ইথিওপিয়ায় বিমান হামলায় নিহত ৫৬
ইথিওপিয়ার টিগ্রে এলাকায় বিমান হামলায় ৫৬ জন নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন অন্তত ৩০ জন।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন সাহায্যকর্মী জানান, ইরিত্রিয়া সীমান্তবর্তী উত্তরাঞ্চলীয় ডেডেবিট শহরটিতে শুক্রবার রাতে এ হামলা চালানো হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে হতাহতদের মধ্যে বস্তুচ্যুতদের একটি ক্যাম্পের লোকজন ও শিশু রয়েছে।
টিগ্রে পিপলস লিবারেশন ফ্রন্টের (টিপিএলএফ) মুখপাত্র গেটাছিও রেডা শনিবার এক টুইট বার্তায় জানান, দেশটির সরকার ডেডেবিট শহরে বাস্তুচ্যুতদের একটি ক্যাম্পে এ হামলা চালিয়েছে।
এ ঘটনার পর দেশটির সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল গেটনেট অ্যাডানে এবং সরকারের মুখপাত্র লেজেসি টুলু তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হাননি। প্রধানমন্ত্রী অ্যাবিই আহমেদের মুখপাত্র বিলেনে সেয়ামও এ ব্যাপারে কোনো কথা বলতে রাজি হননি।
দেশটিতে সরকারের সঙ্গে ১৪ মাস ধরে জনগণের সংঘর্ষ চলছে। এর মধ্যে সাধারণ মানুষের ওপর কোনো হামলার দায় স্বীকার করেনি সরকার।
এ হামলার আগেই বিরোধী দলীয় কয়েকজন নেতাকে জেল থেকে মুক্তি দেয় সরকার। আলোচনার মাধ্যমে দেশটির চলমান সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দেয়।
গত ১৮ অক্টোবর থেকে এ পর্যন্ত টিগ্রে এলাকায় বিমান হামলায় ১৪৬ জন নিহত ও ২১৩ জন আহত হয়েছেন।
এসএন