শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪ | ২৩ কার্তিক ১৪৩১
Dhaka Prokash
Header Ad

ইরানের সঙ্গে সরাসরি যুদ্ধ নয়: হোয়াইট হাউজ

ছবি: সংগৃহীত

জর্ডানে একটি মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলায় তিন সৈন্য প্রাণ হারিয়েছেন। এর পেছনে ইরানের হাত রয়েছে দাবি করলেও এখনই দেশটির সঙ্গে সরাসরি যুদ্ধে জড়াতে চায় না যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা বিষয়ক মুখপাত্র জন কিরবি এ কথা জানিয়েছেন।

তিনি সাংবাদিকদের বলেছেন, ইরানকে কীভাবে জবাব দেওয়া হবে তা জো বাইডেন নিজেই ঠিক করবেন। কীভাবে এ কাজ করা হবে তা সম্পূর্ণ প্রেসিডেন্টের হাতে। তবে এই মুহূর্তে নতুন করে কোনো যুদ্ধে জড়াতে চায় না যুক্তরাষ্ট্র।

ইরানও যুদ্ধে যেতে চাইছে না বলে বিশ্বাস করে বাইডেন প্রশাসন। পেন্টাগনের মুখপাত্র সাবরিনা সিং জানিয়েছেন, যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে না গেলেও তেহরানকে যোগ্য জবাব দেওয়া হবে এবং সেটিও অতি দ্রুত দেওয়া হবে।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ঘোষণা দিয়েছেন, জর্ডানে প্রাণঘাতী ড্রোন হামলার পরে যুক্তরাষ্ট্র তার সৈন্যদের রক্ষা করতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেবে।

গত রোববারের ওই হামলায় যুক্তরাষ্ট্রের তিন সৈন্য নিহত এবং আরও ৪০ জনের বেশি আহত হন। গত ৭ অক্টোবর ইসরায়েল-হামাস সংঘাত শুরুর পর থেকে মধ্যপ্রাচ্য অঞ্চলে মার্কিন বাহিনীর ওপর এটিই প্রথম প্রাণঘাতী হামলার ঘটনা।

পেন্টাগনে ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গের সঙ্গে বৈঠকের শুরুতে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, প্রেসিডেন্ট এবং আমি মার্কিন বাহিনীর ওপর হামলা সহ্য করবো না। আমরা আমাদের সৈন্যদের রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেবো।

এ প্রসঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, আমরা প্রতিক্রিয়া জানাবো। সেই প্রতিক্রিয়া বহু-স্তরের হতে পারে। এটি পর্যায়ক্রমে আসতে পারে এবং সময়ের সঙ্গে সঙ্গে স্থায়ীও হতে পারে। সূত্র: সিএনবিসি, ডয়েচে ভেলে

 

Header Ad

চিফ অফ স্টাফ হিসেবে সুসি ওয়াইলসকে নিয়োগ দিলেন ট্রাম্প

চিফ অফ স্টাফ হিসেবে সুসি ওয়াইলসকে নিয়োগ দিলেন ট্রাম্প। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নির্বাচনে জয়ের পর তার চিফ অব স্টাফ হিসেবে সুসি ওয়াইলসকে নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনে জয়ের পর এটিই হোয়াইট হাউজে ট্রাম্পের দেয়া প্রথম নিয়োগ। বৃহস্পতিবার (৭ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

জানা গেছে, হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ সাধারণত প্রতিটি প্রেসিডেন্টের প্রশাসনিক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তারা মূলত হোয়াইট হাউসের ম্যানেজার হিসাবে কাজ করেন এবং প্রেসিডেন্টের কর্মীদের একত্রিত করার দায়িত্ব থাকে তাদের ওপর। একজন প্রধান প্রেসিডেন্টের এক্সিকিউটিভ অফিসের মাধ্যমে কর্মীদের নেতৃত্ব দেন এবং সমস্ত দৈনন্দিন কাজকর্ম এবং কর্মীদের কার্যক্রম তত্ত্বাবধান করেন। তারা নীতিগত বিষয়ে প্রেসিডেন্টদের পরামর্শও দিয়ে থাকেন এবং নীতি উন্নয়নের নির্দেশনা ও তত্ত্বাবধানের দায়িত্ব পালন করেন।

সুসি ওয়াইলস। ছবি: সংগৃহীত

ওয়াইলস ট্রাম্পের নির্বাচনি প্রচারণার সিনিয়র উপদেষ্টা ছিলেন এবং মঙ্গলবার নির্বাচনের দিন অনুষ্ঠিত রাতের এক অনুষ্ঠানে ট্রাম্প সুসির প্রশসংসা করেন। তিনি বলেছিলেন, ‘সুসি নেপথ্যে থেকে কাজ করতে পছন্দ করেন।’

তবে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক মহলে সুসি একজন ‘ভয়ঙ্কর পরিচালক’ হিসেবে পরিচিত। এ ব্যাপারে গত এপ্রিলে পলিটিকোকে দেওয়া সাক্ষাৎকারে সুসি বলেছিলেন, ‘আমার ক্যারিয়ারের প্রথম দিকে শিষ্টাচারের মতো বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ ছিল। অনেকেই মনে করেন, আমি খুব ভয়ঙ্কর ও কঠোর। আসলে তা নয়। আমি খুবই ভদ্র।’

১৯৮০ সালে রোনাল্ড রিগানের নির্বাচনি প্রচারশিবিরে কাজ করার মধ্য দিয়ে নিজের রাজনৈতিক ক্যারিয়ার শুরু করেছিলেন সুসি। ২০১০ সালে তিনি ফ্লোরিডার গভর্নর হন।

সুসি ওয়ইলস ২০১৫ সালের রিপাবলিকান প্রেসিডেন্ট প্রাইমারির সময় ট্রাম্পের সঙ্গে দেখা করেন এবং তার ফ্লোরিডা প্রচারণার সহসভাপতি হন।

Header Ad

নারী ফুটবলারের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মৌ রানী দাস। ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের দিরাই উপজেলায় মৌ রানী দাস (১৭) নামে এক নারী ফুটবলারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ নভেম্বর) উপজেলার তাড়ল ইউনিয়নের ভাঙ্গাডহর গ্রামের নিজ ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, দুই ভাই ও দুই বোনের মধ্যে মৌ সবার ছোট। স্থানীয় নারী ফুটবল দলের নিয়মিত খেলোয়াড় তিনি। বৃহস্পতিবার সকাল থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর বসত ঘরে থাকা ধানের উগারের (কাড়ি) ভেতরে মৌ দাসের গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মরদেহ দেখতে পায় স্বজনরা। পরে থানা–পুলিশে খবর দেওয়া হয়।

মৌ রানীর বাবা সুষেন দাস বলেন, মৌ সকালে ঘুম থেকে উঠে পরিবারের সবার সঙ্গে সকালের নাস্তা করেছে। এ সময় আমিও হাওরে ক্ষেতে (জমিতে) কাজ করতে যাই। পরে সকাল ১০টার দিকে মেয়ের এমন মৃত্যুর সংবাদ শুনে আমি বাকরুদ্ধ হয়ে পড়ি।

তিনি বলেন, আমার মেয়ের খুব স্বপ্ন ছিল সে একজন জাতীয় ফুটবলার হবে। তার স্বপ্নপূরণে আমিও যথাসাধ্য চেষ্টা করছিলাম। কিন্তু স্বপ্ন পূরণের আগেই আমার মেয়ে ওপারে চলে গেল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দিরাই থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, ঘরের তীরের সঙ্গে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থা থেকে লাশ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছি।

Header Ad

জুমার নামাজ ছেড়ে দেয়ার ভয়াবহ শাস্তি

ছবি: সংগৃহীত

জুমার নামাজ প্রত্যেক সাবালক ও জ্ঞানসম্পন্ন পুরুষের জন্য জামাতসহ আদায় করা ফরজ। হাদিসে জুমার দিনকে সাপ্তাহিক ঈদের দিন বলা হয়েছে। ‘জুমা’ শব্দটি ‘জমা’ শব্দ থেকে এসেছে। জমা আরবি শব্দ। এর অর্থ একত্র হওয়া বা একত্র করা।

পবিত্র কোরআনে সুরা জুমা নামে একটি স্বতন্ত্র সুরা রয়েছে। তাফসিরবিদরা বলেন, সুরা জুমার আগের সুরার নাম হলো সুরা ‘সফ’। সফ অর্থ কাতার বা সারি। জুমার নামাজ সারিবদ্ধভাবে আদায় করা হয়। এতে ঐক্য ও শৃঙ্খলা সৃষ্টি হয়, এতে এই ইঙ্গিত রয়েছে।

কোরআনে জুমার আলোচনা:

প্রত্যেক সাবালক ও জ্ঞানসম্পন্ন মুসলমান পুরুষের জন্য মসজিদে গিয়ে জুমার নামাজ পড়া ফরজ। এ নামাজ জামায়াতে আদায় করতে হয়। এ কারণেই মহান আল্লাহ জুমার দিন দ্রুত মসজিদে উপস্থিত হওয়ার নির্দেশ দিয়ে বলেন-

يَا أَيُّهَا الَّذِيْنَ آمَنُوْا إِذَا نُوْدِيَ لِلصَّلاَةِ مِنْ يَّوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا إِلَى ذِكْرِ اللهِ وَذَرُوا الْبَيْعَ، ذَلِكُمْ خَيْرٌ لَّكُمْ إِنْ كُنْتُمْ تَعْلَمُوْنَ অর্থ: হে ঈমানদারগণ, যখন জুমার দিন নামাজের জন্য আহ্বান করা হবে, তখন তোমরা দ্রুত আল্লাহর স্মরণের জন্য উপস্থিত হও এবং ক্রয়-বিক্রয় বন্ধ করো। এটিই তোমাদের জন্য কল্যাণকর, যদি তোমরা বুঝতে পারো। (সুরা: জুমা ৯)

জুমার নামাজ ত্যাগকারীর ব্যাপারে হাদিসে ভয়াবহ সতর্কবাণী উচ্চারণ করা হয়েছে। হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা.) বলেন, ‘যে ব্যক্তি পরপর ৩টি জুমা ত্যাগ করল, সে অবশ্যই ইসলামকে নিজের পেছনে ফেলে দিল। (সহিহ তারগিব: ৭৩২)’

জুমার নামাজ ত্যাগকারীদের অন্তরে মহান আল্লাহ মোহর মেরে দেন। হজরত আবদুল্লাহ ইবনে ওমর ও আবু হুরাইরা (রা.) থেকে বর্ণিত হাদিসে আছে, তারা উভয়ে রাসুলুল্লাহ (সা.)-কে মিম্বরের সিঁড়িতে দাঁড়িয়ে বলতে শুনেছেন: যারা জুমার নামাজ ত্যাগ করে, তাদের এ অভ্যাস বর্জন করতে হবে। নতুবা আল্লাহ তাদের অন্তরে সিল মেরে দেবেন। অতঃপর তারা গাফিলদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। (মুসলিম: ১৮৮৭)

Header Ad

সর্বশেষ সংবাদ

চিফ অফ স্টাফ হিসেবে সুসি ওয়াইলসকে নিয়োগ দিলেন ট্রাম্প
নারী ফুটবলারের ঝুলন্ত মরদেহ উদ্ধার
জুমার নামাজ ছেড়ে দেয়ার ভয়াবহ শাস্তি
স্বস্তি নেই নিত্যপণ্যের বাজারে, সরবরাহ বাড়ানোর তাগিদ
সুইজারল্যান্ডে হেনস্তার শিকার উপদেষ্টা আসিফ নজরুল
দুপুরে রাজধানীতে বিএনপির র‍্যালি, বক্তব্য রাখবেন তারেক রহমান
ঝিনাইদহ-২ আসনের সাবেক এমপি তাহজীব গ্রেফতার
হামাস-হিজবুল্লাহর হাতেই ইসরায়েলি দখলদারিত্বের সমাপ্তি হবে: খামেনি
শহীদ নাফিজের দেহ বহনকারী সেই রিকশাটি গণভবনের জাদুঘরে
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু
পদত্যাগ করলেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান
শেখ হাসিনাকে সাবেক প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করল ভারত
চুয়াডাঙ্গার দর্শনা বাজারে ভোক্তা অধিকারের অভিযান, খাবার হোটেলে জরিমানা
ডোনাল্ড ট্রাম্পকে জামায়াতের অভিনন্দন
২০ বাংলাদেশিকে ফেরত দিলো আরাকান আর্মি
সাইবার নিরাপত্তা আইন বাতিলের নীতিগত সিদ্ধান্ত
‘দেশের মানুষের কাছে এই মুহূর্তে সংস্কারের চেয়ে নির্বাচন গুরুত্বপূর্ণ’
নিজেকে প্রধানমন্ত্রী উল্লেখ করে ট্রাম্পকে শেখ হাসিনার অভিনন্দন
‘বিশ্বই যেন বাংলাদেশের কাছে আসে সেভাবেই দেশকে গড়তে হবে’
ভাগ্য খুলতে পারে ২৭তম বিসিএসে বাদপড়াদের