হাইকোর্টের রায়ে ভোটের মাঠে ফিরলেন সাদিক আব্দুল্লাহ
বরিশাল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। ছবি: সংগৃহীত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র প্রার্থীতা বাতিল করে দেয়া ইসির সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট।
ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে করা রিটের শুনানি শেষে সোমবার (১৮ ডিসেম্বর) বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ইসির সিদ্ধান্তে রুলসহ স্থগিতাদেশ দেন। এই আদেশের ফলে সাদিক আব্দুল্লাহ’র প্রার্থীতা বৈধ হল বলে জানান তার আইনজীবী।
আদালতে সাদিক আবদুল্লাহ’র পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী খুরশিদ আলম খান। সাথে ছিলেন ব্যারিস্টার ইফতাবুল কামাল অয়ন। আর এই আসনের নৌকার প্রার্থীর পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী আহসানুল করিম।
এর আগে শুক্রবার (১৫ ডিসেম্বর) নির্বাচন ভবনে আপিল শুনানি শেষে বরিশাল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী ও সিটির সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন (ইসি)। পরে এই আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন সাদিক আব্দুল্লাহ।
উল্লেখ্য, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ সংসদীয় আসনে জমা পড়েছিল ২ হাজার ৭১৬টি মনোনয়নপত্র। রিটার্নিং কর্মকর্তাদের বাছাইয়ে ৭৩১টি মনোনয়নপত্র বাতিল হয়। তবে রিটার্নিং কর্মকর্তার বাছাইয়ে বাদ পড়ার পর নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থিতা ফিরে পান ২৮০ জন প্রার্থী।