ইউক্রেন আক্রমণের ভুয়া খবর ব্লুমবার্গে
রাশিয়া ইউক্রেন আক্রমণ করেছে এমন একটি ভুয়া খবর প্রকাশিত হয়েছে সংবাদ সংস্থা ব্লুমবার্গের নিউজ পোর্টালে। ৫ ফেব্রুয়ারি স্থানীয় সময় মধ্যরাতে এ সংবাদ শিরোনামটি প্রকাশ করা হয়। যেটি তাদের হোমপেজে প্রায় আধা ঘণ্টা ছিল। পরে ভুল স্বীকার করে খবরটি মুছে ফেলে ব্লুমবার্গ। খবর রাশিয়া টুডের।
সংবাদ সংস্থাটি ভুল স্বীকার করে বলেছে যে, তারা বিভিন্ন ইস্যুতে সংবাদ শিরোনাম প্রস্তুত করে রাখে। 'রাশিয়া ইউক্রেন আক্রমণ করেছে' এটি হতে পারে তেমন একটি বিষয়। তবে অসাবধানতাবশত সেটা প্রকাশিত হয়েছিল। ব্লুমবার্গ লেখে, 'আমরা ত্রুটির জন্য গভীরভাবে অনুতপ্ত। শিরোনামটি সরানো হয়েছে এবং আমরা কারণটি তদন্ত করছি।'
রাশিয়া-ইউক্রেন ইস্যুতে বিরাজমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে ভুলবসত এমন একটি খবর প্রকাশ করল সংবাদ সংস্থাটি। যদিও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কোন প্রকার আগ্রাসন চালানর কথা অস্বীকার করে আসছেন।
এমন পরিস্থিতিতে পশ্চিমা বিশ্ব ইউক্রেনের সমর্থনে ইউরোপে অতিরিক্ত তিন হাজার ন্যাটো সেনা মোতায়েন করেছে। এদিকে, সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়া–ইউক্রেন সীমান্তে তাদের সামরিক শক্তি (সৈন্য ও যুদ্ধসরঞ্জাম) অনেক গুণ বাড়িয়েছে।
অন্যদিকে, চীন সফররত পুতিন ইউক্রেন নিয়ে পশ্চিমাদের সঙ্গে উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে চীনের সমর্থন পেয়েছে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের মধ্যে শুক্রবার (৪ ফেব্রুয়ারি) বেইজিংয়ে বৈঠকের পর এশিয়া ও ইউরোপে যুক্তরাষ্ট্রের প্রভাবকে 'নেতিবাচক' উল্লেখ করে ওয়াশিংটনের সমালোচনা করে দেশ দুটি।
কেএফ/