বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫ | ৪ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

সীমান্তে আইইডি বিস্ফোরণে ২ ভারতীয় সেনা নিহত   

ছবিঃ সংগৃহীত

জম্মু ও কাশ্মীরের আখনুর সেক্টরে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে ভারতীয় দুই সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম এনডিটিভি।

এক প্রতিবেদনে এনডিটিভি জানায়, মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতের সেনাবাহিনী। এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে ভারতীয় সেনাবাহিনীর হোয়াইট নাইট কর্পস হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে।

এক্সে (সাবেক টুইটার) দেওয়া পোস্টে সেনাবাহিনী জানায়, হোয়াইট নাইট কর্পস স্যালুট এবং দুই বীর সেনার সর্বোচ্চ আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানায়।

এনডিটিভির প্রতিবেদন বলা হয়, সৈন্যরা লাইন অব কন্ট্রোল (এলওসি) বরাবর ‘সীমান্ত টহল’ দেয়ার সময় আইইডি ‘হামলা’ হয়।  

ভারতের সেনাবাহিনী বলেছে, আমাদের সৈন্যরা এলাকায় আধিপত্য বিস্তার করছে এবং অনুসন্ধান অভিযান চলছে।  

 

Header Ad
Header Ad

সংস্কারের নাম উচ্চারণের আগেই খালেদা জিয়া ভিশন ২০৩০ দিয়েছেন: বিএনপি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ছবি: সংগৃহীত

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনায় বিএনপি স্পষ্ট করেছে, তারা সংস্কারের বিরুদ্ধে নয়, বরং নিজেরাই সংস্কারের ধারক। দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, "সংস্কারের দন্তস্য উচ্চারণের আগেই দেশনেত্রী খালেদা জিয়া দিয়েছেন ভিশন ২০৩০।"

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির আলোচনা শুরু হয়।

আলোচনার সূচনায় নজরুল ইসলাম খান বলেন, “বিএনপি কোনো সংস্কারের বিরুদ্ধে নয়, বিএনপিই প্রকৃত সংস্কারের দল। তবে আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো জনগণ। জনগণের সম্মতিতেই যেন সবকিছু হয়।”

গণতন্ত্রের জন্য দীর্ঘ আন্দোলন সংগ্রামের ইতিহাস তুলে ধরে তিনি আরও বলেন, আমাদের সামনে আরেকবার একটা সুযোগ সৃষ্টি হয়েছে, আমরা তা কাজে লাগাতে চাই। সেই প্রত্যাশা নিয়েই আমরা এ কমিশন ও সরকারকে সহযোগিতা করছি।

যদি ঐকমত্য কমিশনের কোনো সনদ নাও হয়, বিএনপির জন্য সংস্কারের সনদ রয়েছে বলে জানান বিএনপির এ নেতা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, সবকিছুর মূলে জনগণ এবং জনগণের সম্মতিতে যেন সব হয়। আর জনগণ কার মাধ্যমে সম্মতি জানায়, তা আমরা জানি।

আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ, নজরুল ইসলাম খান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, আইনজীবী রুহুল কুদ্দুস কাজল, সাবেক সংস্থাপন সচিব মনিরুজ্জামান খান অংশ নেন।

দিনব্যাপী এ আলোচনা চলতে পারে বলে ঐক্য কমিশন সূত্রে জানা গেছে। আলোচনা শেষ না হলে প্রয়োজনে আগামী সপ্তাহে আবারও বিএনপির সঙ্গে আলোচনায় বসবে কমিশন।

আলোচনার শুরুতে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে জাতীয় সনদ তৈরি করা, যাতে বাংলাদেশে একটি স্থায়ী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারি।

সংস্কারের বিষয়ে জাতীয় ঐকমত্য গঠনের লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন জাতীয় ঐকমত্য কমিশন গত ১৫ ফেব্রুয়ারি থেকে কাজ শুরু করে। প্রথম পর্যায়ে গঠিত সংস্কার কমিশনগুলোর মধ্যে সংবিধান, জনপ্রশাসন, নির্বাচনব্যবস্থা, বিচার বিভাগ এবং দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ ১৬৬টি সুপারিশের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মতামত চায় ঐকমত্য কমিশন।

সুপারিশগুলো স্প্রেডশিট আকারে ৩৮টি রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়। গত ১৩ মার্চের মধ্যে দলগুলোকে মতামত দিতে বলা হয়েছিল। মতামতের ভিত্তিতে ইতিমধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাদাভাবে আলোচনা শুরু করেছে ঐকমত্য কমিশন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মধ্য দিয়ে একটি জাতীয় সনদ তৈরি করবে ঐকমত্য কমিশন আর এর ভিত্তিতেই হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন।

Header Ad
Header Ad

১ মে থেকে ডিম-মুরগি উৎপাদন বন্ধের ঘোষণা, ১০ দফা দাবি পোল্ট্রি খামারিদের

ছবি: সংগৃহীত

সারা দেশে আগামী ১ মে থেকে ডিম ও মুরগি উৎপাদন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে প্রান্তিক খামারিদের সংগঠন বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ)। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) এক বিবৃতিতে সংগঠনের সভাপতি মো. সুমন হাওলাদার এ সিদ্ধান্তের কথা গণমাধ্যমকে জানান।

বিবৃতিতে তিনি বলেন, দেশের প্রান্তিক পোল্ট্রি খামারিরা ভয়াবহ লোকসানের মুখে পড়েছেন। শুধু গত দুই মাসেই ডিম ও মুরগি উৎপাদনে তাদের ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১ হাজার ২৬০ কোটি টাকা। অথচ সরকারের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় একটি সিন্ডিকেট ও কিছু কর্পোরেট কোম্পানি পুরো পোল্ট্রি শিল্প দখলের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

সুমন হাওলাদার অভিযোগ করেন, কর্পোরেট কোম্পানিগুলো কৃত্রিম সংকট সৃষ্টি করে ডিম, মুরগি, বাচ্চা ও খাদ্যের বাজার নিয়ন্ত্রণ করছে। ফলে প্রান্তিক খামারিদের ঠেলে দেওয়া হচ্ছে ‘কন্ট্রাক্ট ফার্মিং’-এর দাসত্বে। তিনি আরও বলেন, “আমরা কর্পোরেট দাসত্ব মানব না। যতদিন না সরকার সিন্ডিকেট ভাঙতে কার্যকর পদক্ষেপ নেয়, ততদিন খামার বন্ধ কর্মসূচি চলবে।”

এ পরিস্থিতিতে সংগঠনটি ১০ দফা দাবি উত্থাপন করেছে, যার মধ্যে রয়েছে:

১. পোল্ট্রি পণ্যের জন্য জাতীয় মূল্যনিয়ন্ত্রণ নীতিমালা ও নির্ধারণ কমিটি গঠন।
২. কন্ট্রাক্ট ফার্মিং নিষিদ্ধে কঠোর আইন প্রণয়ন।
৩. পোল্ট্রি বাজার রেগুলেটরি অথরিটি গঠন।
৪. ক্ষতিগ্রস্ত খামারিদের জন্য সরকারি পুনর্বাসন প্যাকেজ।
৫. খামারিদের রেজিস্ট্রেশন ও আইডি কার্ড প্রদান।
৬. কর্পোরেট কোম্পানিগুলোকে শুধুমাত্র কাঁচামাল উৎপাদনে সীমাবদ্ধ রাখা।
৭. কন্ট্রাক্ট ফার্মিং ও কোম্পানির খামার নিষিদ্ধ করা।
৮. কেজি ভিত্তিক ডিম ও মুরগি বিক্রির নীতিমালা প্রণয়ন।
৯. ডিম-মুরগির রপ্তানির সুযোগ বৃদ্ধি।
১০. পূর্ণাঙ্গ ‘পোল্ট্রি উন্নয়ন বোর্ড’ গঠন।

সংগঠনটি হুঁশিয়ারি দিয়েছে, তাদের দাবি না মানলে আগামী দিনে আরও কঠোর কর্মসূচির দিকে যেতে বাধ্য হবে তারা।

Header Ad
Header Ad

গাজায় এক মাসে গৃহহীন প্রায় ৫ লাখ মানুষ: জাতিসংঘ

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর চলমান আগ্রাসনে গত এক মাসে নতুন করে গৃহহীন হয়েছে প্রায় পাঁচ লাখ মানুষ। বৃহস্পতিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জাতিসংঘের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে।

জাতিসংঘ জানায়, চলতি বছরের ১৮ মার্চ হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি ভেঙে গাজায় আবারও হামলা শুরু করে ইসরাইল। এরপর থেকে প্রতিনিয়ত নতুন নতুন এলাকায় হামলা চালানো হচ্ছে, যার ফলে বিপুল সংখ্যক ফিলিস্তিনি বাসস্থান ছেড়ে পালাতে বাধ্য হচ্ছেন।

ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্তজ স্পষ্ট ভাষায় জানিয়েছেন, তারা এখন ‘সুষ্পষ্ট নীতি’ অনুসরণ করছে—যার অংশ হিসেবে গাজায় কোনো মানবিক সহায়তা ঢুকতে দেওয়া হচ্ছে না। ইতোমধ্যে টানা ছয় সপ্তাহ ধরে কোনো মানবিক ত্রাণ প্রবেশে বাধা দিচ্ছে ইসরাইল, যা সাম্প্রতিক সময়ের সবচেয়ে দীর্ঘ অবরোধ বলে উল্লেখ করেছে জাতিসংঘ।

এই মানবিক সংকটের মধ্যেই প্রতিদিন চলছে ইসরাইলি হামলা। গাজার চিকিৎসা সূত্রের বরাতে আল জাজিরা জানিয়েছে, সর্বশেষ বুধবার সকালে চালানো হামলায় অন্তত ৩৫ জন নিহত হন।

প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরাইলের এক হাজার ২০০ জন নিহত এবং ২৫১ জন বন্দি হওয়ার পর থেকে গাজায় শুরু হয় ইসরাইলের সামরিক অভিযান।

হামাস-নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ১৮ মাসের যুদ্ধে এখন পর্যন্ত ৫১ হাজার ২৫ জন নারী ও শিশু নিহত হয়েছেন। আহতের সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ১৬ হাজার। আন্তর্জাতিক সম্প্রদায় বারবার যুদ্ধবিরতির আহ্বান জানালেও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি।

সূত্র: আল জাজিরা

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

সংস্কারের নাম উচ্চারণের আগেই খালেদা জিয়া ভিশন ২০৩০ দিয়েছেন: বিএনপি
১ মে থেকে ডিম-মুরগি উৎপাদন বন্ধের ঘোষণা, ১০ দফা দাবি পোল্ট্রি খামারিদের
গাজায় এক মাসে গৃহহীন প্রায় ৫ লাখ মানুষ: জাতিসংঘ
বাংলাদেশি জন্মসনদ পাচ্ছেন কানাডিয়ান তারকা সামিত সোম, মাঠে অভিষেক জুনে!
পুলিশ পরিদর্শক হত্যা মামলায় আলোচিত আরাভ খানসহ ৮ জনের যাবজ্জীবন
সাকিবের নির্বাচন কভারের ছবি ভাইরাল, ব্যাখ্যা দিলেন প্রেস সচিব
ঋণ পরিশোধে সময় দিল রাশিয়া, ১৬ কোটি ডলার জরিমানা মওকুফ
হার্ভার্ড একটি তামাশার জায়গা, এটি ঘৃণা ও মূর্খতা শেখায়: ট্রাম্প
ঢাকা মহানগর আ.লীগ নেতা শাহে আলম মুরাদ গ্রেপ্তার
টাঙ্গাইলে ধানক্ষেতে মিললো প্রবাসীর স্ত্রীর মরদেহ
রিয়াল মাদ্রিদকে হারিয়ে ১৬ বছর পর চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে আর্সেনাল
প্রতারণার মামলায় মডেল মেঘনা আলম গ্রেপ্তার
আমি বাংলাদেশি না, আমাকে বাংলাদেশি বলবেন না : টিউলিপ সিদ্দিক
‘মিশন কমপ্লিট’ স্ট্যাটাস দেওয়া নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ ছয়জন পুলিশ হেফাজতে
টেকনাফ স্থলবন্দরে তিন মাস ধরে ইয়াঙ্গুন থেকে পণ্য আমদানি বন্ধ
খাগড়াছড়িতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থীসহ ৬ জন অপহরণের অভিযোগ
খাদ্য মন্ত্রণালয়ের নির্দেশে বেনাপোল দিয়ে ভারতীয় চাল আমদানি বন্ধ
টাঙ্গাইলে পহেলা বৈশাখের দিন ধর্ষণের শিকার স্কুলছাত্রী, অভিযুক্ত প্রেমিক কারাগারে
ভারতের মন্দিরে গোপনে তরুণীর ছবি তুলে তোপের মুখে মধ্যবয়সী ব্যক্তি
চিকিৎসা শপিং ও ভ্রমণে বাংলাদেশিদের পছন্দ এখন থাইল্যান্ড