স্বর্ণ মন্দির অপবিত্র করার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা
ভারতে শিখ ধর্মাবলম্বীদের পবিত্রতম স্থান অমৃতসরের স্বর্ণ মন্দিরে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। শনিবার সন্ধ্যায় নিয়মিত প্রার্থনার সময় ওই ঘটনা ঘটে। বিবিসির এক প্রতিবেদনে প্রকাশ।
ওই ব্যক্তির বিরুদ্ধে স্বর্ণ মন্দিরকে অপবিত্র করার চেষ্টার অভিযোগ আনা হয়েছে। তবে নিহত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ২০ থেকে ২৫ বছর।
সন্ধ্যার প্রার্থনার সময় ওই ব্যক্তি রেলিং টপকে ভেতরে প্রবেশ করে শিখদের পবিত্র গুরু গ্রন্থ সাহিবের সামনে রাখা তলোয়ার স্পর্শ করার চেষ্টা করে।
সেখানে প্রার্থনা করতে আসা মানুষেরা তাকে আটকে ফেলে। এরপর সেখানে হাতাহাতি শুরু হয় এবং এ পর্যায়ে তাকে পিটিয়ে হত্যা করা হয়।
তবে ওই ব্যক্তিকে হত্যার কারণ সম্পর্কে এখনও নিশ্চিত কিছু বলতে পারেনি পুলিশ। পুলিশ জানায়, তারা ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে মৃত অবস্থায় পায়।