মদ বিক্রির অতীতের সব রেকর্ড ভাঙলো দিল্লি
মদের দোকানে ক্রেতার ভিড়। ছবি: সংগৃহীত
দীপাবলি উপলক্ষে মদ বিক্রির ক্ষেত্রে অতীতের সব রেকর্ড ভাঙলো দিল্লি। চলতি বছরের দ্বীপাবলি মৌসুমে ভারতের রাজধানীতে অতীতের যে কোনো সময়ের চেয়ে মদ বিক্রি বেশি হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, এ বছর দীপাবলি শুরু হওয়া পর্যন্ত ১৫ দিনে ৫২৬ কোটি রুপি মূল্যের মদ বিক্রি হয়েছে। ৬৩০টি দোকানের মাধ্যমে বিক্রি হয়েছে অন্তত তিন কোটি বোতল মদ।
গত ২৫ অক্টোবর থেকে ১১ নভেম্বর পর্যন্ত এসব মদ বিক্রি হয়, যা আগের বছরের একই সময়ের তুলনায় অন্তত ৪৪ শতাংশ বেশি।
এদিকে, আলোর উৎসব শেষ হতেই মদ বিক্রির হিসাব পেশ করেছে তামিলনাড়ু। তাতে দেখা গেছে, তামিলনাড়ু স্টেট মার্কেটিং কর্পোরেশন লিমিটেডের অধীনে রাজ্যজুড়ে থাকা আউটলেটগুলো থেকে মোট ৪৬৭.৬৩ কোটি রুপির মদ বিক্রি হয়েছে। এটা পুরো সপ্তাহের হিসাব নয়, এত মদ বিক্রি হয়েছে কেবলমাত্র সপ্তাহের শেষ দুই দিনেই।
ট্যাসম্যাকের তথ্য অনুযায়ী, গত ১১ নভেম্বর তামিলনাড়ুতে মোট ২২০ কোটি ৮৫ লাখ রুপির মদ বিক্রি হয়েছে। ১২ নভেম্বর এই অঙ্ক বেড়ে দাঁড়ায় ২৪৬ কোটি ৭৮ লাখ রুপিতে। এই আয় হয়েছে কেবল রেজিস্ট্রেশনপ্রাপ্ত দোকানগুলো থেকেই।