মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫ | ২৮ মাঘ ১৪৩১
Dhaka Prokash

যুক্তরাষ্ট্রে ডিমের তীব্র সংকট, বিপাকে ভোক্তারা

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে মুরগির ডিমের তীব্র সংকট দেখা দিয়েছে, যার ফলে ডিমের দাম রেকর্ড পরিমাণ বেড়ে গেছে। ফলে নিত্যপ্রয়োজনীয় এই খাদ্যপণ্য কিনতে ভোক্তাদের গুনতে হচ্ছে অতিরিক্ত অর্থ।

এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি যুক্তরাষ্ট্রে নতুন করে বার্ড ফ্লুর প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ২০২২ সালে প্রথমবারের মতো এই ভাইরাস দেশটিতে বড় ধরনের আঘাত হানে। বার্ড ফ্লুর কারণে মুরগির খামারগুলোতে ব্যাপক হারে মুরগি মারা যাচ্ছে, যার ফলে সরবরাহ সংকট দেখা দিয়েছে এবং এর প্রভাব পড়েছে ডিমের বাজারে।

ওয়াশিংটন ও আশপাশের সুপারমার্কেটগুলোতে ডিমের তাকগুলো প্রায় খালি হয়ে গেছে বা সীমিত পরিমাণে মজুদ রাখা হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে কিছু দোকান ক্রেতাদের জন্য ডিম কেনার সর্বোচ্চ সীমা নির্ধারণ করে দিয়েছে। তবে ক্রেতারা ডিমের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে হতাশ।

মার্কিন কৃষি বিভাগের তথ্য অনুসারে, চাহিদার তুলনায় সরবরাহ কমে যাওয়ায় ডিমের দামে রেকর্ড বৃদ্ধি ঘটেছে। ২০২৩ সালের ডিসেম্বরে এক ডজন ডিমের দাম ছিল ২.৫০ ডলার (প্রায় ৩০৫ টাকা), যা ২০২৪ সালের ডিসেম্বরে বেড়ে দাঁড়িয়েছে ৪.১৫ ডলার (প্রায় ৫০৬ টাকা)। অর্থাৎ এক বছরে দাম বেড়েছে প্রায় ৬৫ শতাংশ। কয়েকটি অঙ্গরাজ্যে ডিম আরও বেশি দামে বিক্রি হচ্ছে।

যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ জানিয়েছে, চলতি বছরের জানুয়ারিতেই বার্ড ফ্লু সন্দেহে ২ কোটি ১০ লাখ ডিম পাড়া মুরগি হত্যা করা হয়েছে। এর আগে ২০২৩ সালের ডিসেম্বরেও ১ কোটি ৩২ লাখ মুরগি হত্যা করা হয়। মূলত ওহাইও, নর্থ ক্যারোলাইনা ও মিসৌরি অঙ্গরাজ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের মতে, যথেষ্ট ডিম পাড়া মুরগি না থাকলে বাজারে ডিমের সংকট আরও দীর্ঘস্থায়ী হতে পারে এবং দাম আরও বাড়তে পারে।

বার্ড ফ্লুর প্রকোপ শুধু হাঁস-মুরগির মধ্যেই সীমাবদ্ধ নেই, গবাদি পশুও এই ভাইরাসে আক্রান্ত হচ্ছে। ২০২৩ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রে ৬৭ জন মানুষ বার্ড ফ্লুতে আক্রান্ত হয়েছেন। একজন মার্কিন নাগরিক বছরে গড়ে ২৭৭টি ডিম খেয়ে থাকেন, যা দেশটির খাদ্য সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ।

ডিমের সংকট ও মূল্যবৃদ্ধি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্যও নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। নির্বাচনী প্রচারণায় তিনি পণ্যের দাম কমানোর প্রতিশ্রুতি দিলেও, দায়িত্ব নেওয়ার পর উল্টো নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েই চলেছে। ক্রেতারা বলছেন, বাজারে জিনিসপত্রের দাম কমার বদলে আরও বাড়ছে, যা সাধারণ মানুষের জন্য বড় ধরনের সংকট তৈরি করছে।

Header Ad
Header Ad

প্রাথমিকের শিক্ষকদের বেতন বাড়ানোর সুপারিশ

ফরেন সার্ভিস একাডেমিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলন। ছবি: সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন বাড়ানোর সুপারিশ করেছে প্রাথমিক ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যবস্থাপনা এবং কাঠামোগত উন্নয়নে গঠিত পরামর্শক কমিটি। একই সঙ্গে প্রধান শিক্ষকের দশম গ্রেড দেওয়া ও পদোন্নতির মাধ্যমে প্রধান শিক্ষক পদে নিয়োগের সুপারিশ করা হয়েছে।

গতকাল সোমবার প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছে প্রাথমিক শিক্ষা উন্নয়ন বিষয়ক প্রতিবেদন হস্তান্তর করেন পরামর্শক কমিটির সদস্যরা। পরে সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব সুপারিশ তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার, পরামর্শক কমিটির আহ্বায়ক ড. মনজুর আহমদসহ অন্য সদস্যরা। প্রতিবেদনের সারসংক্ষেপে ১৪টি নির্বাচিত সুপারিশ তুলে ধরা হয়েছে। প্রাথমিক শিক্ষকদের প্রচলিত কাঠামো তুলে ধরে মনজুর আহমদ বলেন, ‘প্রধান শিক্ষকদের দশম গ্রেডে পদায়নের দাবি উচ্চ আদালতে সমর্থন পেয়েছে, কিন্তু সরকার এ নিয়ে রিভিউ আবেদন করেছে। সমগ্র পরিস্থিতি বিবেচনায় শিক্ষকদের স্বতন্ত্র মর্যাদা ও উচ্চতর বেতন কাঠামো প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত কমিটির সুপারিশ হলো শিক্ষক পদে প্রবেশ দ্বাদশ গ্রেডে, দুই বছর পর স্থায়ীকরণ, আরো দুই বছর পর ১১তম গ্রেডে সিনিয়র শিক্ষক হিসেবে পদোন্নতি।

প্রধান শিক্ষকের ক্ষেত্রে সুপারিশ হলো সরকারের রিভিউ আবেদন প্রত্যাহার ও প্রধান শিক্ষকের জন্য দশম গ্রেড নির্ধারণ এবং সব প্রধান শিক্ষক পদোন্নতির মাধ্যমে নিয়োগ।’

সুপারিশে প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক’ পদটি বিলুপ্ত করে ‘শিক্ষক’ ও ‘সিনিয়র শিক্ষক’ পদ প্রবর্তনের কথা বলা হয়েছে। শিখন সময় বৃদ্ধির জন্য সব বিদ্যালয়কে স্বল্পতম সময়ের মধ্যে এক শিফটের স্কুলে পরিণত করা; প্রাথমিক শিক্ষকদের স্বতন্ত্র মর্যাদা ও উচ্চতর বেতন কাঠামো বিবেচনার সুপারিশ করা হয়েছে। মৌলিক দক্ষতা জরিপের মাধ্যমে প্রতি বিদ্যালয়কে মান অনুযায়ী সবুজ-হলুদ-লালে চিহ্নিত করার কথাও প্রতিবেদনে বলা হয়েছে।

মনজুর আহমদ বলেন, শিক্ষা সংস্কারের জন্য কোনো সহজ জাদু-সমাধান নেই। প্রদত্ত সুপারিশ সম্পর্কে সরকারকে দ্রুত সিদ্ধান্ত নিয়ে সময়াবদ্ধ সমন্বিত বাস্তবায়ন কর্মপরিকল্পনা নিতে হবে। পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কার্যক্রম ও সরকারের বার্ষিক বাজেট হবে সুপারিশ বাস্তবায়নের প্রধান বাহন।

ভিত্তিমূলক দক্ষতা : প্রাথমিক শিক্ষার মূল লক্ষ্য হিসেবে শিশুদের বাংলা ও গণিতের ভিত্তিমূলক দক্ষতা অর্জনের ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে। বাংলা শুধু একটি বিষয় নয়, এটি অন্য সব বিষয়ে প্রবেশের চাবিকাঠি।

গণিতে মৌলিক দক্ষতা অর্জিত না হলে শিক্ষার্থীরা শিখনে ক্রমাগত পিছিয়ে থাকবে। এ জন্য প্রতিদিন এই দুটি বিষয়ে ৬০ থেকে ৭৫ মিনিট করে শিক্ষণ-শিখন সময় নির্ধারণ করা প্রয়োজন।

এক শিফটের স্কুল: শিখন সময় বৃদ্ধির জন্য সব বিদ্যালয়কে স্বল্পতম সময়ের মধ্যে এক শিফটের স্কুলে পরিণত করা প্রয়োজন। প্রাথমিক শিক্ষা উন্নয়ন কার্যক্রমে অন্তত ৫০ শতাংশ বিদ্যালয়ে এবং ১০ বছরের মধ্যে সব বিদ্যালয়ে এক শিফট চালু করা যেতে পারে। শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থী অনুপাত অনূর্ধ্ব ১:৩০ নিশ্চিত করা দরকার।

নিরাময়মূলক সহায়তা: পিছিয়ে পড়া শিশুদের জন্য শ্রেণির ভেতরে ও বাইরে নিরাময়মূলক সহায়তা দিতে হবে। এ জন্য স্কুল স্থানীয়ভাবে প্যারা-টিচার (শিক্ষা-সহায়ক) নিয়োগ দিতে পারে।

দরিদ্র পরিবারের ব্যয় লাঘব: যত দ্রুত সম্ভব মিড-ডে-মিল প্রবর্তন, খাতা-কলম-ব্যাগ ইত্যাদি সামগ্রী বিতরণ এবং ইউনিয়ন পর্যায়ে নির্ধারিত অতিদরিদ্র পরিবারের শিশুদের জন্য বর্ধিত হারে অর্থ সাহায্য দেওয়া যেতে পারে।

Header Ad
Header Ad

বাংলা একাডেমির নামে প্রতারণা: হাতিয়ে নেওয়া হয়েছে লক্ষাধিক টাকা

ছবি: সংগৃহীত

প্রযুক্তির উন্নতির সাথে প্রতারণার কৌশলও প্রতিনিয়ত পাল্টাচ্ছে। সম্প্রতি বাংলা একাডেমির নাম ব্যবহার করে লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারণা চক্র। গবেষণা প্রস্তাব নির্বাচিত হওয়ার কথা বলে শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষার্থীদের কাছ থেকে ব্যাংক একাউন্টের বিস্তারিত তথ্য সংগ্রহ করে প্রতারকরা তাদের অর্থ লুটে নিচ্ছে।

বাংলা একাডেমির পক্ষ থেকে গত বছরের শেষের দিকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, যেখানে গবেষক ও প্রাবন্ধিকদের জন্য গবেষণা বৃত্তি প্রস্তাব ও প্রবন্ধ আহ্বান করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, মনোনীত ৫০ জন প্রাবন্ধিককে ২০,০০০/- টাকা এবং ১০ জন গবেষককে মাসিক ৩০,০০০/- টাকা করে বৃত্তি দেওয়ার কথা ছিল। এই বিজ্ঞপ্তির সুযোগ নিয়েই প্রতারক চক্র তাদের কার্যক্রম শুরু করে।

ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী জানান, তিনি বাংলা একাডেমির বিজ্ঞপ্তি অনুসরণ করে গবেষণা প্রস্তাবনা পাঠান। পরে ২৮ জানুয়ারি তার কাছে একটি ফোন আসে, যেখানে তাকে অভিনন্দন জানিয়ে গবেষণা প্রস্তাব নির্বাচিত হওয়ার কথা বলা হয়। এরপর তাকে ব্যাংক একাউন্টের বিস্তারিত তথ্য, জন্ম তারিখ ও ফোন নম্বর চাওয়া হয়।

তিনি জানান, কিছু সময় পরই ব্যাংক থেকে এসএমএস আসে এবং তার কাছে ওটিপি চাওয়া হয়। প্রতারকরা তাকে বলেন, ওই ওটিপি প্রদান করলে গবেষণার জন্য নির্দিষ্ট অর্থ পাওয়া যাবে। কিছু সময় পর তার ব্যাংক অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিয়ে নেয় তারা এবং অর্থ তুলে নেয়।

বাংলা একাডেমি সূত্রে জানা যায়, একাধিক গবেষকের ব্যাংক একাউন্ট থেকে ৪০ হাজার থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত চুরি হয়েছে। প্রতারকরা ব্যাংক অ্যাপের পাসওয়ার্ড পরিবর্তন করে তাদের কার্যক্রম পরিচালনা করে। এ ঘটনায় বাংলা একাডেমি কর্তৃপক্ষের অব্যবস্থাপনা ও দায়িত্বে গাফিলতি সামনে এসেছে বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে বাংলা একাডেমির গবেষণা, সংকলন ও অভিধান বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুন রশিদ বলেন, “বাংলা একাডেমির নামে এই ধরনের প্রতারণা চলছে, এবং এটি আমাদের গবেষকদের জন্য খুবই দুঃখজনক। আমাদের আরও সচেতন হতে হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।”

বাংলা একাডেমির প্রশাসন বিভাগের পরিচালক সমীর কুমার সরকার জানিয়েছেন, তিনি এখনও এই বিষয়ে অবগত নন, তবে প্রতিষ্ঠান থেকে কোনো আইনগত পদক্ষেপ নেওয়া হয়নি।

Header Ad
Header Ad

কোনো ‘শয়তান’ যেন পালাতে না পারে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: সংগৃহীত

সারাদেশে চলমান অপারেশন ‘ডেভিল হান্টের’ কথা উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, কোনো শয়তান যেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাত থেকে পালাতে না পারে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে দেশের পরবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্বসহ আইন প্রয়োগ বিষয়ক কর্মশালায় তিনি এ কথা বলেন।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আপনারা নিশ্চয়ই অবহিত আছেন যে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম প্রধান লক্ষ্য হলো জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা। ফ্যাসিবাদ ও তাদের দোসর, দুস্কৃতকারী, নৈরাজ্য সৃষ্টিকারী ও সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা। ফ্যাসিবাদ বিদায় নিয়েছে, কিন্তু তাদের দোসররা দেশে বিদেশে সরকারের বিরুদ্ধে নানাবিধ ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, তারা এদেশের জনগণের সম্পদ অন্যায়ভাবে লুটপাট করে অঢেল অবৈধ সম্পদের মালিক হয়েছে। যারাই তাদের অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়েছে তাদেরকে দেশদ্রোহী আখ্যা দিয়েছে, দলীয় বাহিনীর অঙ্গসংগঠনের নেতাকর্মীদেরকে লেলিয়ে দিয়েছে, অন্যায়ভাবে মামলা- হামলা দিয়ে হেনস্থা করেছে। গনমাধ্যমগুলো দখল ও নিয়ন্ত্রণ করেছে। মানবাধিকার সংস্থাগুলোকে শায়েস্তা করেছে। অনুগত পুঁজিবাদী শ্রেণি তৈরি করে সম্পদ লুণ্ঠন করেছে। সিভিল সার্ভিস ও নিরাপত্তা বাহিনীর ওপর কর্তৃত্ব স্থাপন করেছে। আদালতের স্বাধীনতা খর্ব করেছে।

উপদেষ্টা বলেন, এক কথায় ফ্যাসিস্ট সরকার পুরো রাষ্ট্রযন্ত্রকে ক্ষমতায় টিকে থাকার জন্য অন্যায়ভাবে ব্যবহার করেছে। বর্তমানে তারা বিগত ১৬ বছরে তাদের অর্জিত অবৈধ সম্পদ ব্যবহার করে অপশক্তির সম্পৃক্ততায় নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে নিজেদের অবস্থান জানান দিচ্ছে। জুলাই- আগস্ট হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত সন্ত্রাসী, নরহত্যায় জড়িত বিশেষ হেলমেট বাহিনী, ফৌজদারি অপরাধে সম্পৃক্ত ফ্যাসিস্ট ও তাদের দোসররা, অর্থ পাচারকারী, লুণ্ঠনকারী, ষড়যন্ত্রকারী, দুস্কৃতকারী, রাষ্ট্রদ্রোহী, দুদকের মামলায় আসামিদের আইনের আওতায় আনার জন্য সরকার কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, সরকারের পুলিশ বাহিনী, র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, সশস্ত্র বাহিনীর সদস্যরা আইনি প্রক্রিয়ায় অপরাধীদের উল্লেখযোগ্য সংখ্যককে গ্রেফতার করেছে । এ প্রক্রিয়া অব্যাহত রয়েছে। সারা দেশে অস্থিরতা সৃষ্টির অপতৎপরতাকারী এবং তাদের সহযোগিদের আইনের আওতায় আনার লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতায় আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনীসমূহের সমন্বয়ে গত ৮ ফ্রেব্রুয়ারি থেকে অপারেশন ডেভিল হান্ট অভিযান পরিচালনা শুরু হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সারা দেশের অভিযান সংশ্লিষ্ট সামগ্রিক কার্যক্রম তদারকি করা হবে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পুলিশ হেডকোয়ার্টার্সে স্থাপিত জয়েন্ট অপারেশন সেন্টারের মাধ্যমে অপারেশন ডেভিল হান্ট এর সার্বিক কার্যক্রম সমন্বয় করা হবে।

তিনি আরও বলেন, মেট্রোপলিটন এলাকায় মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং জেলা পর্যায়ে জেলা ম্যাজিস্ট্রেট এ অভিযান পরিচালনায় সমন্বয় করবেন। সিএমএম আদালত, এমএম আদালত, সিজেএম আদালত, জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক, জেলা ম্যাজিস্ট্রট, স্পেশাল আদালতের বিচারক, আদালতে সরকার পক্ষের আইনজীবী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, গোয়েন্দা সংস্থার সদস্যরা এই অপরাধীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার জন্য নিয়োজিত। এছাড়াও সরকার ঢাকা মেট্রোপলিটন এলাকায় ৮ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পদায়ন করেছে অপরাধীদের বিরুদ্ধে সামারি ট্রায়ালের জন্য আপনারা দক্ষ ও প্রশিক্ষিত সচেতন নাগরিক।

তিনি আরও বলেন, আপনাদের দেশের জনগণ, সরকার এবং নিজ নিজ দায়িত্বের প্রতি জবাবদিহিতা, দায়বদ্ধতা ও কমিটমেন্ট রয়েছে। সুশাসন প্রতিষ্ঠায় আপনাদের অতন্দ্র প্রহরীর ন্যায় ভূমিকা পালন করা দরকার। আমরা কোনো অপরাধীকে রাস্তায়, বাজারে, মাঠে, ময়দানে, রাজপথে দেখতে চাই না। প্রত্যেক অপরাধীকে আইনের আওতায় আনতে চাই।তাদের বিচার নিশ্চিত করতে চাই। আমি আইনশৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হতে বলবো। অপারেশন ডেভিল হান্টের বিষয়ে আমি বলবো, কোনো শয়তান যেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাত থেকে পালিয়ে না যেতে পারে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল; শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খানসহ প্রমুখ।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

প্রাথমিকের শিক্ষকদের বেতন বাড়ানোর সুপারিশ
বাংলা একাডেমির নামে প্রতারণা: হাতিয়ে নেওয়া হয়েছে লক্ষাধিক টাকা
কোনো ‘শয়তান’ যেন পালাতে না পারে: স্বরাষ্ট্র উপদেষ্টা
বিদ্রোহী ১৮ জনকে বাদ দিয়েই ৩৭ নারী ফুটবলারের সঙ্গে বাফুফের চুক্তি
‘পুলিশ চোরের প্রেমে পড়েছে’ গানে থানায় টিকটক, আ.লীগ নেত্রী গ্রেপ্তার
দুর্নীতিতে বিশ্বে বাংলাদেশ ১৪তম
প্রত্যাহারের পর দুদক পরিচালক সায়েমুজ্জামানকে দপ্তর থেকেই বদলি!
আমার ব্যাচ থেকে ৫০ সচিব, আমি কেন বঞ্চিত, প্রশ্ন সাবেক অতিরিক্ত সচিবের
আওয়ামী লীগ নেতাকে ছাড়াতে থানায় স্বেচ্ছাসেবক দল নেতা, পুলিশকে মারধর  
‘মব’ বন্ধ না করলে ডেভিল হিসেবে ট্রিট করা হবে: মাহফুজ আলম  
ইয়েমেনি মাছ ধরার নৌকা ছিনতাই করেছে সোমালিয়া জলদস্যুরা  
‘সেভ দ্যা চিলড্রেনের’ প্রকল্প পরিচালকের গলাকাটা মরদেহ উদ্ধার  
সমাজবিরোধীরা কোনো ব্যক্তিকে হুমকি দিলে কঠোর ব্যবস্থা: পুলিশ হেডকোয়ার্টার্স  
বইমেলার স্টলে ভাঙচুর: দোষীদের আইনের আওতায় আনার নির্দেশ প্রধান উপদেষ্টার  
শ্যামপুরে প্লাস্টিক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে  
অল্প বয়সেই চুল পাকছে? জেনে নিন কার্যকর সমাধান
চ্যাম্পিয়নস ট্রফিতে ভালো করবে বাংলাদেশ : সিমন্স
সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার আটক
এই মুহুর্তে কোন স্থানীয় নির্বাচন নয়, আগে জাতীয় সংসদ নির্বাচন: আহমেদ আযম খান
৪৭ বছরের ইতিহাস ভেঙে অভিষেকেই ব্রিটজকের বিশ্বরেকর্ড