আকস্মিক ইউক্রেন সফরে জো বাইডেন
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের এক বছর পূর্ণ হওয়ার কিছুদিন আগেই আকস্মিক সফরে ইউক্রেন গেলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যুদ্ধ শুরুর পর প্রথমবার তিনি দেশটির রাজধানী কিয়েভে গেলেন। ব্যাপক নিরাপত্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা গেছে তাকে।
সোমবার (২০ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিসিবি।
নিরাপত্তাজনিত কারণে বাইডেনের এ সফরের বিষয়ে আগে কোনো ঘোষণা দেওয়া হয়নি। কেবল গুঞ্জন উঠেছিল, সোমবার ইউক্রেন সফরে বিশেষ এক অতিথি আসছেন। ইউক্রেন সফরে গিয়ে সবাইকে চমকে দিয়েছেন বাইডেন।
কিয়েভে বাইডেনকে অভ্যর্থনা জানান জেলেনস্কি। তিনি টেলিগ্রাম পোস্টে বাইডেনের সঙ্গে একটি ছবি প্রকাশ করেছেন। সেখানে তাদেরকে হাসিমুখে হ্যান্ডশেক করতে দেখা গেছে।
জেলেনস্কি লিখেন, জোসেফ বাইডেন, কিয়েভে স্বাগত। ইউক্রেনের প্রতিটি মানুষের জন্য আপনার এই সফর খুবই গুরুত্বপূর্ণ।
বাইডেনের ইউক্রেনে পৌঁছানোর খবর প্রকাশের কিছুক্ষণ পরেই কিয়েভজুড়ে বেজে উঠে সাইরেন। সফরে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের সার্বিক বিষয় নিয়ে জেলেনস্কির সঙ্গে বৈঠকের কথা রয়েছে বাইডেনের।
ইউক্রেন সফরের আগে বাইডেন ইউক্রেনের প্রতিবেশি দেশ পোল্যান্ডে গিয়েছিলেন। সেখানে তিনি দেশটির প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদার সঙ্গে সাক্ষাৎ করেন।
প্রসঙ্গত, ২০২২ সালের ২৪ জানুয়ারি ইউক্রেনে সামরিক আগ্রাসন চালায় রাশিয়া। এরপর থেকে দুই দেশের মধ্যে যুদ্ধ চলছে।
এসজি