নিজেদের নির্দোষ দাবি জি কে শামীম ও তার মায়ের

আলোচিত ঠিকাদার গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীম। ছবি: সংগৃহীত
দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা অবৈধ সম্পদ অর্জন মামলায় আত্মপক্ষ সমর্থন করে নিজেদের নির্দোষ দাবি করেছেন আলোচিত ঠিকাদার গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীম ও তার মা আয়েশা আক্তার। তারা ন্যায়বিচারের দাবি জানিয়েছেন আদালতের কাছে।
বুধবার (৫ মার্চ) ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক মো. রবিউল আলমের আদালতে আত্মপক্ষ শুনানির দিন নির্ধারিত ছিল। আদালতে উপস্থিত হয়ে বিচারকের কাছে নিজেদের নির্দোষ দাবি করেন জি কে শামীম ও তার মা আয়েশা আক্তার।
আদালত সূত্র জানায়, শুনানির শুরুতে বিচারক তাদের বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনান এবং জানতে চান তারা দোষী না নির্দোষ। উত্তরে তারা নিজেদের নির্দোষ বলে দাবি করেন এবং ন্যায়বিচারের আবেদন জানান।
আদালত আসামিদের জিজ্ঞাসা করেন, তারা সাফাই সাক্ষ্য দিতে চান কি না। উত্তরে তারা জানান, তারা সাফাই সাক্ষ্য দেবেন। পরে বিচারক আগামী ১০ মার্চ সাফাই সাক্ষ্যের জন্য দিন ধার্য করেন।
