রবিবার, ১২ জানুয়ারি ২০২৫ | ২৮ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

আজ থেকে ‘জয় বাংলা’ জাতীয় স্লোগান নয় : আপিল বিভাগের আদেশ

ছবি: সংগৃহীত

‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেছেন বাংলাদেশের আপিল বিভাগ। মঙ্গলবার (১০ ডিসেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ এই আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি শেষে আপিল বিভাগ এই সিদ্ধান্ত নেয়। রাষ্ট্রপক্ষ হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আবেদন করে, যা অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক ২ ডিসেম্বর গণমাধ্যমকে নিশ্চিত করেছিলেন।

২০২০ সালের ১০ মার্চ হাইকোর্টের বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের বেঞ্চ ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করেন। এই রায় আসে ২০১৭ সালে সুপ্রিম কোর্টের আইনজীবী বশির আহমেদের করা একটি রিট আবেদনের প্রেক্ষিতে।

এরপর ২০২২ সালের ২০ ফেব্রুয়ারি শেখ হাসিনার নেতৃত্বাধীন মন্ত্রিসভা ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে অনুমোদন দেয়। ২ মার্চ সরকার প্রজ্ঞাপন জারি করে এটি কার্যকর করে।

তবে আপিল বিভাগের সিদ্ধান্তের ফলে আপাতত ‘জয় বাংলা’ জাতীয় স্লোগান হিসেবে বহাল থাকছে না। এ বিষয়ে চূড়ান্ত শুনানি না হওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ কার্যকর থাকবে।

এই রায়ের মাধ্যমে বিষয়টি নিয়ে আইনি বিতর্ক পুনরায় সামনে এসেছে।

Header Ad
Header Ad

রাজনীতিতে যোগ দিতে চাই না, আমার লক্ষ্য কুরআনের খেদমত করা: আজহারী

জনপ্রিয় বক্তা ও গবেষক ড. মিজানুর রহমান আজহারী। ছবিঃ সংগৃহীত

"অনেকে আমাকে রাজনীতির মাঠে আসার পরামর্শ দিয়েছেন, তবে আমি রাজনীতিতে যোগ দিতে চাই না। আমার একমাত্র লক্ষ্য কুরআনের খেদমত করা। এর বাইরে আমি কিছু করতে ইচ্ছুক নই বলে মন্তব্য করেছেন জনপ্রিয় বক্তা ও গবেষক ড. মিজানুর রহমান আজহারী।

শনিবার (১১ জানুয়ারি) সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজ মাঠে আঞ্জুমানে খেদমতে কুরআনের উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী ৩৬তম তাফসির মাহফিলের শেষ দিনে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ড. মিজানুর রহমান আজহারী ব‌লে‌ন, ‘আমি একটি ওয়াজের ময়দানে বলেছিলাম একদল খেয়ে গেছে, আরেক দল খাওয়ার জন্য রেডি। এই বক্তব্যটি নিয়ে অনেক রাজনৈতিক নেতা ও ভাইয়েরা মন খারাপ করেছেন। আমি কারও মনে কষ্ট দিতে একথা বলিনি। যা সত্যি তাই বলেছি।’

‌তি‌নি ব‌লেন, ‘এ কথার পর অনেকেই আমাকে রাজনীতির মাঠে আসার কথা বলেছে। তাদের উদ্দেশ্যে বলব- আমি কুরআনের খেদমতে কাজ করি। তার বাইরে আমি কোনো কিছু করতে চাই না।’

আজহারী বলেন, ‘নতুন বাংলাদেশের প্রয়োজন যে, এখানে কাদা ছোড়াছুড়ি এবং অপ্রয়োজনীয় বিতর্ক বন্ধ করা হোক। সমাজে শান্তি ও সহিষ্ণুতার পরিবেশ তৈরি করা জরুরি।’

তি‌নি আরও ব‌লেন, ‘একটি নতুন বাংলাদেশের জন্য রক্ত দিয়েছে আবু সাঈদ ও মুগ্ধরা। শহীদদের স্বপ্নের বাংলাদেশ নির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

Header Ad
Header Ad

নির্বাচন কমিশনের ডিজিটাল ডিসপ্লে বোর্ডে ভেসে উঠলো 'বাংলাদেশ আওয়ামীলীগ’

ছবিঃ ঢাকাপ্রকাশ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা নির্বাচন কমিশনের অফিসে ডিজিটাল ডিসপ্লেতে ভেসে উঠল বাংলাদেশ আওয়ামীলীগ। 

শনিবার (১২ জানুয়ারী) সন্ধ্যার পর উপজেলা চত্ত্বর এলাকায় অবস্থিত উপজেলা নির্বাচন কমিশন অফিসের ডিসপ্লেতে এ লেখাটি ভেসে ওঠে। মুহূর্তেই ঘটনাটি এলাকাজুড়ে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যকর সৃষ্টি হয়। শুরু হয় সমালোচনা। 

স্থানীয়রা জানান, উপজেলা নির্বাচন কমিশনের অফিসের সামনে ডিজিটাল সাইনবোর্ড ডিসপ্লেতে সন্ধ্যার পর ইংরেজিতে ‘বাংলাদেশ আওয়ামী লীগ’ লেখা ভেসে ওঠে। ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে সকলে দেখতে ছুটে আসে। তবে বিষয়টি নির্বাচন কমিশনের চাকুরিরত নৈশপ্রহরী আলমঙ্গীর জানতে পারলে দ্রুত ডিসপ্লে বোর্ডটি বন্ধ করে দেয়। এবিষয় নিয়ে বিএনপির নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

নৈশপ্রহরী আলমঙ্গীর হোসেন বলেন, শনিবার সন্ধ্যারপর হঠাৎ ডিজিটাল ডিসপ্লে বোর্ডে 'বাংলাদেশ আওয়ামীলীগ’ লেখাটি ভেসে ওঠে। ওই সময় এক পথচারী লেখাটি দেখে চিৎকার দেয়। দ্রুত ডিসপ্লে বোর্ডটি বন্ধ রাখা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাচন কর্মকর্তাকে অবগত করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদি ইসলাম বলেন, ঘটনা তদন্তে কমিটি গঠন করা হবে। তদন্ত কমিটি প্রতিবেদন দাখিল করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Header Ad
Header Ad

শাহ আমানত বিমানবন্দর থেকে মানব পাচারকারী আটক  

ছবিঃ সংগৃহীত

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মানবপাচারের অভিযোগে ইফতেখারুল আলম রনি (পাসপোর্ট নং- A04761716) নামের এক যাত্রীকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।

শনিবার (১১ জানুয়ারি ) রাত ৮টায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দার (এনএসআইয়) গোপন তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়।

আটক ইফতেখারুল আলম রনির বাবার নাম নুরের জামান ও মায়ের নাম মহসিনা বেগম। তার বাড়ি ফেনী জেলার ফজিলপুর গ্রামের ৭ নম্বর ওয়ার্ডে।

ইমিগ্রেশন পুলিশ জানায়, আটককৃত ব্যক্তি মানবপাচারের অন্যতম হোতা এবং তার বিরুদ্ধে কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল নং-২ এ একটি মামলা চলমান।

এছাড়া, আজ শনিবার কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইন-২০১২ এর ৬/৭/৯/১০ ধারায় তার বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ইমিগ্রেশন পুলিশ সফলভাবে অভিযান পরিচালনা করেছে। রনি রাত ৮টা ৫০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৭ ফ্লাইটে দুবাই যাওয়ার চেষ্টা করছিলেন। বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে মামলাসহ পতেঙ্গা থানায় হস্তান্তর করেছেন।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

রাজনীতিতে যোগ দিতে চাই না, আমার লক্ষ্য কুরআনের খেদমত করা: আজহারী
নির্বাচন কমিশনের ডিজিটাল ডিসপ্লে বোর্ডে ভেসে উঠলো 'বাংলাদেশ আওয়ামীলীগ’
শাহ আমানত বিমানবন্দর থেকে মানব পাচারকারী আটক  
নতুন কর্মসূচি নিয়ে মাঠে নামছে বিএনপি  
দেখা করার অনুমতি নেই জয়েরও, তাহলে হাসিনা কি ভারতে গৃহবন্দি?
রাফিকে চাঁদাবাজ উল্লেখ্য করে স্লোগান, দুই সমন্বয়কের দ্বন্দ্ব প্রকাশ্যে
নাতনিকে পেয়ে মানসিকভাবে অনেকটা চাঙ্গা খালেদা জিয়া  
পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারে বিদেশি আইনজীবী নিয়োগ করবে সরকার  
মহিলা কলেজের স্ক্রিনে ভেসে উঠল ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’
আমরা কাউকে ছাড়ব না: সারজিস
ভ্যাট বাড়ায় কত টাকা বাড়ছে সিগারেটের দাম
৯৯৯ নম্বরে ফোন পেয়ে কবরস্থান থেকে তরুণকে উদ্ধার
আবার ভারত থেকে ২৭ হাজার টন চাল আমদানি  
যারা রাষ্ট্র ক্ষমতায় আসবে তারা যেন পুরুষ হয়: আমির হামজা
সংখ্যালঘুদের ওপর বেশিরভাগ হামলা রাজনৈতিক উদ্দেশ্য-প্রণোদিত: পুলিশ প্রতিবেদন  
আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করতে পারবেন না সাকিব
হাসিনার পতনে যুক্তরাষ্ট্রের ভূমিকা নেই: জানালেন মার্কিন নিরাপত্তা উপদেষ্টা  
বিএনপির সঙ্গে জামায়াতের কোনো বিরোধ নেই: নায়েবে আমির
পরিবহনের লাইসেন্স দেবে সেনাবাহিনী: পরিবহন উপদেষ্টা  
হাসিনার আমলে ‘কাঁটা তারে লাশ ঝুলত, এখন পতাকা বৈঠক হয়’