সিগারেট নিষিদ্ধ করছে নিউ জিল্যান্ড
ভবিষ্যৎ প্রজন্মকে ধূমপানমুক্ত করতে সিগারেট বা তামাক বিক্রি নিষিদ্ধ করতে চলেছে নিউ জিল্যান্ড। ২০০৮ সালের পর জন্ম নেওয়া কেউই জীবদ্দশায় সিগারেট বা তামাকজাত দ্রব্য কিনতে পারবে না। আগামী বছর এ সংক্রান্ত আইন প্রণয়ন করা হবে। বৃহস্পতিবার এ ঘোষণা দেয়া হয়। বিবিসি জানায়।
দেশটির স্বাস্থ্যমন্ত্রী ডা. আয়েশা ভেরল বলেন, তরুণরা যেন কখনই ধূমপান শুরু করতে না পারে সেটা নিশ্চিত করতে চাই আমরা।
এ পদক্ষেপ কার্যকর করতে স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার ধূমপানের বিরুদ্ধে কঠোর অভিযানের ঘোষণা দেয়।
এদিকে এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন নিউ জিল্যান্ডের চিকিৎসক ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এর আওতায় তামাক বিক্রি এবং সিগারেটে নিকোটিনের মাত্রা কমানো হবে বলেও জানানো হয়।
ওটাগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জ্যানেট হুক বলেন, এ সিদ্ধান্ত মানুষকে ক্ষতিকারক পণ্য পরিহার করতে সাহায্য করবে। তরুণদের নিকোটিনে আসক্ত হওয়ার আশঙ্কাও কমাবে।
২০২৫ সালের মধ্যে ধূমপানের হার ৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্যে দৃঢ় প্রতিজ্ঞ নিউ জিল্যান্ড। চূড়ান্ত লক্ষ্য ধূমপান পুরোপুরি নির্মূল করা।
কেএফ/