পাণিপ্রার্থীর মন গলাতে গোপন কৌশল
প্রযুক্তির যুগে কমে এসেছে দূরত্ব। ঘটেছে সংস্কৃতির মিশ্রণ। বদলেছে আর্থ-সামাজিক অবস্থা। বিশ্বায়নের ছোঁয়ায় পারিবারিক, সামাজিক সম্পর্কগুলোতে প্রতিনিয়ত যোগ হচ্ছে নতুন মাত্রা। ঠিক তেমনি নানা মাত্রা যোগ হয়েছে নর-নারীর সম্পর্কের ক্ষেত্রেও। প্রেমে পড়া, ভালোবাসায় গড়ানো বা তারপরের পরিণতি বা সঙ্গী নির্বাচন এসব ক্ষেত্রে এখন মানুষ আগের মতো অধিক সময় দিতে রাজি নয়। প্রতিযোগিতাপূর্ণ সমাজে নষ্ট করার মতো সময় আর মানুষের হাতে নেই। তাই কম সময়ে ফলপ্রসু আলোচনাতেই মনোযোগী মানুষ। দীর্ঘদিন ধরে কথা বলা, এরপর বন্ধুত্ব তৈরি হওয়া, তারও পর প্রেম-চেনা-জানা এত সময় এখন মানুষের নেই।
সে কারণেই এখন মানুষ সরাসরি সাক্ষাতেই বেশি বিশ্বাসী। সেখানেও কিন্তু বেশি সময় ব্যয় করতে রাজি নয়। তাই দ্রুতই পাণিপ্রার্থীর মন গলাতে চান। সরাসরি সাক্ষাতের মাধ্যমেই অনেক সমস্যার সমাধান হয়ে যেতে পারে। কারণ এতে একে অপরের সঙ্গে দেখা হয়ে যায়, কথা হয়। সহজে ভালোবাসার অন্তরঙ্গ পরিস্থিতিতে অনায়াসে পৌঁছে যাওয়া যায়। তবে এজন্য কিছু কৌশল জেনে রাখাটা অবশ্যই জরুরি। আবার সেখানে কিছু ঝুঁকিও রয়েছে। সেদিকে সচেতন থাকতে হবে।
* অনেক পুরুষই অতিরিক্ত তাড়াহুড়ো করেন। এটি একেবারেই করা যাবে না। কারণ প্রথম দেখাতেই আপনি যদি আগ্রাসী হন, তাহলে হিতে বিপরীত হতে পারে। কোনোভাবেই দ্রুত চেষ্টা করতে যাবেন না। কারণ দ্রুত ভালোবাসায় পৌঁছাতে চাইলে সমস্যা দেখা দিতে পারে। কথায় কথায় ভালোবাসার বার্তা না দিলেও চলবে। বরং একটু শান্ত থেকে বিষয়টিকে মাথায় রাখুন।
* ভালোবাসার সম্পর্ক মজবুত করতে গেলে প্রথমে আপনার বন্ধুত্ব জরুরি। আপনি বন্ধুত্ব করতে পারলেই এক্ষেত্রে অনেক জটিলতা অনায়াসে দূর করা সম্ভব হবে। তাই প্রথমে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিন। বন্ধুর মতো মিশুন। তার খারাপ লাগা, ভালো লাগা বোঝার চেষ্টা করুন বন্ধু হয়েই। তবেই সমস্যা থেকে মুক্তি পাওয়া হয়ে যাবে সম্ভব।
* প্রথম দেখাতেই কোনো বিষয় নিয়ে চাপাচাপি করবেন না। অনেকেই এ ভুলটাও করে থাকেন। এক্ষেত্রে আপনি নিজের মতো করে বাধ্য করার চেষ্টা করবেন না। ভালোবাসা বা প্রেম পারস্পরিক বোঝা পড়ার বিষয়। সুতরাং কোনোকিছু বাধ্য করে আপনি পাবেন না। আপনাকে তার ভালো লাগলেই সম্পর্ক এগবে। নয় তো এগবে না।
* প্রথম দেখাতেই এমন কোনো প্রশ্ন করবেন না যাতে নেতিবাচক মনোভাব তৈরি হয়। এ ভুলটা অনেকেই করেন। ব্যক্তিগত গোপনীয়তাকে শ্রদ্ধার সঙ্গে নিতে হবে। এক্ষেত্রে খোঁচাখুঁচি করবেন না। এক্ষেত্রে বুঝেশুনে প্রশ্ন করতে পারলে নিজেদের সম্পর্ক দৃঢ় হতে পারে। তাই চিন্তার কোনো কারণ নেই।
*অতিরিক্ত দেখনদারি করবেন না। অনেক পুরুষ প্রথম সাক্ষাতে গিয়ে অনেক দেখনদারি করেন। তারা নিজেরা যা তার থেকে অনেকটাই ফুলিয়ে ফাঁপিয়ে দেখান। দেখনদারি করতে থাকলে সামনে থাকা মানুষ আপনার সম্পর্কে ভালো ধারণা তৈরি করতে পারেন না। এ ছাড়া ভুল ধারণা তৈরি হলে পরে সম্পর্কে জটিলতা তৈরি হওয়ার আশঙ্কা থাকে।
এসএন