করোনা মহামরি শেষ হতে চলেছে : বিল গেটস
করোনা মহামারি শেষ হতে চলেছে বলে মনে করছেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। ২০২২ সালের মধ্যেই বিশ্বের অধিকাংশ দেশে কোভিড-১৯ ভাইরাস অন্য যে কোনো ফ্লু ভাইরাসের মতোই থেকে যাবে বলে মনে করেন তিনি। নিজের ব্লগ 'গেটসনোটস'-এ গত বুধবার এভাবেই নিজের পর্যালোচনা তুলে ধরেছেন বিল গেটস।
তিনি বলেন, 'যদিও করোনাভাইরাসের নতুন কোনো ভ্যারিয়েন্ট যে কোন সময় দেখা দিতে পারে। করোনাভইরাস এখনও পর্যন্ত অন্য যে কোন ফ্লু ভাইরাসের চেয়ে ১০ গুন বেশি প্রাণঘাতী। সংক্রমণের কার্যকারিতা অর্ধেকে নামিয়ে আনবে টিকা। আর অন্য সব সাধারণ ভাইরসের মতোই থেকে যাবে এ ভাইরাসটি।
পৃথিবী এখন করোনাভাইরাসের যে কোন উদ্বেগজনক ভ্যারিয়ান্ট মোকাবেলায় আগের চেয়ে অনেক বেশি প্রস্তুত বলে আশাবাদী গেটস। তিনি বলেন,অমিক্রন ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বেগ দেখা দিলেও স্বাস্থ্য বিশেষজ্ঞরা এ বিষয়ে আরও বেশি জানতে দ্রুত ব্যবস্থা নিয়েছেন। ফলে টিকার কার্যকারিতা, সেই সঙ্গে আরও বেশি আগাম তথ্য পাবে বিশ্ব।
কেএফ/