ঈদের সাজগোছ
মহামারির ছোবলে দুই বছর ধরে ঘরোয়াভাবেই ঈদ উদযাপিত হয়েছে। চারটি ঈদে মানুষ উৎসবের আমেজ তেকে বিরত ছিল। ছোট বড় সবাই খানিকটা স্বজনদের ছেড়ে গৃহবন্দিভাবেই ঈদ উদযাপন করেছেন। কিন্তু দুই বছর পর মুসলিমরা যেন উৎসবের আমেজে মেতে উঠেছেন। তাই এবার কেনাকাটা থেকে ঘোরাফেরা সবই চলবে জোরসে। হয়তো অনেকেই পরিকল্পনা করে ফেলেছেন কোনদিন কীভাবে সাজগোছ করবেন। কোন দিন কোন পোশাক পরবেন। আর যারা এখনো ঠিক করতে পারছেন না চলুন আমরা জেনে নিই কেমন হতে পারে ঈদের সাজগোছ।
গ্রীষ্মের দাবদাহে মানুস খানিকটা নাকাল। তাই সাজের সময় অবশ্যই আবহাওয়ার কথা মাথায় রাখতে হবে। সাজপোশাকটা সে কারণেই হতে হবে আরামদায়ক। ঈদের দিন বলে কথা, সাজটা একটু ভারি হতেই পারে।
*মুখের সাজের ক্ষেত্রে ফাউন্ডেশনটা খুব জরুরি। তবে আবহাওয়ার সঙ্গে সামঞ্জস্য রেখে হালকা ফাউন্ডেশন লাগানোই উৎকৃষ্ঠ হবে। তরল ফাউন্ডেশনগুলো ব্যবহার করার পর দেখতে অনেক ভারি ও ম্যাট লাগলেও আসলে এগুলো আরামদায়ক। তবে ফাউন্ডেশনটি অবশ্যই পানিপ্রতিরোধী হতে হবে। তরল ফাউন্ডেশন ব্যবহারে খুব একটা ঘামও হয় না। কনসিলার ব্যবহার করেও ফাউন্ডেশন লাগাতে পারেন। ফাউন্ডেশন দেওয়া শেষ হলে এরপর স্যাটিন পাউডার দিন। এতে চেহারায় কোমনীয়তা ফুটে উঠবে।
* চোখের সাজের ক্ষেত্রে এখন নারীরা গ্লিটার ছাড়া বাবতেই পারেন না। পোশাকের রঙের সঙ্গে মিলিয়ে রুপালি, সোনালি ছাড়াও বিভিন্ন রঙের গ্লিটার বেশ জনপ্রিয়। কেউ কেউ আবার এক সঙ্গে কয়েকটি রং মিলিয়ে ব্যবহার করেন। তবে গরমের কথা মাথাই রেখেই গ্লিটার ব্যবহারে সতর্ক হতে হবে।
* সাজগোছের ক্ষেত্রে লিপস্টিক খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সম্প্রতি টকটকে লাল, গাঢ় খয়েরি এমনকি বেগুনি রঙের লিপস্টিক বেশ জনপ্রিয়। এ ছাড়া অনেকেই পোশাকের সঙ্গে মিল রেখে লিপস্টিক ব্যবহার করেন। তবে লিপসেলার ব্যবহারের ওপর বেশি জোর দিচ্ছেন ফ্যাশনসচেতনরা। লিপসেলারগুলো খাবার সময়ও ঠোঁটের ওপরই থাকবে। দিন-রাত সব সময়ই লিপসেলার ব্যবহার করতে পারেন।
* ভ্রু আঁকা এখন ফ্যাশনের অন্যতম অংশ। যদিও ভ্রু-প্লাক করেন প্রায় সবাই। তারপরও ভ্রু এঁকে সুন্দর আকার দিতে বা কারো যদি একুট আঁকা-বাঁকা থাকে তাও এর মাধ্যমে ঠিক করে ফেলেন। পারলে আইল্যাশ লাগাতে পারেন। একটু মোটা ভুরুর ট্রেন্ডটাই এখন চলছে। ভুরুর শেষের অংশটাকে আগে এঁকে নিন। ব্লেন্ড করতে করতে সামনের দিকে আসতে হবে। এতে ভুরু আঁকায় ভুল হওয়ার আশঙ্কা কম থাকে।
মেকআপের বাইরেও কিছু জিনিস লক্ষ্য রাখা ভালো। প্রথমেই আসে ত্বকের যত্নের কথা। ত্বক সুন্দর না হলে মেকআপ বেছে নেওয়া নিয়ে অনেক ঝামেলা পোহাতে হয়। ত্বকে র্যাশ হওয়ার আশঙ্কা তো আছে। তাই ত্বক সবার আগে সুন্দর রাখা চাই। এ জন্য নিয়মিত প্রচুর পানি পান করুন। ঈদের দিনেও সারাদিন সুন্দর এবং হাইড্রেটেড থাকতে হলে প্রচুর পানি পান করা ছাড়া উপায় নেই।
ত্বকে যত বেশি প্রাকৃতিক উপাদান ব্যবহার করতে পারবেন তত ভালো। ঈদের দিন সকালবেলা ঘরে থাকা বেসন, মধু ও কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে ফেসপ্যাক বানিয়ে মুখে লাগিয়ে নিতে পারেন। মিনিট দশেক রেখে মুখে টানটান ভাব অনুভূত হওয়ার পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। মেকআপ শুরুর আগে অবশ্যই সানস্ক্রিন লাগাতে হবে। সানস্ক্রিন আপনার ত্বককে রোদে পোড়া থেকে রক্ষা করবে। দিনে ও রাতে মেকআপের ধরন আলাদা হতে পারে।
এসএন