বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫ | ২৮ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

গাজার আবারও শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় নিহত ৫১

ফাইল ছবি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের মাগাজি শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ৫১ জন নিহত হয়েছেন। এছাড়া নিহতদের বেশিরভাগই নারী ও শিশু বলে জানা গেছে। গত কয়েকদিনে গাজার শরণার্থী শিবিরগুলোতে ইসরায়েল দফায় দফায় হামলা চালিয়েছে এবং সর্বশেষ শনিবার (৪ নভেম্বর) রাতে এই হামলার ঘটনা ঘটল।

এর আগে আল জাজিরার খবরে বলা হয়, শনিবার রাতে হামলায় দুটি আবাসিক বাড়ি ব্যাপকভাবে ধ্বংস হয়ে গেছে।

এদিকে গাজায় যুদ্ধবিরতির জন্য বাইডেনের ওপর চাপ বাড়ছে। শনিবার হাজার হাজার মানুষ মধ্য ওয়াশিংটন, ডিসিতে জড়ো হয়। তারা ফ্রিডম স্কয়ারে মিলিত হয়। বেশ কয়েকটি বক্তৃতা হয় এবং তারপর হোয়াইট হাউসের দিকে প্রায় ২ কিলোমিটার মিছিল করে।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধে ‘মানবিক বিরতি’ নিশ্চিত করার ক্ষেত্রে অগ্রগতি হয়েছে।

খবরে বলা হয়েছে, তার পররাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্যে একই ইস্যুতে কাজ করছেন।

এ বিষয়ে কোনো অগ্রগতি হয়েছে কি না জানতে চাইলে বাইডেন ডেলাওয়্যারের একটি গির্জা থেকে বের হয়ে গাড়িতে ওঠার আগে থাম্বআপ দিয়ে ‘হ্যাঁ সূচক’ উত্তর দেন। তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি।

Header Ad
Header Ad

নওগাঁ মেডিকেল কলেজ নিয়ে ষড়যন্ত্র বন্ধ ও স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবি

ছবি : ঢাকাপ্রকাশ

নওগাঁ মেডিকেল কলেজ বন্ধের ‘ষড়যন্ত্রের’ প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীদের উদ্যোগে মেডিকেল কলেজ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুক্তির মোড়ে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে মুক্তির মোড়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও ছাত্র-জনতার সমন্বয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

ছবি : ঢাকাপ্রকাশ

মানববন্ধনে বক্তারা জানান, ২০১৮ সালে প্রতিষ্ঠিত নওগাঁ মেডিকেল কলেজ চালুর পর থেকে সবসময় প্রশংসনীয় ফলাফল অর্জন করেছে। বড় মেডিকেল কলেজগুলোর মতো প্রায় সব সুবিধা থাকা সত্ত্বেও শুধু স্থায়ী ক্যাম্পাস না থাকার কারণে এটি বন্ধ করার নানা অপচেষ্টা চলছে।

শিক্ষার্থীরা দ্রুত স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবি জানিয়ে ষড়যন্ত্র বন্ধ করার আহ্বান জানান।

Header Ad
Header Ad

চুয়াডাঙ্গায় ১ লাখ ৪৭ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস ক্যাপসুল

সাংবাদিক সম্মেলন। ছবি: ঢাকাপ্রকাশ

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় চুয়াডাঙ্গায় আগামী ১৫ মার্চ ১ লাখ ৪৭ হাজার ৯৩০ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এই কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা সিভিল সার্জনের সম্মেলন কক্ষে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

সিভিল সার্জন কার্যালয়ের নিউট্রিশন ইন্টারন্যাশনালের জেলা সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন সাংবাদিকদের জানান, ১৫ মার্চ থেকে চুয়াডাঙ্গা জেলার ৪টি উপজেলায় এবং ৪টি পৌরসভায় মোট ১৭ হাজার ৩৬৩ জন ৬ থেকে ১১ মাস বয়সী এবং ১ লাখ ৩০ হাজার ৫৬৭ জন ১ থেকে ৫ বছর বয়সী শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল দেওয়া হবে।

এটি সফলভাবে বাস্তবায়ন করতে ৮৯৬টি আউটরীচ এবং ১০টি স্থানীয় টিকাদান কেন্দ্রে মোট ১ হাজার ৮১২ জন স্বেচ্ছাসেবক, ২৭১ জন সরকারি ও বেসরকারি কর্মী এবং ১১৮ জন প্রথম সারির তত্ত্বাবধায়ক কাজ করবেন। এই কর্মসূচি জাতীয় পুষ্টি সেবা, স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বাস্তবায়ন করছে।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. হাদী জিয়াউদ্দিন আহমেদ, মেডিকেল অফিসার ডা. সাজিদ হাসান, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজীব হাসান কচি, সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, জেলা প্রেসক্লাবের সভাপতি মানিক আকবার এবং সহকারী স্টোর কিপার রেহানা খাতুনসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

Header Ad
Header Ad

টাঙ্গাইলে ‘বঙ্গবন্ধু সেনানিবাস ও বঙ্গবন্ধু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ’র নাম পরিবর্তন

ছবি : ঢাকাপ্রকাশ

টাঙ্গাইলের ভূঞাপুরে অবস্থিত বঙ্গবন্ধু সেনানিবাস ও বঙ্গবন্ধু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের নাম পরিবর্তন করে নতুন নামকরণ করা হয়েছে যমুনা সেনানিবাস এবং যমুনা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ।

গত সোমবার (১০ মার্চ) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ উদ্দিন স্বাক্ষরিত পত্রে এই তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর পরিবারের সদস্য বা তাঁর সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের নামে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর আওতাধীন ১৬টি সংস্থা, প্রতিষ্ঠান এবং স্থাপনার নাম বাতিল করে নতুন নামকরণ করা হয়েছে। প্রতিরক্ষা উপদেষ্টার অনুমোদনের পরিপ্রেক্ষিতে এই পরিবর্তন কার্যকর করা হয়েছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

নওগাঁ মেডিকেল কলেজ নিয়ে ষড়যন্ত্র বন্ধ ও স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবি
চুয়াডাঙ্গায় ১ লাখ ৪৭ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস ক্যাপসুল
টাঙ্গাইলে ‘বঙ্গবন্ধু সেনানিবাস ও বঙ্গবন্ধু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ’র নাম পরিবর্তন
নরপশুদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে: মির্জা ফখরুল
বাংলাদেশ নিয়ে ভারতের মন্তব্য সার্বভৌমত্বে আঘাতের শামিল: পররাষ্ট্র মন্ত্রণালয়
হিন্দি ভাষায় দুটি রবীন্দ্রসঙ্গীত গাইতে ৩ কোটি টাকা চাইলেন অরিজিৎ সিং
দিল্লির হোটেলে ব্রিটিশ নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার দুই
প্রাথমিকের ৩০ হাজার প্রধান শিক্ষক পাবেন দ্বিতীয় শ্রেণির মর্যাদা
মাগুরার সেই শিশুর মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
সচিবালয় ও শাহবাগসহ আশপাশে মিছিল-গণজমায়েত নিষিদ্ধ
মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশুটি মারা গেছে
সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়ল আরও ২ মাস
পুলিশ তো মানুষের শত্রু নয়, আমাদের কাজ করতে দেন: আইজিপি
চট্টগ্রামে কোচিংয়ে যাওয়ার পথে বাসচাপায় ভাই-বোনসহ নিহত ৩
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হলেন কুমিল্লার আমিন উর রশিদ ইয়াছিন  
ইফতারে খাবার কম: সংঘর্ষে সাংবাদিকসহ আহত ৬  
দুই উপদেষ্টার হস্তক্ষেপে মুচলেকা দিয়ে ধানমন্ডিতে আটক যুবককে ছাড়লো পুলিশ
একসঙ্গে চারবার হার্ট অ্যাটাক করেছে মাগুরার সেই শিশু  
লিবিয়ায় আটকে পড়া ১৭৬ বাংলাদেশি ফিরছেন আজ  
পাকিস্তানে জিম্মি ট্রেনের সব যাত্রী উদ্ধার, ২৮ সৈন্য নিহত