কুম্ভ মেলার ট্রেনে উঠতে গিয়ে দিল্লি স্টেশনে ১৮ জন নিহত
![](https://admin.dhakaprokash24.com/logo/placeholder.jpg)
ছবিঃ সংগৃহীত
মহাকুম্ভগামী ট্রেনে উঠতে ভারতের নয়াদিল্লি রেল স্টেশনে যাত্রীদের ভিড় এবং ধাক্কাধাক্কিতে শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে পদদলিতের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৮ জন নিহত হয়েছে। ভারতীয় কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন। খবর এনডিটিভির।
প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে ৪ শিশু ও ১১ নারী রয়েছে। স্থানীয় রেল কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার রাতে নয়াদিল্লি স্টেশনে দুটি প্ল্যাটফর্মে কুম্ভমেলার পুণ্যার্থীদের ভিড় ছিল। প্ল্যাটফর্ম দুটিতে ট্রেন দেরিতে আসলে তাড়াহুড়া করে ট্রেনে উঠতে থাকেন পুণ্যার্থীরা। এতে সেখানে পদদলনের মতো ঘটনা ঘটে।
তবে, এ তথ্য গুজব বলে অস্বীকার করেছে রেল কর্তৃপক্ষ।
এদিকে এই ঘটনায় রেলওয়ে কর্তৃপক্ষ তদন্তের নির্দেশ দিয়েছে এবং নিহতদের পরিবারকে ১০ লাখ রুপি, গুরুতর আহতদের জন্য আড়াই লাখ রুপি এবং সামান্য আহতদের জন্য ১ লাখ রুপি আর্থিক সহায়তা ঘোষণা করেছে।
এই ঘটনার পরই শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি এক্স হ্যান্ডলে লেখেন, পদপিষ্টের ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। আহতদের দ্রুত সুস্থতা কামনা করি। ক্ষতিগ্রস্তদের পাশে আছে প্রশাসন।
এর আগে গত মাসে ভারতের উত্তরপ্রদেশে কুম্ভমেলায় পদদলিত হয়ে অন্তত ৪০ জন নিহত হয়েছেন।
![Header Ad](https://admin.dhakaprokash24.com/images/single-post-anniversary.jpeg)