বুধবার, ১২ মার্চ ২০২৫ | ২৭ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

মোদীকে হোয়াইট হাউজে ট্রাম্পের আমন্ত্রণ, আগামী সপ্তাহেই বৈঠক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আগামী সপ্তাহে হোয়াইট হাউসে বৈঠকের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। হোয়াইট হাউজের এক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন।

যুক্তরাষ্ট্রের একটি সামরিক উড়োজাহাজে করে অবৈধ ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠানোর কয়েক ঘণ্টা পরেই এই তথ্য জানা গেলো।

এই বৈঠক দেশ দুটির দ্বিপাক্ষিক বাণিজ্য ও কৌশলগত সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। কারণ, ভারতীয় পণ্যেও সমান শুল্ক আরোপে ট্রাম্পের হুমকি নিয়ে যথারীতি দুশ্চিন্তায় পড়েছে মোদী সরকার।

কয়েকটি সূত্র জানিয়েছে, ওয়াশিংটন ডিসিতে ‘দুই বন্ধুর’ বৈঠক হতে পারে। সূত্র জানিয়েছে, মোদি ফ্রান্স সফর শেষ করে আগামী ১২ ফেব্রুয়ারি সন্ধ্যায় ওয়াশিংটন ডিসিতে পৌঁছাবেন। এরপর ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সেখানে থাকবেন। আমেরিকান কর্পোরেট নেতা ও ভারতীয় বিভিন্ন সম্প্রদায়ের সঙ্গেও তিনি দেখা করবেন।

এর আগে গত সপ্তাহে ট্রাম্প সাংবাদিকদের বলেন, মোদির সঙ্গে আমার দীর্ঘ সময় আলোচনা হয়েছে। তিনি সম্ভবত ফেব্রুয়ারিতেই হোয়াইট হাউসে আসছেন। আমাদের ভারতের সঙ্গে খুব ভালো সম্পর্ক রয়েছে।

অবৈধ অভিবাসীদের বিতাড়িত, বিভিন্ন দেশে শুল্কারোপের অঙ্গীকার নিয়ে দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় বসেছেন ডোনাল্ড ট্রাম্প। এরইমধ্যে কানাডা, মেক্সিকো ও চীনের পণ্যের ওপর শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। যদিও কানাডা ও মেক্সিকোর ওপর ট্রাম্পের শুল্কারোপ এক মাসের জন্য স্থগিত করা হয়েছে। এ ছাড়া ইউরোপীয় ইউনিয়ন ও দক্ষিণ আফ্রিকার ওপরও শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প।

ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের ক্ষমতায় আসার পর সবেচেয়ে বেশি আলোচনা হচ্ছে ভারত-যুক্তরাষ্ট্রের সম্পর্ক নিয়ে। ট্রাম্পের প্রথম মেয়াদে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক চমৎকার ছিল। বিশেষ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক ছিল চোখে পড়ার মতো। তবে ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় এসে অবৈধ অভিবাসী ও শুল্কারোপের যে ঘোষণা দিয়েছেন তার মধ্যে ভারতও পড়ে।

তবে পরিস্থিতি সামাল দিতে এরইমধ্যে অবৈধ ১৮ হাজার অভিবাসীকে নিতে সম্মত হয়েছে ভারত। যুক্তরাষ্ট্রও ইতোমধ্যে ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠানো শুরু করেছে। অন্যদিকে বাণিজ্যযুদ্ধ এড়াতে ভারত এরইমধ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন পণ্যের ওপর শুল্ক কমিয়েছে।

ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যযুদ্ধ এড়াতে ভারত অন্য দেশের তুলনার যথেষ্ট করছে। নাম প্রকাশে অনিচ্ছুক ভারতীয় কর্মকর্তারা বলেছেন, ভারত-যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য, প্রতিরক্ষা ও তথ্যপ্রযুক্তি শেয়ারের সম্পর্ক জোরদারে তারা আগ্রহী।

 

Header Ad
Header Ad

নওগাঁয় আগামী শনিবার খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

ছবি : ঢাকাপ্রকাশ

নওগাঁ জেলার ১১ উপজেলায় আগামী শনিবার (১৫ মার্চ) ৩ লাখ ৫৭ হাজার ৬৭৭ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের এই ভিটামিন খাওয়ানোর কর্মসূচি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে।

নওগাঁ জেলার ১১টি উপজেলার মোট ২ হাজার ৪৪১টি কেন্দ্রে এই ক্যাম্পেইন পরিচালিত হবে। বুধবার (১২ মার্চ) দুপুরে নওগাঁর সিভিল সার্জন আমিনুল ইসলাম তাঁর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন মুনীর আলী আকন্দ, স্বাস্থ্য কর্মকর্তা আশীষ কুমার সরকারসহ অন্যান্য কর্মকর্তারা।

Header Ad
Header Ad

অন্তর্বর্তী সরকারের কোনো নির্বাচনই বিশ্বাসযোগ্য হবে না: জিএম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। ছবি: সংগৃহীত

বর্তমান অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কোনো নিরপেক্ষ নির্বাচন আয়োজনের সক্ষমতা নেই বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। তিনি বলেন, সাধারণ মানুষের বিশ্বাস এই সরকার গ্রহণযোগ্য নির্বাচন করতে পারবে না। এই সরকারের কোনো নির্বাচনই বিশ্বাসযোগ্য হবে না।

বুধবার (১২ মার্চ) দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ কথা বলেন।

জিএম কাদের অভিযোগ করে বলেন, জাতীয় পার্টির প্রতি বৈষম্যমূলক আচরণ করার ফলে সরকার নিরপেক্ষতা হারিয়েছে। এছাড়া, মিছিল, সমাবেশ, ইফতার অনুষ্ঠানসহ সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত হওয়া নিয়ে সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন তিনি।

দেশের বর্তমান পরিস্থিতিকে ‘স্মরণকালের সবচেয়ে ভয়াবহ’ বলে বর্ণনা করে জিএম কাদের বলেন, “ঢালাওভাবে সবাইকে আওয়ামী লীগের দোসর বানিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল ভেঙে দেওয়া হয়েছে। নিরাপত্তারক্ষীদের জীবনেরই নিরাপত্তা নেই। এমন ভয়ার্ত পরিস্থিতি স্মরণকালে নেই বললেই চলে।”

আওয়ামী লীগ সরকার রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান অপব্যবহার করেছিল মন্তব্য করে তিনি বলেন, “অন্যায়-অবিচার, দুর্নীতি ও দুঃশাসন টিকিয়ে রাখতে আওয়ামী লীগ সরকার আইনশৃঙ্খলা বাহিনীসহ অন্যান্য প্রতিষ্ঠানসমূহকে অপব্যবহার করেছিল। ফলে জনস্বার্থে এগুলোর ভূমিকা প্রশ্নবিদ্ধ ছিল।

“কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, বর্তমান সরকার রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানকে হয় ভেঙেচুরে তছনছ করে ফেলেছেন, অথবা পূর্বের আওয়ামী লীগ সরকারের ন্যায় একইভাবে অপব্যবহার করছেন। এক কথায় প্রতিষ্ঠানসমূহের ধ্বংসের ধারাবাহিকতা অপরিবর্তিত আছে।”

Header Ad
Header Ad

মসজিদে তিন জনকে কুপিয়ে হত্যার প্রধান আসামি গ্রেফতার

প্রধান আসামি মো. হোসেন সরদার। ছবি: সংগৃহীত

মাদারীপুরে মসজিদে ঢুকে তিন সহদরকে কুপিয়ে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি মো. হোসেন সরদার (৬০) ও তার সহযোগী সুমন সরদারকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮। বুধবার (১২ মার্চ) দুপুরে র‌্যাব-৮ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃত হোসেন সরদার মাদারীপুর সদর থানার খোয়াজপুর এলাকার মৃত আছমত আলী হাওলাদারের ছেলে এবং নিহতদের চাচা। তার সহযোগী সুমন সরদার বাবলাতলা এলাকার হাছেন সরদারের ছেলে।

র‌্যাবের তথ্য অনুযায়ী, বালুর ব্যবসা নিয়ে বিরোধের জেরে গত ৮ মার্চ হোসেন সরদারের নেতৃত্বে অর্ধশতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে সাইফুল সরদারের বাড়িতে হামলা চালায়। সাইফুল সরদার ও তার দুই ভাই আতাউর সরদার ও পলাশ সরদার প্রাণ বাঁচাতে মসজিদে আশ্রয় নেন। কিন্তু হামলাকারীরা মসজিদে ঢুকে তাদের কুপিয়ে আহত করে।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সাইফুল সরদার (৩৩) ও আতাউর সরদার (৩৫) মারা যান। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়ার পর সাইফুলের চাচাতো ভাই পলাশ সরদার (১৮) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ ঘটনায় ১৪ মার্চ মাদারীপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। র‌্যাব-৮ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে হোসেন সরদারকে আশুলিয়া থানাধীন চিত্রাশাইল এলাকা থেকে এবং সুমন সরদারকে শরীয়তপুরের পালং থানার আরিগাও এলাকা থেকে গ্রেপ্তার করে।

র‌্যাবের তদন্তে জানা গেছে, উভয় পক্ষই স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল। বালুর ব্যবসার বিরোধ থেকেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

নওগাঁয় আগামী শনিবার খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল
অন্তর্বর্তী সরকারের কোনো নির্বাচনই বিশ্বাসযোগ্য হবে না: জিএম কাদের
মসজিদে তিন জনকে কুপিয়ে হত্যার প্রধান আসামি গ্রেফতার
লক্ষ্মীপুরে রোজা না রাখায় প্রকাশ্যে কান ধরিয়ে ওঠ-বস, নেটিজেনদের ক্ষোভ
বিদেশ থাকা সত্ত্বেও কেন শেখ হাসিনার দেশত্যাগে নিষেধাজ্ঞা!
চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিদ্যুৎ স্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু
পাবনা-১ আসনে জামায়াতের প্রার্থী নিজামীপুত্র মোমেন, বাদ পড়লেন ডা. বাসেত
যুক্তরাষ্ট্রে হিন্দু মন্দিরে ভাঙচুর, ভারত ও মোদিকে গালি!
শুক্রবার এক লাখ রোহিঙ্গার সাথে ইফতার করবেন ড. ইউনূস ও গুতেরেস
কুবি শিক্ষকের বিরুদ্ধে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ, পরীক্ষা স্থগিত
লাকিকে গ্রেফতারসহ পাঁচ দাবিতে শাহবাগে ইনকিলাব মঞ্চের মানববন্ধন
দৈনিক যায়যায়দিন পত্রিকার ডিক্লারেশন বাতিল
সারাদেশে বৃহস্পতিবার ২ ঘণ্টা বন্ধ থাকবে এনআইডি সেবা
আম্মার ভয়ে প্রেম করিনি, এখন আম্মাই বলে, তুমি খুঁজে আনো
টাঙ্গাইলে দৃষ্টি প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ: ১ লাখ টাকায় সালিশের রায়, অভিযুক্ত গ্রেফতার
শেখ হাসিনা-ইমরান এইচ সরকারসহ ৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
১৯ দেশের মিশন প্রধানদের সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন
ধর্ষণচেষ্টার কারণে হাবীবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষকে খুন: পুলিশ
বাম্পার ফলনেও লোকসানের মুখে আলুচাষীরা
জাতীয় নাগরিক পার্টি নির্বাচন বিলম্ব করতে গোলমাল করছে: জয়নুল আবদিন ফারুক