রাশিয়ার দাবি ইউক্রেনে একদিনে ৪৩০ সেনা হতাহত

ছবি: সংগৃহীত
ইউক্রেনে একদিনে ৪৩০ জন সেনা হতাহত হয়েছে বলে দাবি করেছে রাশিয়া। শুক্রবার, ব্যাটলগ্রুপ সেন্টারের দায়িত্বাধীন এলাকায় এই হামলা চালানো হয় বলে জানিয়েছে মস্কোভিত্তিক রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস।
তাস-এর খবরে বলা হয়েছে, ব্যাটলগ্রুপ সেন্টারের প্রেস সেন্টারের প্রধান আলেকজান্ডার সাভচুক এক প্রেস ব্রিফিংয়ে জানান, ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর ৪৩০ জন সেনা হতাহত হয়েছে। এছাড়া, হামলায় একটি লেপার্ড ট্যাঙ্ক, সাতটি সামরিক যানবাহন ও ছয়টি কামান ধ্বংস করা হয়েছে, যার মধ্যে দুটি কামান ছিল পশ্চিমা দেশগুলোর তৈরি।
সাভচুক আরও দাবি করেন, রুশ বাহিনীর হামলায় একটি ইলেকট্রনিক যুদ্ধ স্টেশনও ধ্বংস হয়েছে। তিনি বলেন, ব্যাটলগ্রুপ সেন্টার শত্রু প্রতিরক্ষার গভীরে অগ্রসর হয়ে ডোনেটস্ক গণপ্রজাতন্ত্রের উসপেনোভকা বসতিটি মুক্ত করে নিয়েছে।
তিনি আরও জানান, জভেরেভো, নোভি ইকোনোমিচেস্কি, বোগদানোভকা, ইয়েলিজাভেটোভকা, ক্রাসনোআর্মেস্ক, কোটলিনো, লেনিনো, উদাচনি ও আলেক্সেয়েভকা এলাকায় ইউক্রেনীয় বাহিনীর অ্যাসল্ট রেজিমেন্ট, যান্ত্রিক ইউনিট, রেঞ্জার, বায়ুবাহিত অ্যাসল্ট ব্রিগেড এবং একটি ড্রোন সিস্টেম ব্রিগেডের উল্লেখযোগ্য পরিমাণ সেনাসদস্য ও সামরিক সরঞ্জাম ধ্বংস হয়েছে।
রাশিয়ার এসব দাবি নিরপেক্ষ সূত্র থেকে তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি।
