স্যামসাং আরটি ৪৭ একই সঙ্গে ফ্রিজ ও ফ্রিজার
এবার খানিকটা ভিন্নভাবে রমজান ও ঈদ পালনের পরিকল্পনা নিয়েছেন রিয়ানা ও সামি দম্পতি। দুজনেই কর্মজীবি। তাই এই পরিস্থিতিতে স্বাস্থ্যকর ও সতেজ খাদ্য সংরক্ষণের পদ্ধতি নিয়ে খানিকটা চিন্তায় পড়েছেন। এমন অনেকে আছেন। চিন্তা-ভাবনা ও বন্ধুদের পরামর্শে দীর্ঘক্ষণ খাবার সংরক্ষণ ও সতেজ রাখতে রিয়ানা-সামি বাসার জন্য নতুন একটি ভালো ফ্রিজ বা রেফ্রিজারেটর কিনেছেন। স্যামসাং ব্র্যান্ডের-‘আরটি ৪৭ রেফ্রিজারেটর’।
তারা বলেছেন, “খাবার বা তরকারির দুর্গন্ধ আমাদের ক্ষুধাকে দমিয়ে দেয়। এজন্য ফ্রিজারের ভেতরে সতেজ গন্ধ নিশ্চিত করতে হবে। ‘স্যামসাং আরটি ৪৭ ফ্রিজ’ এজন্যও খুব ভালো। ‘টুইন কুলিং প্লাস’ প্রযুক্তি আছে। ফ্রিজ ও ফ্রিজার কম্পার্টমেন্ট উভয়ে রয়েছে ‘ডাবল ইভাপোরেটর’ ও ‘ডাবল কুলিং ফ্যান’; কম্পার্টমেন্টগুলো আলোদাভাবে ঠান্ডা রাখে। ফ্রিজারে গন্ধ ছড়ানো প্রতিরোধ করে। ফলে হিমায়িত খাদ্য বা ফ্রোজেন ফুডগুলো থাকে স্বাদযুক্ত ও গন্ধহীন। ৭০ ভাগ পর্যন্ত আর্দ্রতা বজায় রাখে। তাতে খাবার ১৫ দিন সতেজ থাকে।”
ফলে ‘স্যামস্যাং আরটি ৪৭ ফ্রিজ’ কিনে আর্দ্রতা-পূর্ণ, সতেজ, সুস্বাদু, গন্ধমুক্ত, হিমায়িত খাবার খেতে পারেন। ইফতারে স্বাস্থ্যকর ও সতেজ খাবার সংরক্ষণ পূণ নিশ্চিত করতে পারেন। ঈদে বিশেষ ফ্রিজ কিনতে পারেন।
এসবের বাইরে ‘স্যামসাং আরটি ৪৭ রেফ্রিজারেটর-এ ‘ফাইভ কনভারসন মুড’ আছে। রমজানে ইফতারসহ বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতে বাইরে থাকতে হয়। এ সময় ফ্রিজের তুলনায় ফ্রিজারের প্রয়োজনীয়তা বেড়েছে। মুদিপণ্য কেনার পর সংরক্ষণে ফ্রিজারের চেয়ে ফ্রিজের প্রয়োজনীয়তা বাড়ে। ফলে স্যামসাং আরটি ৪৭ ফ্রিজের ফাইভ কনভারসন মুডগুলো খুব কার্যকর।
এই মুডগুলোতে ‘রেগুলার মুড’ আছে। ফলে স্বাভাবিকভাবে ফ্রিজ চলে। ‘এক্সট্রা ফ্রিজ’ আছে। ফ্রিজার ও ফ্রিজ উভয়ই সাধারণ ফ্রিজের কাজ করে। একে ‘শপিং মুড’ বলে।
আছে ‘সিজনাল মুড’। ফ্রিজার বন্ধ করে শুধু ফ্রিজ চালু রাখা যায়, অনেক বিদ্যুৎ সাশ্রয় হয়। ‘ভ্যাকেশন মুড’ আছে। ফলে ফ্রিজ অপশনে বন্ধ থাকে, ফ্রিজার অপশন চালু থাকে। তাতে ‘র’ ফুড দীর্ঘসময় সংরক্ষণ করা যায়।
‘হোম অ্যালোন মুড’-এ ফ্রিজার ফ্রিজে রূপান্তরিত হয় ও ৭৫ ভাগ বিদ্যুৎ সাশ্রয় করে। একে ‘মিনি-ফ্রিজ’ বলে।
এসব সুবিধায় বিভিন্ন পরিস্থিতিতে ফ্রিজ আরো উন্নত ও কার্যকর হয়।
স্যামসাং ‘এই ঈদে স্যামসাং কিনলেন তো জিতলেন’ কমসূচি করছে। ফলে এসব নির্দিষ্ট মডেলের সাইড-বাই-সাইড বা টুইন কুলিং ফ্রিজ কিনে মিক্সার গ্রাইন্ডার, ব্লেন্ডার ও ইস্ত্রি জিততে পারেন।
দাম ৩৬ হাজার ৯০০ থেকে।
আরো আছে ১১ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক।
২৩ হাজার টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার।
ওএস।