পাকিস্তানে নির্বাচনে কারচুপির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাবে পিটিআই
ছবি: সংগৃহীত
পিটিআই নেতা শের আফজাল মারওয়াত বলেছেন, ‘পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে বড় ম্যান্ডেট চুরির’ বিরুদ্ধে দলটি ১৮৪(৩) ধারার এখতিয়ারের অধীনে সুপ্রিম কোর্টে যাবে।
আদিয়ালা কারাগারের বাইরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, কারাবন্দি দলের প্রধান ইমরান খানের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। ‘আমরা জাতিকে অনুরোধ করছি এই কার্যক্রমগুলিকে সাবধানতার সাথে দেখতে এবং সেখানে আমাদের সাথে কী আচরণ করা হয় তা দেখতে।’
তিনি দাবি করেছিলেন যে আজকাল ‘আদালতে ন্যায়বিচারের অভাব’ রয়েছে। মারওয়াত যোগ করেছেন, ‘যারা ন্যায়বিচারের জন্য আদালতে যায় তাদের হয় তুলে নেয়া হয় বা তাড়িয়ে দেয়া হয় এবং তারপরে তাদের অন্যদের জন্য উদাহরণ হিসাবে দেখানো হয়,’ মারওয়াত যোগ করেছেন।
এদিকে, রাওয়ালপিন্ডিতে মিডিয়ার সাথে কথা বলার সময়, পিটিআই সিনেটর আলী জাফর বলেছেন: ‘আমি গুরুত্বপূর্ণ তথ্য দিতে চাই যা খান সাহেব (ইমরান) বলেছেন। তার পক্ষ থেকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলে একটি চিঠি দেয়া হবে।’
তিনি বলেন, আইএমএফ, ইউরোপীয় ইউনিয়ন এবং অন্যান্য সংস্থার একটি সনদ রয়েছে যাতে বলা হয়েছে যে কোন দেশে কাজ করতে বা ঋণ দেয়ার জন্য সুশাসন প্রয়োজন। ‘সুশাসনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হল গণতন্ত্র,’ তিনি বলেছিলেন।
তিনি আরও বলেন, ৮ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট ‘রাতের আঁধারে’ চুরি করা হয়েছে।
তিনি বলেন, নির্বাচন যদি অবাধ ও সুষ্ঠু না হয়, তাহলে কোনো সংস্থাই এমন দেশকে ‘ঋণ’ দেয়া এড়াবে। ‘কারণ সেই ঋণ জনগণের উপর আরও বোঝা চাপাবে,’ তিনি বলেছিলেন। তিনি বলেন, দলটি নির্বাচনের ফলাফলের অডিট চায় এবং এই শর্তটি আইএমএফের সামনে রাখা হবে। সূত্র : ডন।