অর্থপাচার মামলায় জামিন মেলেনি চলচ্চিত্র প্রযোজক রাজের
রাজের বিরুদ্ধে রাজধানীর বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এবং পর্নোগ্রাফী নিয়ন্ত্রণ আইনে মামলা আছে।
চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগে করা মামলার জামিন আবেদন খারিজ করেছেন আদালত।
সোমবার (২৯ নভেম্বর) বিষয়টি উপস্থাপন হয়নি মর্মে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জামিন আবেদনটি খারিজ করেন।
আদালতে রাজের পক্ষে শুনানি করেন আইনজীবী এ কে রাশেদুল হক। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।
আদালতসূত্রে জানা গেছে, মাদক ব্যবসায়ের মাধ্যমে সিটি ব্যাংকের বনানী শাখায় এন. এস করপোরেশন নামে অ্যাকাউন্টে ১৮ কোটি সাত লাখ ২১ হাজার ৩৫০ টাকা জমা করেন রাজ। রাজের বিরুদ্ধে রাজধানীর বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এবং পর্নোগ্রাফী নিয়ন্ত্রণ আইনে মামলা আছে। সিআইডির পুলিশ পরিদর্শক মীর কাশেম গত ২৯ সেপ্টেম্বর বনানী থানায় এ মামলা দায়ের করেন।
এর আগে, গত ৪ আগস্ট বিকেলে চিত্রনায়িকা পরীমনির বাসায় অভিযান চালায় র্যাব। এরপর রাতে তার সহযোগী রাজের বনানীর বাসায়ও অভিযান চালানো হয়। অভিযানে রাজের দুই সহযোগীসহ তিনজন আটক হন।
এমএ/এএস