শনিবার, ৯ নভেম্বর ২০২৪ | ২৪ কার্তিক ১৪৩১
Dhaka Prokash
Header Ad

এনডিএ বৈঠকে নীতিশ-নায়ডু'র সমর্থন, তৃতীয়বার প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদি

ছবি: সংগৃহীত

ভারতের লোকসভা নির্বাচনে এবার একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। এমন পরিস্থিতিতে সরকার গঠনের জন্য জোটসঙ্গীদের ওপরই নির্ভর করতে হচ্ছে নরেন্দ্র মোদিকে। বিশেষ করে নিতীশ কুমার, চন্দ্রবাবু নাইডুর মতো নেতাদের কদর বেড়েছে মোদির কাছে। আর তারাও মোদিকে নিরাশ করেননি। বিজেপির সঙ্গে জোটবদ্ধ হয়ে সরকার গড়তে তেলেগু দেশম পার্টি (টিডিপি) ও জেডইউ সম্মতিপত্রে স্বাক্ষর করেছে।

বুধবার (৫ জুন) হিন্দুস্তান টাইমসসহ একাধিক ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ভারতের নির্বাচন কমিশনের ফলাফলে দেখা গেছে, এবারের নির্বাচনে মোদির ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এককভাবে ২৪০টি আসন পেয়েছে। অন্যদিকে বিরোধী কংগ্রেস পেয়েছে ৯৯টি আসন। সংবিধান অনুযায়ী ভারতে সরকার গঠনের জন্য কোন দলকে ২৭২টি আসনে জিততে হয়। তাই সরকার গঠনের জন্য জোট গড়তে তোড়জোড় শুরু করে দলগুলো।

এ অবস্থায় ভারতের রাজনীতিতে হঠাৎ গুরুত্বপূর্ণ হয়ে উঠেন মোদির জোটের বিহারভিত্তিক জনতা দল ইউনাইটেডের প্রধান নেতা নীতিশ কুমার ও তেলেগু দেশম পার্টির প্রধান চন্দ্রবাবু নাইডু।

এই দুই নেতাকে নিজেদের জোটে টানতে তাদের নিয়ে একরকম টানাটানি শুরু হয়। একদিকে ইন্ডিয়া জোট অন্যদিকে এনডিএ। দুই পক্ষই তাদের জোটে ভেড়াতে চাইছে।

নির্বাচনের ফলাফল অনুযায়ী, চন্দ্রবাবু নাইডুর দল পেয়েছে ১৬টি আসন। অন্যদিকে নীতিশের দল পেয়েছে ১২ টি আসন। দুই দল মিলিয়ে ২৮টি আসন। অতীতেই তাদের দল বদলের ইতিহাস রয়েছে।

ভারতীয় গণমাধ্যম বলছে, বিজেপির নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোটের (এনডিএ) সিনিয়র নেতারা বুধবার নয়াদিল্লিতে একটি বৈঠকে মিলিত হন। লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার একদিন পর এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক সূত্র বলেছে, নরেন্দ্র মোদিকে সমর্থনের ঘোষণা দিয়েছে টিডিপি ও জেডিইউ নেতারা। ফলে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ।

এরই মধ্যে তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শনিবার (৮ জুন) শপথ নেবেন নরেন্দ্র মোদি। এর মধ্যদিয়ে কংগ্রেস নেতা জওহরলাল নেহরুর পর টানা তৃতীয়বার দেশটির প্রধানমন্ত্রী হচ্ছেন তিনি। এরই মধ্যে দিল্লির রাষ্ট্রপতি ভবনে প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করে পদত্যাগপত্র জমা দিয়েছেন মোদি।

Header Ad

রিমান্ডে অসুস্থ জুনাইদ আহমেদ পলক, হাসপাতালে ভর্তি

জুনাইদ আহমেদ পলক। ছবি: সংগৃহীত

যাত্রাবাড়ী থানার এক হত্যা মামলায় রিমান্ডে থাকা সাবেক তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

শনিবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে তাঁকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জুনায়েদ আহমেদ পলককে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেলে আনা হয়েছে। তিনি যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় রিমান্ডে ছিলেন। বর্তমানে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন আছেন তিনি।

গত ১৪ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর খিলক্ষেত থানার নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকাবস্থায় সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে গ্রেপ্তার করা হয়। পরদিন রাজধানীর পল্টনে কামাল মিয়া নামে এক রিকশাচালক হত্যা মামলায় তার ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এরপর অন্য মামলায়ও গ্রেপ্তার দেখানো হয় তাকে, নেওয়া হয় আবারো রিমান্ডে।

Header Ad

বাংলাদেশিদের জন্য ভারতে লালগালিচা বিছিয়ে রেখেছেন তিনি: অমিত শাহ

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: সংগৃহীত

জেএমএম নেতৃত্বাধীন জোট বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জন্য রাজ্যে লালগালিচা বিছিয়ে রেখেছেন। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনের সরকারকে উদ্দেশ্যে করে এসব কথা বলেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, ৮১ সদস্যের ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচন এই মাসেই অনুষ্ঠিত হবে। এর আগে প্রচারে ব্যস্ত সব দলের নেতারা। তাতে আসছেন কেন্দ্রীয় নেতারাও। আগামী ১৩ ও ২০ নভেম্বর এই ভোট হবে। গণনা করা হবে আগামী ২৩ নভেম্বর।

শনিবার (৯ নভেম্বর) নির্বাচনী প্রচারে এসে ঝাড়খণ্ডের বর্তমান মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনের সরকারকে এক হাত নিলেন কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি অভিযোগ করে বলেন, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জন্য ভারতে লালগালিচা বিছিয়ে রেখেছেন হেমন্ত সরেনের সরকার। বিজেপি ক্ষমতায় এলে এসব অনুপ্রবেশকারীদের বিতাড়িত করবে।

পটকা এলাকার র‍্যালিতে অমিত শাহ বলেন, ঝাড়খণ্ড মুক্তি মোর্চার (জেএমএম) জোট সরকার বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জন্য লালগালিচা বিছিয়ে রেখেছে। আর তারা এসে এখানে স্থায়ী হয়ে জায়গা-জমি দখল করে নিচ্ছে। এ ছাড়া চাকরিও নিয়ে নিচ্ছে তারা। আর করে যাচ্ছে সরকারবিরোধী সব কার্যক্রম। বিজেপিকে ক্ষমতায় আসতে দিন। এদের সবাইকে তাড়িয়ে দেব। সীমান্ত দিয়ে একটি পাখিও আসতে পারবে না।

ঝাড়খণ্ড মুক্তি মোর্চার (জেএমএম) জোট সরকারকে দুর্নীতিগ্রস্ত বলেও মন্তব্য করেন অমিত শাহ।

Header Ad

আ.লীগ প্রতিরোধে একই স্থানে বৈষম্যবিরোধী ছাত্রদের পাল্টা কর্মসূচি

ছবি: সংগৃহীত

গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে রোববার (১০ সেপ্টেম্বর) রাজধানীতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল কর্মসূচির ঘোষণার পর, এবার সেই কর্মসূচির প্রতিবাদ ও স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবিতে একইস্থানে পাল্টা গণজমায়েতের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

শনিবার (৯ নভেম্বর) রাত ৮টার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসানাত আব্দুল্লাহ তার ভেরিফায়েড ফেসবুক পেইজে এই কর্মসূচি ঘোষণা করেন।

তিনি ফেইসবুকে লিখেছেন, রোববার (১০ নভেম্বর) পতিত স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবিতে গুলিস্তান জিরোপয়েন্ট গণজমায়েত অনুষ্ঠিত হবে।

এর আগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগকে ইঙ্গিত করে স্ট্যাটাস দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি তার ভেরিফায়েড ফেসবুকে লিখেছেন, গণহত্যাকারী / নিষিদ্ধ সংগঠনের কেউ কর্মসূচি করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নিবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এ প্রসঙ্গে কথা বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও। তিনি বলেছেন, দেশের ভেতর আওয়ামী লীগের সভা, সমাবেশ এমনকি কোনো ধরনের মিছিল করার কোনো সুযোগ নেই।

Header Ad

সর্বশেষ সংবাদ

রিমান্ডে অসুস্থ জুনাইদ আহমেদ পলক, হাসপাতালে ভর্তি
বাংলাদেশিদের জন্য ভারতে লালগালিচা বিছিয়ে রেখেছেন তিনি: অমিত শাহ
আ.লীগ প্রতিরোধে একই স্থানে বৈষম্যবিরোধী ছাত্রদের পাল্টা কর্মসূচি
ষড়যন্ত্র রুখতে ভোটের অধিকার নিশ্চিত করতে হবে: তারেক রহমান
ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৩৪
আফগানিস্তানকে ২৫৩ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ
গাইবান্ধায় জিইউকে রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ উদ্বোধন
তারেক রহমানের ৩১ দফা অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হবে: টুকু
তৌহিদ আফ্রিদির সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন দীঘি
‘নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হাতে নিহত ৮৬ জন’
সাফ চ্যাম্পিয়নদের দেড় কোটি টাকা পুরস্কার ঘোষণা বাফুফের
নওগাঁয় যুবদলের র‌্যালিতে নেতাকর্মীদের ঢল
আ.লীগের তৈরি জঞ্জাল সরিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়ব: মির্জা ফখরুল
মুশফিকের চোট নিয়ে আরও এক দুঃসংবাদ পেল বাংলাদেশ
আ. লীগ সমাবেশ করার চেষ্টা করলে কঠোর হাতে দমন করা হবে: শফিকুল আলম
রিমান্ড শেষে কারাগারে পলক, ইনু ও মেনন
টাঙ্গাইলে সাদপন্থীদের ৩ দিনব্যাপি ইজতেমা শুরু
একই সাথে মঞ্চ মাতাবেন জেমস, হাসান, মাইলস ও দলছুট
‘গণতন্ত্র পুনরুদ্ধারে’ সমবেত হওয়ার ডাক আওয়ামী লীগের
আজ সিরিজ বাঁচানোর লড়াই বাংলাদেশের, দেখে নিন সম্ভাব্য একাদশ