৬ সেরা চিত্রকরকে পুরস্কার দিলো বার্জার
‘বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড’ ‘টোয়েন্টি সিক্সথ বার্জার ইয়ং পেইন্টারস আর্ট কম্পিটিশন’র আয়োজন করেছে। এবারের প্রতিযোগিতার নাম চিত্রে-বৈচিত্র্যে তারুণ্য।
সম্ভাবনাময় চিত্রশিল্পীদের স্বীকৃতি দিতে বার্জার বাংলাদেশ নিয়মিত এই প্রতিযোগিতার আয়োজন করে।
ঢাকার গুলশান ক্লাবে তারা এবারের পুরষ্কার বিতরণী অনুষ্ঠান করেছেন।
৬ তরুণ-তরুণীকে পুরস্কার ও সম্মাননা দেওয়া হয়েছে।
সবার সেরা হয়েছেন সুবর্ণ চক্রবর্তী তন্ময়। তার ছবির নাম ‘ক্লোজআপ’। লাভ করেছেন ১ লাখ টাকা ও সার্টিফিকেট।
প্রথম রানার-আপ মোয়াজ্জেম হোসেন। তিনি পেয়েছেন ৭৫ হাজার ও সার্টিফিকেট।
দ্বিতীয় রানার-আপ মিজানুর রহমান। তিনি পেয়েছেন ৫০ হাজার ও সার্টিফিকেট।
বাকি বিজয়ীরা হলেন-মোহাম্মদ ফখরুল ইসলাম মজুমদার, আসিফ আল নূর রাতুল ও মো. আরিফুল ইসলাম। তারা আর্থিক সম্মানী ও সার্টিফিকেট লাভ করেছেন।
এবারের বার্জার ইয়ং পেইন্টারস আর্ট কম্পিটিশনের জুরি বোর্ডের প্রধান ছিলেন ভাষা সংগ্রামী, মুক্তিযোদ্ধা ও চিত্রশিল্পী ইমদাদ হোসেনের ছেলে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন শিল্পী নিসার হোসেন।
তার কমিটিতে ছিলেন- অধ্যাপক আনিসুজ্জামান, অধ্যাপক ড. বজলুর রশীদ খান, মাকসুদা ইকবাল নিপা, কামাল উদ্দিন, ফারহানা ফেরদৌসী ও কামাল উদ্দিন।
তারা জানিয়েছেন, এবার মোট ৪শ ১১টি তরুণ চিত্রশিল্পীর কর্ম বার্জারের বিখ্যাত এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে।
চারুকলা অনুষদের ডিন নিসার হোসেন বলেছেন, ‘চমৎকার পেইন্টিংস থেকে সেরা পাঁচ বা ছয়টি সেরা পুরস্কার নির্বাচন করা আমাদের জন্যও চ্যালেঞ্জিং ছিল। তবে প্রমাণিত হয়েছে, ভবিষ্যতের বাংলাদেশের চমৎকার শিল্পীদের পেতে চলেছি।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামকরা এই অধ্যাপক উল্লেখ করেছেন, ‘আমাদের সবাইকে অবশ্যই তাদের স্বপ্নগুলোকে লালন ও ভবিষ্যতে প্রতিভার চর্চা ধরে রাখতে সাহায্য করে যেতে হবে।’
বার্জার বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী জানিয়েছেন, ‘আমাদের বার্জার পেইন্টস তরুণ চিত্রশিল্পী প্রতিযোগিতাতে তেল, জল, অ্যাক্রিলিক, স্কেচ, লাইন ড্রয়িং, প্রিন্ট মেকিং, মিক্সড মিডিয়ামসহ ছবি আঁকার সব মাধ্যম ছিল। তারা তাদের পছন্দের মাধ্যমে ছবি এঁকে জমা দিয়েছেন। ও প্রতিযোগিতার জন্য জমা দেন।’
বহুজাতিক ও বিশ্বের বিভিন্ন দেশে ব্যবসা করা এই বিশ্বখ্যাত রং প্রস্তুতকারী প্রতিষ্ঠানটির বাংলাদেশে প্রথম নারী প্রধান নিবাহী আরো বলেছেন, ‘১৯৯৬ সাল থেকে আমরা তরুণ ও প্রতিভাবান চিত্রশিল্পীদের পাশে দাঁড়াচ্ছি।’
রূপালী চৌধুরী বলেছেন, ‘আগামীর চিত্রকরদের স্বপ্নের পথে এগিয়ে যেতে উৎসাহিত ও সম্মানিত করতে পেরে আমরা গর্বিত।’
তিনি বলেছেন, ‘আমি ব্যক্তিগতভাবে সব বিজয়ী ও অংশগ্রহণকারীকে অভিনন্দন জানাচ্ছি।’
বার্জারের প্রধান নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, ‘যেকোনো প্রতিযোগিতায় বিজয়ী হওয়া খুব বড় বিষয় নয়। আমরা সবাই চাই, আপনারা আপনাদের কাজ ও চর্চা অব্যাহত রাখুন এবং বিশ্বটিকে আরো সুন্দর করুন।’
ওএস।