সোমবার, ২০ জানুয়ারি ২০২৫ | ৬ মাঘ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

দেশে প্রতিবছর তামাকজনিত রোগে প্রাণ হারাচ্ছেন দেড় লাখের বেশি মানুষ

ছবি: সংগৃহীত

বাংলাদেশে প্রাপ্তবয়স্ক তামাক ব্যবহারকারীর সংখ্যা তিন কোটি ৭৮ লাখ এবং দেশে প্রতি বছর তামাকজনিত বিভিন্ন রোগে প্রায় এক লাখ ৬১ হাজার মানুষের মৃত্যু হয় বলে জানিয়েছে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ।

বুধবার (৩১ জানুয়ারি) সকালে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে। জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এই সংবাদ সম্মেলন করা হয়।

বক্তারা বলেন, আমাদের দেশে তিন কোটি ৭৮ লক্ষ প্রাপ্তবয়স্ক মানুষ তামাক ব্যবহার করেন। কর্মক্ষেত্রসহ পাবলিক প্লেস ও গণপরিবহনে পরোক্ষ ধূমপানের শিকার হন তিন কোটি ৮৪ লক্ষ প্রাপ্তবয়স্ক মানুষ। আর তামাকজনিত বিভিন্ন রোগে প্রতিবছর প্রায় এক লক্ষ ৬১ হাজার মানুষের মৃত্যু হয়। ফলে এই মৃত্যুর মিছিল কমাতে দ্রুত বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন করা প্রয়োজন। কারণ বিদ্যমান আইনে কিছু জায়গায় দুর্বলতা রয়ে গেছে।

এ সময় বিভিন্ন তামাক বিরোধী সংগঠন এবং ১৫ হাজারের বেশি ব্যক্তি ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ (২০১৩ সালে সংশোধিত) যুগোপযোগী করে বৈশ্বিক মানদণ্ডে উন্নীত করতে ছয়টি বিষয় অন্তর্ভুক্ত করার সুপারিশ জানায়। সেগুলো হলো-

১. আইনের ধারা ৪ ও ৭ বিলুপ্ত করা। অর্থাৎ সকল পাবলিক প্লেস ও গণপরিবহনে ধূমপানের জন্য নির্ধারিত স্থান নিষিদ্ধ করা।

২. তামাকজাত দ্রব্যের বিক্রয়স্থলে তামাকজাত পণ্য প্রদর্শন নিষিদ্ধ করা।

৩. তামাক কোম্পানির যে কোনো ধরনের সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচি পুরোপুরি নিষিদ্ধ করা।

৪. তামাকজাত দ্রব্যের প্যাকেট বা কৌটায় সচিত্র স্বাস্থ্য সতর্কবার্তার আকার ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৯০ শতাংশ করা।

৫. বিড়ি-সিগারেটের খুচরা শলাকা, মোড়কবিহীন এবং খোলা ধোঁয়াবিহীন তামাকজাত দ্রব্য বিক্রি নিষিদ্ধ করা।

৬. ই-সিগারেটসহ সব ইমার্জিং টোব্যাকো প্রোডক্টিস্ পুরোপুরি নিষিদ্ধ করা।

Header Ad
Header Ad

মিঠাপুকুর প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সাধন, সম্পাদক সাজ্জাদ

মিঠাপুকুর প্রাথমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত সভাপতি সাধন, সম্পাদক সাজ্জাদ। ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৫ বছর পর মিঠাপুকুর উপজেলায় বাংলাদেশ শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) মিঠাপুকুর সরকারি উচ্চ বিদ্যালয়ে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ২৭৫টি প্রাথমিক বিদ্যালয়ের ১৫৪৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে সভাপতি পদে শহীদুল ইসলাম সাধন ৭২৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দেলনুর হোসেন পেয়েছেন ৫০২ ভোট। সাধারণ সম্পাদক পদে সাজ্জাদুর রহমান ৬১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, এবং তার প্রতিদ্বন্দ্বী শহীদুল ইসলাম পেয়েছেন ৪১৯ ভোট।

এছাড়া, সিনিয়র সহসভাপতি (মহিলা) পদে মো. মোনছেফা আক্তার বানু ৬৯৯ ভোট, নির্বাহী সম্পাদক পদে সাইফুল ইসলাম মন্ডল মুক্তার ৮০৫ ভোট, এবং পরিকল্পনা সম্পাদক পদে আবু সুফিয়ান ৮৬৬ ভোট পেয়ে নির্বাচিত হন।

ভোট কেন্দ্রের উপস্থিত ভোটাররা জানান, এই নির্বাচন ২০০৭ সালের জুলাই বিপ্লবের পর প্রাথমিক শিক্ষক সমিতির জন্য একটি নতুন দিগন্তের সূচনা করেছে, যা আগামী জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনের জন্যও একটি মাইলফলক হয়ে থাকবে।

মিঠাপুকুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোজাম্মেল হক শাহ বলেন, "মিঠাপুকুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হওয়া একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।"

Header Ad
Header Ad

মেডিকেল ভর্তিতে কোটা বাতিলের দাবিতে উত্তাল শহীদ মিনার

মেডিকেল ভর্তিতে কোটা বাতিলের দাবিতে উত্তাল শহীদ মিনার। ছবি: সংগৃহীত

মেডিকেল ভর্তি পরীক্ষায় কোটা বাতিল করে পুনরায় ফল প্রকাশের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) শিক্ষার্থীরা।সোমবার (২০ জনিুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে তারা শহীদ মিনারে জড়ো হন।

সরেজমিনে দেখা গেছে, স্লোগানে স্লোগানে উত্তাল কেন্দ্রীয় শহীদ মিনার। শিক্ষার্থীরা ‘অবিলম্বে ফলাফল বাতিল করো করতে হবে’, ‘কোটা না মেধা-মেধা মেধা’, ‘মেডিকেলের ফলাফল-পুনঃপ্রকাশ করতে হবে’ ইত্যাদি স্লোগান দিচ্ছেন।

কয়েকজন শিক্ষার্থী বলেন, প্রয়োজনে আমরা ঢাকা মেডিকেলসহ সারা দেশের সব মেডিকেলের শিক্ষার্থীরা এই আন্দোলনে নামব।এ আন্দোলনকে হালকাভাবে নেওয়ার কিছু নেই জানিয়ে শিক্ষার্থীরা আরও বলেন, আজকের মধ্যেই ফলাফল বাতিল করতে হবে।

শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করে নিটোরের সহযোগী অধ্যাপক ডা. ইদ্রিস আলী বলেন, আমার একজন ছেলে বা মেয়ে ৭৩ পেয়েও মেডিকেলে চান্স পাচ্ছে না অথচ মুক্তিযোদ্ধা কোটায় ৩৬ বা ৩৭ পেয়েও চান্স পেয়ে যাচ্ছে। পরিবর্তিত বাংলাদেশে কেনো এই বৈষম্য থাকবে। আমরা এই ফল মানি না।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে মেডিকেলে ভর্তি পরীক্ষার ফলাফল পুনরায় প্রকাশের দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সদ্য প্রকাশিত এমবিবিএস ভর্তি পরীক্ষা ২০২৪-২৫ এর ফলাফল অনুযায়ী, কোটার বদৌলতে ১০০ নম্বরের মধ্যে কেবল ৪১-৪৬ নম্বর পেয়েও বিভিন্ন মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাচ্ছেন প্রায় আড়াই শতাধিক শিক্ষার্থী। ফলে তুলনামূলকভাবে অনেক বেশি নম্বর পেয়েও যোগ্য শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পাচ্ছেন না। এতে শিক্ষার্থীদের বড় একটা অংশেরই মেডিকেল কলেজে পড়ার স্বপ্ন অধরাই থেকে যাচ্ছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন,‘ভর্তি পরীক্ষায় এখনো কিসের কোটা? আজ থেকেই এই শোষণের শেষ হতে হবে। ফুলস্টপ।’

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমিন জানিয়েছেন, কোটার বিষয়ে আরো যাচাই-বাছাই করা হবে। ২৩-২৪ জানুয়ারি কোটার কাগজপত্র সংগ্রহ করা হবে এবং সেগুলো যাচাইয়ের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

Header Ad
Header Ad

ঢাকা-৭ আসনের সাবেক এমপি মোস্তফা জালাল মহিউদ্দিন গ্রেফতার

সাবেক সংসদ সদস্য (এমপি) ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ডা. মোস্তফা জালাল মহিউদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২০ জানুয়ারি) ভোরে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন গণমাধ্যম ও জনসংযোগ বিভাগে উপকমিশনার তালেবুর রহমান।

সোমবার (২০ জানুয়ারি) রাজধানীর মোহাম্মদপুরের মনসুরাবাদ হাউজিং এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন যুগ্ম কমিশনার (ডিবি) মো. রবিউল হোসেন ভুঁইয়া।

জানা গেছে, জুলাই আন্দোলনে গণহত্যার ঘটনায় একটি মামলার আসামি সাবেক এই এমপি। সেই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে দুপুরে আদালতে তোলা হবে।

মোস্তফা জালাল মহিউদ্দিন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ও ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য।

এর আগে ১৯৯১ সালে তিনি ঢাকা-৮ থেকে নির্বাচনে অংশ নিয়ে বিএনপির মীর শওকত আলীর কাছে ও ২০১৪ সালের নির্বাচনে ঢাকা-৭ থেকে অংশ নিয়ে স্বতন্ত্র প্রার্থী হাজী সেলিমের কাছে পরাজিত হন। ১৯৯৩ সালে তিনি স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) প্রতিষ্ঠা করেন।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

মিঠাপুকুর প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সাধন, সম্পাদক সাজ্জাদ
মেডিকেল ভর্তিতে কোটা বাতিলের দাবিতে উত্তাল শহীদ মিনার
ঢাকা-৭ আসনের সাবেক এমপি মোস্তফা জালাল মহিউদ্দিন গ্রেফতার
শীতে কাঁপছে চুয়াডাঙ্গা, দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড
মেডিকেলে ৭৩ পেয়েও চান্স হয়নি, কোটায় ৪১ পেয়েই ভর্তি!
দেশের রাজনীতিতে আওয়ামী লীগ ফিরে আসবেই: মুক্তিযোদ্ধা ফজলুর রহমান  
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নকে হারাল ৯ বছরের বাংলাদেশি মুগ্ধ  
ইউনূস সরকারের সমালোচনা করা সেই প্রতিবেদন প্রত্যাহার ব্রিটিশ এমপিদের  
গাজায় ইসরাইলের হামলা সফল; বললেন বাইডেন
মাহফিলের নামে মানুষকে কষ্ট না দেয়ার পরামর্শ আজহারীর  
হাসপাতালে ভর্তি আছেন লুৎফুজ্জামান বাবর
উৎপাদনে পটুয়াখালীর ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র  
আজ শপথ নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প
তিন বন্দির বিনিময়ে ৯০ ফিলিস্তিনিকে মুক্তি দিলো ইসরায়েল
অনুপ্রবেশকারীরা যেন বিএনপিতে ঢুকতে না পারে : তারেক রহমান
গাজীপুরে কভার্ড ভ্যানের চাপায় সাবেক পুলিশ সদস্য ও সাংবাদিক নিহত
বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সায়মা ওয়াজেদ পুতুলকে সরানোর বিষয়ে দুদকের চিঠি
ভারতের গুজরাটে আটক বাংলাদেশি দম্পতিকে ৭ বছর পর বেনাপোল দিয়ে হস্তান্তর
নওগাঁ বিশ্ববিদ্যালয় হবে নওগাঁ শহরে: উপাচার্য হাছানাত আলী
ডাকসুর সাবেক সদস্য ও ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ঐতিহ্য গ্রেফতার