হিটলার ও নেতানিয়াহুর মধ্যে কোনো পার্থক্য নেই: এরদোগান
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। ছবি: সংগৃহীত
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং অ্যাডলফ হিটলারের মধ্যে কোনো পার্থক্য নেই। সেই সঙ্গে গাজায় ইসরায়েলি হামলাকে ইহুদিদের প্রতি নাৎসিদের আচরণের সঙ্গেও তুলনা করেছেন তিনি।
বুধবার (২৭ ডিসেম্বর) রাজধানী আঙ্কারায় এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নেতানিয়াহুকে নিয়ে এই মন্তব্য করেন তিনি। খবর আলজাজিরার।
এরদোয়ান বলেন, তারা (ইসরায়েলিরা) হিটলারের অপকর্ম নিয়ে কথা বলে। হিটলারের সঙ্গে আপনার (নেতানিয়াহু) কি পার্থক্য আছে? তারা এমন করছে যেন আমরা হিটলারকে মনে করি। নেতানিয়াহু (গাজায়) যা করছেন তা কি হিটলারের চেয়ে কম? অবশ্যই না।
তুর্কি প্রেসিডেন্ট আরও বলেন, তিনি হিটলারের চেয়ে আরও এগিয়ে। তিনি পশ্চিমাদের সমর্থন পান। যুক্তরাষ্ট্র থেকে সব ধরনের সহায়তা আসে। এসব সহায়তা দিয়ে তারা কী করেছে? তারা ২০ হাজারের বেশি গাজাবাসীকে হত্যা করেছে।
গাজা যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েল ও দেশটির প্রধানমন্ত্রীর কঠোর সমালোচনা করে আসছেন এরদোয়ান। গত নভেম্বরে তুর্কি নেতা ইসরায়েলের কঠোর সমালোচনা করে বলেছিলেন, পশ্চিমাদের অসীম সহায়তাপ্রাপ্ত ইসরায়েল একটি সন্ত্রাসী রাষ্ট্র। যদিও যুদ্ধ শুরুর আগে দুদেশের সম্পর্ক বেশ ভালোই ছিল।
হিটলারের আমলে ইউরোপীয় ইহুদিদের সুপরিকল্পিতভাবে নির্মূলের প্রচেষ্টা শুরু করেছিল নাৎসি জার্মানি। ৬০ লাখ ইহুদিকে হত্যা, শ্রম শিবির ও গণগুলির মতো বিভিন্ন পদ্ধতির মাধ্যমে তা বাস্তবায়ন করেছেন হিটলার।
এদিকে এরদোগানের এ বক্তব্যের জবাবে ক্ষুব্ধ নেতানিয়াহু এক্সে (সাবেক টুইটার) এক বার্তায় বলেছেন, এরদোয়ান কুর্দিদের বিরুদ্ধে গণহত্যা চালাচ্ছেন। সরকারের বিরোধিতাকারী সাংবাদিকদের কারারুদ্ধ করার বিশ্ব রেকর্ড করেছেন। সেই তিনিই আমাদেরকে এখন নৈতিকতার সবক দিচ্ছেন।
প্রসঙ্গত, গত ৭ অক্টোবর ইসরায়েলের উত্তরাঞ্চলে অতর্কিত বড় ধরণের অভিযান চালায় হামাস যোদ্ধারা। তারপর ওইদিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বিমান বাহিনী। ইসরায়েলি বাহিনীর টানা হামলায় গাজা কার্যত ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। নিহত হয়েছেন ২১ হাজার ১০০ ফিলিস্তিনি। আহত হয়েছেন আরও ৫৫ হাজার।