দেরিতে বিয়ে করলে নারীদের যেসব সমস্যা হয়
বর্তমান যুগে অধিকাংশ নারীই বিশেষ করে শিক্ষিত বা সচেতন নারীরা কর্মজীবনে প্রবেশের আগে বিয়ে করতে চান না। আবার অনেকে আরও এক ধাপ এগিয়ে। তারা কর্মজীবনে ঢুকেই বিয়ে করতে রাজি নন। চাকরি বা কর্মক্ষেত্রে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতেই বেশি সচেষ্ট থাকেন। এক্ষেত্রে বিয়ে করতে বেশ খানিকটা দেরি করে ফেলেন অনেকে। তবে এর কিছু সমস্যাও দেখা যাচ্ছে। চলুন দেখে নিই কী কী সমস্যা হতে পারে-
সঙ্গীর সঙ্গে বোঝাপড়ার সমস্যা
কর্মজীবী নারীরা আর্থিকভাবে স্বয়ংসম্পূর্ণ। তাই তারা পারিবারিক ও সামাজিকভাবে তূলনামূলক বেশি স্বাধীন জীবনযাপন করে। দীর্ঘ সময়ে স্বনির্ভর এবং নিজের মতো জীবন কাটানোর পর যখন বেশি বয়সে বিয়ে করছেন, তখন অনেকের ক্ষেত্রেই মানিয়ে নিতে বেশ সমস্যা হয়। সঙ্গীর সঙ্গে বোঝাপড়া ঠিক মতো হয় না। কখনো কখনো মতের অমিল এত বেশি হয় যে, দাম্পত্য-কলহ লেগেই থাকে। পরিণতি গড়াতে পারে বিচ্ছেদেও।
অন্তঃসত্ত্বা হওয়ার ক্ষেত্রে জটিলতা
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নারীদের প্রজনন ক্ষমতা কমে যায়। তার উপর কর্মব্যস্ত জীবনে বেড়ে চলা মানসিক চাপ, জীবনযাত্রায় অনিয়ম, শরীরে বিভিন্ন রোগের হানা— ইত্যাদি নানা কারণে সন্তানধারণের ক্ষমতা আরও কমতে থাকে। যদিও এখন নানা রকম পদ্ধতি উদ্ভাবন হয়েছে, তবুও সেখানেও সমস্যা হয় বয়স বেড়ে গেল। তবে বলে রাখা ভালো, আধুনিক বিজ্ঞানের সাহায্যে অনেক কিছুই সম্ভব। অনেক মেয়ে এখন নিজেদের ডিম্বাণু সংরক্ষণের পথেও হাঁটেন।
শারীরিক মিলনের ক্ষেত্রে সমস্যা
দাম্পত্য জীবনে সুস্থ যৌনতা কিন্তু ভীষণ জরুরি। কিন্তু বয়সের সঙ্গে এর নিবিড় সম্পর্ক রয়েছে। বয়স বাড়লে যৌনতার প্রতি ঝোঁক কমে। এক্ষেত্রে সঙ্গীর চাহিদা থাকলেও অনেক নারী অপরাগ হয়ে পড়েন। আবার শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত বা মানসিক অনীহা থেকেও নানা সমস্যা দেখা দিতে পারে। অনেক নারীদের ক্ষেত্রেই ৪০-৪৫ বছরেই ঋতুবন্ধ হয়ে যায়। তার পর শারীরিক মিলনের প্রতি অনীহাও জাগে। তবে ঋতুবন্ধ হওয়া মানেই যৌনজীবনের ইতি নয়। প্রয়োজন পড়লে কাউন্সিলিংয়ের মাধ্যমে ঋতুবন্ধের পরও যথেষ্ট সক্রিয় এবং উপভোগ্য যৌনজীবন হতে পারে যেকোনো নারীরই।
কারোর উপর নির্ভর না করে নিজের ভালো-মন্দ বুঝেই বিয়ের মতো বড় সিদ্ধান্ত নিতে হবে। আবার তাড়াহুড়ো করে পারিপার্শ্বিক চাপে পড়ে নয়, নিজের বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে বিয়ে করার কথা ভাবুন। একটু দেরিতে বিয়ে করার সমস্যা যেমন রয়েছে, রয়েছে অনেক সুবিধাও। তাই মন থেকে সায় পেলে তবেই বিয়ের কথা ভাবুন।
এসএন