বুধবার, ৬ নভেম্বর ২০২৪ | ২১ কার্তিক ১৪৩১
Dhaka Prokash
Header Ad

নিজেকে বিজয়ী ঘোষণা করলেন ডোনাল্ড ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে পুনরায় নির্বাচিত হলেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। সব ভোট গণনা শেষের আগেই প্রাথমিক ফলাফল বিশ্লেষণে এ তথ্য জানিয়েছে ফক্স নিউজ। তাদের হিসাব-নিকাশ মতে, আর কোনোভাবেই কমলা হ্যারিসের এগিয়ে যাওয়ার সুযোগ নেই। ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউজে পা রাখবেন ডোনাল্ড ট্রাম্প।

সর্বশেষ খবরে সংবাদমাধ্যমটি জানিয়েছে, এখন পর্যন্ত ট্রাম্পের প্রাপ্ত ইলেকটোরাল কলেজ ভোটের সংখ্যা ২৭৭। অপরদিকে ডেমোক্রেটিক দলের প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ২২৬টি ভোট। দেশটিতে মোট ৫০টি অঙ্গরাজ্যে ৫৩৮টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। জিততে হলে ২৭০টি ইলেকটোরাল কলেজ ভোট পেতে হবে। তা ইতিমধ্যে ট্রাম্প নিশ্চিত করেছেন এবং আরও কিছু রাজ্যের ইলেকটোরাল কলেজ ভোট তার দখলে যাওয়ার খুব সম্ভাবনা তৈরি হয়েছে।

ফক্স নিউজের এই পূর্বাভাসের কিছুক্ষণ পরেই ভাষণ শুরু করেন ট্রাম্প। বিজয় ঘোষণা করে ট্রাম্প সবাইকে ধন্যবাদ দিয়ে ভাষণ শুরু করেন। ট্রাম্প ভাষণে বলেন, এটা আমাদের একটা চমৎকার মুহূর্ত। আমাদের দেশকে ঠিক করতে হবে। আমরা আজ রাতে ইতিহাস সৃষ্টি করেছি। সবাই ভেবেছিলেন আমরা করতে পারব না। এটা আমাদের রাজনৈতিক জয়।

এ ছাড়া ট্রাম্প বলেন, প্রতিটা শহরে আমি আপনাদের জন্য লড়াই করব। এটি হবে আমেরিকার স্বর্ণসুযোগ তৈরির সুযোগ। এ সময় তিনি মেইক আমেরিকা গ্রেট এগেইন বললে সমর্থকরাও একই স্লোগান দিতে থাকেন।

সুইং স্টেটগুলোর কথা উল্লেখ করে ট্রাম্প বলেছেন, নর্থ ক্যারোলিনা আমি ভালোবাসি, মিশিগান আমি আপনাদের ভালোবাসি। বিজয় ছাড়া আমাদের অন্য কোনো পথ ছিল না।

আমাদের চমৎকার অনুভূতি হচ্ছে বলে উল্লেখ করেছেন ট্রাম্প। ভাষণে তিনি তার স্ত্রী মেলানিয়া ট্রাম্পের কথাও বলেন। তার পাশে দাঁড়িয়ে থাকা মেলানিয়াকে এসময় তিনি ধন্যবাদ জানান। তিনি তার সন্তানদের কথাও উল্লেখ করেছেন ভাষণে।

ট্রাম্পের জয়ের খবরে বিভিন্ন রাজ্যে উৎসবে মেতেছেন তার সমর্থকরা। ট্রাম্পের নির্বাচনী প্রচারের প্রধান কার্যালয় থেকে বিবিসি জানিয়েছে, ফক্স নিউজ যখন প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্পের জয়ের অনুমান ঘোষণা করছিল তখন হলরুমে উপস্থিত সমর্থকরা উল্লাসে ফেতে পড়েন। তাদের কান ফাটানো জয় ধ্বনিতে এক অন্যরকম পরিবেশের সৃষ্টি হয়। এ সময় অনেক সমর্থক আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা একে অপরকে জড়িয়ে ধরে ট্রাম্পের নামে স্লোগান দিতে থাকেন।

অপরদিকে কমলা এখনও হাল ছাড়ছেন না। তার প্রচার শিবিরের সহসভাপতি সেড্রিক রিচমন্ড বলেন, 'আমাদের এখনও ভোট গণনা করা বাকি আছে। আমাদের এখনও এমন রাজ্য রয়েছে যেগুলোর ফল এখনও নিশ্চিত নয়। আমরা রাতেও লড়াই চালিয়ে যাব। যাতে প্রতিটি ভোট গণনা হয়। প্রতিটি কণ্ঠস্বর যাতে নিশ্চিত করা হয়। সুতরাং আপনি (সমর্থক) আজ রাতে ভাইস প্রেসিডেন্টের কাছ থেকে ভাষণ শুনতে পাবেন না। তবে আগামীকাল তিনি ভাষণ দেবেন।’

এদিকে নির্বাচনে উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কিছু রাজ্যে মোতায়েন করা হয়েছে স্নাইপার ইউনিট। রয়েছে কয়েক স্তরের গোয়েন্দা সতর্কতা। ভোট শেষেও বেশ কয়েক দিন এ ধরনের নজরদারি অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Header Ad

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দামকে টকশোতে আমন্ত্রণ, ক্ষেপলেন হাসনাত-সারজিস

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম (বামে), হাসনাত আব্দুল্লাহ এবং সারজিস আলম। ছবি কোলাজ: ঢাকাপ্রকাশ

জুলাই অভ্যুত্থানে হত্যাকাণ্ডের কারণে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি সাদ্দামকে নিজের টকশোতে আমন্ত্রণ জানিয়েছেন সাংবাদিক খালেদ মুহিউদ্দীন। আগামীকাল রাতে এই টকশো অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বুধবার (৬ নভেম্বর) নিজের ফেসবুক পেইজ ‘ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ থেকে আগামী ৭ নভেম্বর বাংলাদেশ সময় রাত ৯টায় এই টকশোর ঘোষণা দেন তিনি। নিজের পেইজের পোস্টটিতে খালেদ মুহিউদ্দীন লিখেছেন, ঠিকানায় খালেদ মুহিউদ্দীন টকশোতে মুখোমুখি নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন। সঙ্গে থেকে দেখুন ও মন্তব্য করুন।

তার এই ফেসবুক পোস্ট নিয়ে এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকে। সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে নিষিদ্ধ করা সংগঠন ছাত্রলীগের সভাপতিকে ‘প্রমোট’ করার মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের ‘শহীদদের রক্তের সঙ্গে খালেদ মহীউদ্দীন বেইমানি করছেন’ বলে দাবি করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সম্পাদক সারজিস আলম।

বুধবার (৬ নভেম্বর) নিজেদের ফেসবুক আইডিতে পৃথক পোস্টে এ বিষয়ে নিজেদের অবস্থান জানান এই দুই সমন্বয়ক।

হাসনাত আব্দুল্লাহ ফেসবুক পোস্টে লেখেন, 'নিষিদ্ধ সংগঠনের সভাপতিকে প্রমোট করার মধ্যে দিয়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের শহীদ ও জাতীয় বিপ্লব ও সংহতির সঙ্গে প্রতারণা করা হলো।'

সারজিস আলম লেখেন, 'খালেদ মহিউদ্দীন ভাই, এর পূর্বে কয়টা নিষিদ্ধ সংগঠনের লিডারদের সঙ্গে টকশো করেছেন? এটা আমাদের ২ হাজারের অধিক শহিদের সঙ্গে বেইমানি, অর্ধ-লক্ষ রক্তাক্ত ভাইবোনের রক্তের সাথে বেইমানি।'

Header Ad

প্রধান উপদেষ্টার সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রধান উপদেষ্টার সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার ও সফররত এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক পাওলা পামপোলিনি।

বুধবার (৬ নভেম্বর) দুপুরে ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে গিয়ে তারা সৌজন্যে সাক্ষাৎ করেছেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় তা জানানো হয়।

এতে বলা হয়, ইউরোপিয়ান এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক পাওলা পামপোলিনি এবং বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ও প্রতিনিধিদলের প্রধান মাইকেল মিলার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন।

Header Ad

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বরখাস্ত: স্থলাভিষিক্ত হলেন ইসরায়েল কাটজ

ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট। ছবি: সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টকে বরখাস্তের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (৫ নভেম্বর) সন্ধ্যায় পারস্পরিক বিশ্বাসের ঘাটতিকে কারণ হিসেবে উল্লেখ করে এ বরখাস্তের আদেশ দেন তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রকাশিত এক চিঠিতে জানানো হয়, গ্যালান্টের বরখাস্তের সিদ্ধান্তটি কার্যকর হবে চিঠি প্রাপ্তির ৪৮ ঘণ্টা পর।

ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল জানায়, প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্বে ইয়োভ গ্যালান্টের স্থলাভিষিক্ত হবেন বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ। এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ে কাটজের স্থলাভিষিক্ত হবেন গিডিয়ন সার।

নেতানিয়াহুর পাঠানো সংক্ষিপ্ত চিঠির শেষে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে গ্যালান্টের সেবার জন্য ধন্যবাদ জানানো হয়েছে। এই পদক্ষেপের মাধ্যমে দুই বছরের মধ্যে দ্বিতীয়বার গ্যালান্টকে প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে সরানো হলো। উল্লেখ্য, এর আগে ২০২৩ সালের মার্চ মাসেও গ্যালান্টকে বরখাস্ত করেছিলেন নেতানিয়াহু, যদিও এক মাসের মধ্যে তাকে পুনর্বহাল করা হয়।

২০২৩ সালের অক্টোবর মাসে দক্ষিণ ইসরায়েলে হামাসের ভয়াবহ হামলার সময় গ্যালান্ট প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। তৎকালীন উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেও নানা বিতর্ক এড়িয়ে গাজা উপত্যকায় যুদ্ধে নেতৃত্ব দেন তিনি। এ সময়ে ইসরায়েল দক্ষিণ লেবাননে স্থল অভিযান শুরু করে, যার ফলে ইসরায়েলি সেনাদেরও ব্যাপক হতাহত হওয়ার ঘটনা ঘটে।

নেতানিয়াহুর সাম্প্রতিক এই পদক্ষেপে ইসরায়েলের প্রতিরক্ষা ও কূটনৈতিক মন্ত্রণালয়ে একটি নতুন অধ্যায়ের সূচনা হলো বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

Header Ad

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দামকে টকশোতে আমন্ত্রণ, ক্ষেপলেন হাসনাত-সারজিস
প্রধান উপদেষ্টার সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বরখাস্ত: স্থলাভিষিক্ত হলেন ইসরায়েল কাটজ
পাকিস্তান সিরিজে অস্ট্রেলিয়ার নতুন অধিনায়ক জস ইংলিস
'বন্ধু' ট্রাম্পকে অভিনন্দন জানালেন মোদি
প্লাস্টিকের উৎপাদন বন্ধ করতে হবে: উপদেষ্টা রিজওয়ানা হাসান
শুক্র ও শনিবারেও পরিবহন সেবা পাবে কুবি শিক্ষার্থীরা
চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযান: ৬টি গোডাউন সিলগালা ও জরিমানা
বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ঘোষণা
ভারতে পালানোর সময় বেনাপোলে ভোলার যুবলীগ নেতা আটক
রিপাবলিকান পার্টির 'নতুন তারকা' ইলন মাস্ক: ট্রাম্প
ঢাকায় রাস্তা ও ফুটপাতে দোকান বসানোর নিষেধাজ্ঞা: চাঁদাবাজি দমনে কঠোর ব্যবস্থা গ্রহণের আশ্বাস
যুক্তরাষ্ট্রের নির্বাচনে টানা চতুর্থবার জয় পেলেন ফিলিস্তিনি বংশোদ্ভূত নারী
‘তাপস যদি বিপথগামী হয়েই থাকে তার জন্য শেখ হাসিনা দায়ী’
আদানির সঙ্গে সব চুক্তি বাতিল চেয়ে সরকারকে লিগ্যাল নোটিশ
ধানমন্ডি থেকে আমির হোসেন আমু গ্রেপ্তার
নিজেকে বিজয়ী ঘোষণা করলেন ডোনাল্ড ট্রাম্প
জয়ের পথে ডোনাল্ড ট্রাম্প
সন্ধ্যার মধ্যে আট অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস
১৭ বছর পর আবারও শুরু হচ্ছে আফ্রো-এশিয়া কাপ