পাকিস্তান ক্রিকেট দলের সমর্থক, কারাগারে ভারতের ছাত্র
পাকিস্তান ক্রিকেট দলকে সমর্থন করে প্রায় দুই মাস ধরে কারাগারে আছেন ভারতের এক ছাত্র। আগ্রায় তার পরিবারের সঙ্গে দেখা করে এই বিশেষ প্রতিবেদনটি তৈরি করেছেন বিবিসি রিপোর্টার রজনী বিদ্যানাথ।
গত ২৪ অক্টোবর ভারত-পাকিস্তান একটি টি-২০ম্যাচে পাকিস্তান দল জিতলে আনন্দ প্রকাশ করেন শওকত আহাম্মেদ গানাই নামে ওই ছাত্র। এমনকি মামলা লড়তে তারপক্ষে কোন আইনজীবিও পাওয়া যাচ্ছে না।
শওকতের স্বজনরা জানান, পাকিস্তান ক্রিকেট দল ম্যচ জিতলে শওকত ও তার বন্ধু আনন্দ প্রকাশ করে একে অপরকে হোয়াটস অ্যাপে টেক্সট আদান-প্রদান করেন। এরপরই তাকে তুলে নিয়ে যাওয়া হয়। তার বিরুদ্ধে পাকিস্তানকে সমর্থন করে স্লোগান দেওয়ারও অভিযোগ আনা হয়েছে।
বিস্তারিত দেখতে লিংকে ক্লিক করুন-
কেএফ/