যুক্তরাষ্ট্রে ৩ ফিলিস্তিনি শিক্ষার্থীকে গুলি, এক সন্দেহভাজন আটক
সন্দেহভাজন ৪৮ বছর বয়সী জেসন ইটন। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ভারমন্টে একটি বিশ্ববিদ্যালয়ের কাছে তিন ফিলিস্তিনি বংশোদ্ভুত শিক্ষার্থীকে গুলির ঘটনায় এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৮ নভেম্বর) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানায়।
প্রতিবেদনে বলা হয়, ৪৮ বছর বয়সী ওই ব্যক্তির নাম জেসন ইটন। তবে জিজ্ঞাসাবাদে হামলার ঘটনার সাথে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন তিনি। েশনিবার স্থানীয় সময় সন্ধ্যায় বিদ্বেষমূলক হামলার শিকার হন ৩ ফিলিস্তিনি বংশোদ্ভূত। ভারমন্টে গুলিবিদ্ধ হন ঐ কলেজ শিক্ষার্থীরা। ঘটনার সময় তাদের গলায় ছিলো ফিলিস্তিনের ঐতিহ্যবাহী কেফিয়া স্কার্ফ।
পুলিশ জানায়, ভারমন্ট বিশ্ববিদ্যালয়ের কাছে ওই তিন শিক্ষার্থীকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে হামলাকারী। আহতদের দ্রুত নেয়া হয় স্থানীয় হাসপাতালে। পরে অভিযান চালিয়ে সন্দেহভাজনকে আটক করে পুলিশ। ধারণা করা হচ্ছে হেইট ক্রাইম থেকেই চালানো হয়েছে এই হামলা।