দিতে চোখের জল ছেড়ে দিলো। আমার দিকে তাকিয়ে মাথা নাড়তে লাগলো। আমি বুঝে গেলাম, বৃষ্টি আর নেই! বৃষ্টি আমাকে ছেড়ে চলে গেছে! আমি গোঙড়াতে লাগলাম, মনে হলো আমি কোন অতল গহীন শূন্যে হারিয়ে যাচ্ছি! আমি আবার জ্ঞান হারালাম; বৃষ্টির হাসি, বৃষ্টির কথা, বৃষ্টির দুষ্টুমি আমার কানের এবং মনের চতুরপাশে ভেসে ভেসে বেড়ায়।

বৃষ্টিকে ভালোবেসে আজো আমি শূন্য হৃদয়ে পথে পথে ঘুরে বেড়াই। বৃষ্টি আমার বেঁচে থাকার প্রদীপ। আমার জেগে থাকায়, নিদ্রাগত হওয়ায় অথবা আমার স্বপ্নে কিংবা আমার আনমনা ভাবনায়, উদাসীনতায়, অস্থিরতায় সর্বত্রই মিশে আছে সে। বছরের পর বছর ঘুরে আসে বর্ষা। শ্রাবণের বৃষ্টিতে আমি ভিজে সিক্ত হই, বর্ষার বৃষ্টিতে দুহাত প্রসারিত করে উর্ধ্বপানে চোখ বন্ধ করে অনুভব করি আমার বৃষ্টিকে। অশ্রুজল আর বর্ষার বৃষ্টি মিলেমিশে একাকার হয়ে টপটপ করে গড়িয়ে পড়ে জমিনের বুকে। বর্ষার ভালোবাসি কথাটি শোনা হয়নি কিন্তু প্রতিনিয়ত চিৎকার করে আমি বলে উঠি-ভালোবাসি বর্ষা, ভালোবাসি।

আমি বিশ্বাস করি, আমার ভালোবাসি কথার উত্তর দিতে আমার প্রিয়তমা বর্ষা একদিন আসবে ফিরে শ্রাবণের ধারায় কোন এক বরষায়.....

 

লেখক: মাঈন উদ্দীন, কুষ্টিয়া।

Header Ad
Header Ad

চিকেনস নেকে ভারী যুদ্ধাস্ত্র মোতায়েন করল ভারত

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও চীনকে পৃথক করেছে ভারতের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোর, যা ‘চিকেনস নেক’ নামে পরিচিত। করিডোরের এক পাশে ভারতের মূল ভূখণ্ড থাকলেও অপর পাশে রয়েছে সাতটি রাজ্য, যেগুলোর সঙ্গে কোনো সমুদ্রবন্দর নেই। ফলে এই অঞ্চলের বাণিজ্য ও নিরাপত্তা নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ রয়েছে ভারতের।

সম্প্রতি (২৮ মার্চ) বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তার প্রথম চীন সফরের সময় ‘সেভেন সিস্টার্স’ অঞ্চল নিয়ে মন্তব্য করেন। এতে ভারতের উদ্বেগ বহুগুণে বেড়ে যায়। এরই পরিপ্রেক্ষিতে শিলিগুড়ি করিডোরে ভারী যুদ্ধাস্ত্র ও সেনা মোতায়েন করেছে ভারত। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বৃহস্পতিবার (৩ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

ভারতীয় সেনাবাহিনী শিলিগুড়ি করিডোরকে তাদের সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা লাইন হিসেবে উল্লেখ করেছে। দেশটির সামরিক বাহিনী সেখানে রাফায়েল যুদ্ধবিমান, ব্রহ্মোস সুপারসনিক ক্ষেপণাস্ত্র, এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম এবং টি-৯০ ট্যাংক মোতায়েন করেছে। পাশাপাশি করিডোরের নিরাপত্তা বাড়াতে নিয়মিত সামরিক মহড়ার আয়োজন করছে।

পশ্চিমবঙ্গের এই সরু করিডোরের কৌশলগত গুরুত্ব বিবেচনায় ভারত সেখানে বহুমুখী প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে। এতে অন্তর্ভুক্ত রয়েছে উন্নত সামরিক সরঞ্জাম, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং নিয়মিত সামরিক প্রশিক্ষণ। এরই মধ্যে ভারতীয় সেনাপ্রধান করিডোরের নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করেছেন এবং কৌশলগত প্রস্তুতি জোরদারের নির্দেশ দিয়েছেন।

ভারতের প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, বাংলাদেশের সঙ্গে চীনের ক্রমবর্ধমান সম্পর্ক ও সাম্প্রতিক ভূ-রাজনৈতিক পরিবর্তনের কারণে শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা আরও জোরদার করতে চাইছে ভারত। এরই অংশ হিসেবে দেশটি করিডোর অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

Header Ad
Header Ad

চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে গৃহকর্মীর জিডি

চিত্রনায়িকা পরীমণি। ছবি: সংগৃহীত

চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে গৃহকর্মীকে মারধরের অভিযোগ উঠেছে। ঢাকার ভাটারা থানায় গৃহকর্মী পিংকি আক্তার এই অভিযোগে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) পিংকি আক্তার এ জিডি করেন। অভিযোগে বলা হয়েছে, পরীমণির এক বছরের মেয়ে সন্তানকে খাবার খাওয়ানো নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে গৃহকর্মীকে মারধর করা হয়।

 

ছবি: সংগৃহীত

ভাটারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগে গৃহকর্মী থানায় জিডি করেছেন। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে।

Header Ad
Header Ad

পেঙ্গুইন ও পাখিদের উপরেও ট্রাম্পের শুল্ক আরোপ!

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির বিস্তৃতি এতদূর গিয়েছে যে, জনমানবহীন দ্বীপপুঞ্জও এর আওতায় এসেছে। ভারত মহাসাগরে অবস্থিত অ্যান্টার্কটিকার জনশূন্য হার্ড ও ম্যাকডোনাল্ড দ্বীপপুঞ্জের ওপরও যুক্তরাষ্ট্র শুল্ক আরোপ করেছে।

এই দ্বীপপুঞ্জে মানুষের কোনো বসবাস নেই, সেখানে শুধু পেঙ্গুইন, সিল এবং পরিযায়ী পাখিরা বসবাস করে। কিন্তু যুক্তরাষ্ট্রের বাণিজ্য নীতির অংশ হিসেবে এই দ্বীপপুঞ্জের ওপরও ১০ শতাংশ শুল্ক বসানো হয়েছে। এর পাল্টা হিসেবে দ্বীপগুলোও যুক্তরাষ্ট্রের পণ্যে একই হারে শুল্ক আরোপ করেছে!

অস্ট্রেলিয়ার সরকারের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, হার্ড ও ম্যাকডোনাল্ড দ্বীপ বিশ্বের অন্যতম প্রত্যন্ত ও দূরবর্তী জনশূন্য অঞ্চল। আবহাওয়া পরিস্থিতির ওপর নির্ভর করে অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলের ফ্রেম্যান্টল বন্দর থেকে সেখানে পৌঁছাতে জাহাজে কমপক্ষে ১০ দিন সময় লাগে। দ্বীপগুলোর বাসিন্দারা শুধুই বিভিন্ন প্রজাতির সংরক্ষিত পাখি, সিল এবং পেঙ্গুইন।

ট্রাম্পের এই শুল্ক নীতির বিস্তার নিয়ে অনেকে বিস্মিত। জনমানবহীন দ্বীপপুঞ্জের সঙ্গে শুল্ক-সংক্রান্ত বিরোধ সত্যিই নজিরবিহীন।

সূত্র: দ্য গার্ডিয়ান

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

চিকেনস নেকে ভারী যুদ্ধাস্ত্র মোতায়েন করল ভারত
চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে গৃহকর্মীর জিডি
পেঙ্গুইন ও পাখিদের উপরেও ট্রাম্পের শুল্ক আরোপ!
নেতাকর্মীদের মাঠে নামার নির্দেশ, আবারও শেখ হাসিনার উসকানি!
টাঙ্গাইলে ট্রাকচাপায় আনসার কমান্ডার নিহত
লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনা: না ফেরার দেশে প্রেমা, নিহত বেড়ে ১১
নিষেধাজ্ঞায় পড়লেন মেসির দেহরক্ষী, ঢুকতে পারবেন না মাঠে
শেখ হাসিনার প্রত্যর্পণ চাইলো বাংলাদেশ
ঈদ আনন্দে মুখরিত রংপুরের বিনোদন কেন্দ্রগুলো
লুটপাটের পর পুড়িয়ে দেওয়া হলো বিএনপি সমর্থকের বসতবাড়ি, গ্রেপ্তার ৯
ব্যাংককে ড. ইউনূস ও নরেন্দ্র মোদির দ্বিপক্ষীয় বৈঠক শুরু
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে অপসারণ করল আদালত
গাইবান্ধায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার
সংস্কার শেষে অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করাই প্রধান লক্ষ্য: প্রধান উপদেষ্টা
নির্বাচন দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে: টুকু
যৌথবাহিনীর অভিযান: ৭ দিনে গ্রেপ্তার ৩৪১
রাজধানীতে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় প্রাণ গেলো নারীর
ঈদের ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল, হোটেলে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ
ব্যাংককে ড. মুহাম্মদ ইউনূস-নরেন্দ্র মোদির বৈঠক আজ
রাশিয়ার হয়ে ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়া ময়মনসিংহের ইয়াসিন নিহত