ক্যাপিটল হিল দাঙ্গা: এক ব্যক্তির ৫ বছরের কারাদণ্ড
মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে হামলাকারীদের একজন রবার্ট স্কট পালমারকে ৩৬ মাস কারাদণ্ড দেওয়া হয়েছে। শুক্রবার ফ্লোরিডার বাসীন্দা পালমারের রায় ঘোষণা করেন আদালত। খবর সিএনএনের।
চলতি বছরের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকেরা হামলা চালান। ওই দিন অগ্নিনির্বাপক যন্ত্র, কাঠের তক্তা ও খুঁটি নিয়ে পুলিশের ওপর হামলা চালান তিনি।
সিএনএন জানিয়েছে,দণ্ডিত পালমার প্রাণঘাতী অস্ত্র দিয়ে এক পুলিশ কর্মকর্তার ওপর হামলার অপরাধে ৬৩ মাসের দণ্ড দেওয়া হয়েছে। তার শাস্তি একই অভিযোগে ১৪০ জনের বেশি অভিযুক্তের দণ্ড নির্ধারণে সাহায্য করবে।
ছবি ও ভিডিও ফুটেজ দেখে পালমারকে চিহ্নিত করা হয়। তাতে দেখা যায় মার্কিন পতাকা সংবলিত জ্যাকেট পরে ক্যাপিটল হিল প্রাঙ্গণে ওই দিনের প্রাণঘাতী সহিংসতায় সক্রিয় অংশ নিয়েছিলেন রবার্ট স্কট পালমার।
পালমারের শাস্তির জন্য সরকারি কৌঁসুলির আবেদনে বলা হয়েছে, পালমার সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকা পুলিশ সদস্যদের লক্ষ্য করে অগ্নিনির্বাপণ যন্ত্র, স্প্রে এবং দুবার খালি ক্যানিস্টার ছুঁড়ে মারে। পিছু হটতে না চাইলে পুলিশ ওই সময় রাবার বুলেট ছোড়ে। গুলি লাগে পালমারের পেটে।
কেএফ/