স্বাস্থ্যসেবা সার্ভিসের উন্নতি করতে বললেন মন্ত্রী
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আমাদের স্বাস্থ্যখাতে অবকাঠামোর অনেক উন্নয়ন হয়েছে। অনেক আধুনিক যন্ত্রপাতি এসেছে। অনেক কাজ হয়েছে। এখন সার্ভিসের উন্নতি করা জরুরি।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) ওসমানী মিলনায়তনে চলমান জেলা প্রশাসক সম্মেলনে স্বাস্থ্যসেবা বিভাগ এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ সম্পর্কিত কার্য অধিবেশন শেষে সাংবাদিকদের এ সব কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবা দেওয়াটা জরুরি। এখানে ভালো সার্ভিস দরকার। আমরা ডিসিদের বলেছি, উপজেলা পর্যায়ে চিকিৎসক ও নার্সরা যেন উপস্থিত থাকেন সেটা নিশ্চিত করতে হবে।
ডিসি সাহেবরা জেলায় যে মিটিং করেন সেখানে যেন তারা এ সব বিষয়ে বলেন। একইসঙ্গে বলেছি, তারা যেন হাসপাতালগুলো তদারকি করেন।
জাহিদ মালেক বলেন, ময়লা-আবর্জনা যত্রতত্র না ফেলার জন্য বলা হয়েছে। কারণ ময়লা-আবর্জনা থেকে রোগজীবাণু ছড়ায়। একইভাবে দূষিত পানি যেন কেউ পান না করে। দূষিত পানি খেলে রোগজীবাণু ছড়ায়। এটা না খেলে রোগ কম হবে। জেলা ও উপজেলা পর্যায়ে ফার্মেসিগুলোতে যেন নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি না হয় সেদিকে খেয়াল রাখতে বলেছি।
স্বাস্থ্য মন্ত্রী বলেন, ডিসিরা কোভিডকালীন ঝুঁকি নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এ কারণে আমরা কোভিড নিয়ন্ত্রণ করতে পেরেছি।
নিপা ভাইরাসের কথা উল্লেখ করে স্বাস্থ্য মন্ত্রী বলেন, আমরা বলেছি কেউ যেন পাখিতে খাওয়া খেজুরের রস না খান। সেদিকে বিশেষ নজর দিতে বলেছি।
ডিসিদের প্রস্তাবনার বিষয়ে তিনি বলেন, তারা ২৩টি বিষয়ে প্রস্তাবনা দিয়েছেন। তাদের কিছু প্রস্তাবনা গ্রহণ করা হবে, কিছু যাবে না। সেটা তাদের জানিয়ে দেওয়া হবে।
ডিসিরা বলেছেন, জেলা পর্যায়ে বিশেষায়িত ও প্রশিক্ষিত নার্স দিতে। আমরা সেটা দেখব বলে জানিয়েছি।
এনএইচবি/আরএ/