ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেলেন ২০০ ফিলিস্তিনি
ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেলেন ২০০ ফিলিস্তিনি। ছবি: সংগৃহীত
যুদ্ধবিরতি চুক্তির আওতায় ইসরায়েলি কারাগারে বন্দি ২০০ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরায়েল। শনিবার (২৫ জানুয়ারি) গাজায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের যোদ্ধারা চার ইসরায়েলি নারী সেনা জিম্মিকে মুক্তি দেওয়ার পর ফিলিস্তিনিদের ছেড়ে দেওয়া হয়েছে।
এদিন গাজা সিটির ফিলিস্তিন চত্বরে চার নারী সেনাকে আন্তর্জাতিক সংস্থা রেডক্রসের মধ্যস্থতায় ইসরায়েলের কাছে হস্তান্তর করা হয়। এ সময় মাস্ক মুখে হামাস ও ইসলামিক জিহাদের যোদ্ধারা সেখানে উপস্থিত ছিলেন।
রেডক্রসের প্রতিনিধি ও হামাস যোদ্ধারা চার জিম্মিকে মুক্তি দেওয়ার আগে নথিতে সই করেন। জিম্মি চার ইসরায়েলি নারী সেনা হলেন, কারিনা আরিয়েভ, দানিয়েলা জিলবোয়া, নামা লেভি ও লিরি আলবাগ। তারা ইসরায়েলি বাহিনীর ইউনিফর্ম পরিহিত ছিলেন। মুক্তি পাওয়ার পর তারা উপস্থিতদের উদ্দেশে হাত নাড়ান।
ফিলিস্তিন চত্বর থেকে আল জাজিরার সাংবাদিক ইব্রাহিম আল খালিজি জিম্মিদের মুক্তির সময়কে ঐতিহাসিক মুহূর্ত বলে বর্ণনা করেন। পরে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, তারা রেডক্রসের কাছ থেকে তারা চার জিম্মিকে তাদের কাছে নিয়েছে। তাদের মেডিকেল পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে।
অন্যদিকে মুক্তি পাওয়া ২০০ ইসরায়েলির মধ্যে ১২১ জন যাবজ্জীবন কারাদণ্ডে ছিলেন। বাকি ৭৯ জনেরও দীর্ঘমেয়াদি দণ্ড ছিল। এরমধ্যে সবচেয়ে বেশি বয়সী বন্দির বয়স ৬৯, আর সবচেয়ে কমবয়সী বন্দির বয়স ১৫।