গণধর্ষণ ও হামলার প্রতিবাদে কনসার্ট
নিয়মিত সাংস্কৃতিক কার্যক্রম করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে, এমন সাংস্কৃতিক কর্মী-ছাত্র, ছাত্রী ও শিক্ষকরা তাদের ছাত্রীকে গণধর্ষণের প্রতিবাদে উত্তাল ক্যাম্পাসে আছেন। ছাত্রী, বন্ধুকে গণধর্ষণ, ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি ও আন্দোলনরত ছাত্র, ছাত্রী; অধ্যাপক এবং উপাচার্য অধ্যাপক ড. এ. কিউ. এম. মাহবুবের ওপর হামলার প্রতিবাদ, বিচার চেয়ে আজ ১ মার্চ, মঙ্গলবার বিকেল চারটা থেকে অন্যতম স্থল প্রশাসনিক ভবনের সামনে কনসার্টের আয়োজন করেছেন। সেখান থেকেও গানের মাধ্যমে গণধর্ষণের ঘটনা, ধর্ষণবিরোধী মনোভাব ও আন্দোলন এবং সন্ত্রাস, সহিংসতার বিপক্ষে তারা প্রতিবাদ করছেন।
ঢাকা প্রকাশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ প্রতিনিধি সফিকুল ইসলাম ইমনের এই ভিন্ন ধরণের আয়োজনের খবরটি ছাপানো পর্যন্ত কনসাটটি চলছে। তাদের ক্যাম্পাসের গানের দলগুলো, শিল্পীরা অংশগ্রহণ করছেন। আত্মীয়, বোন, বন্ধু, জুনিয়র, সিনিয়র ও সহপাঠীকে ধর্ষণের প্রতিবাদ করছেন সবাই। আরো বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও আশপাশের গানের দল আছে বিরাট প্রতিবাদী আয়োজনে।
আয়োজক ছাত্র, ছাত্রীরা আমাদের প্রতিনিধি ও বিশ্ববিদ্যালয়টির ছাত্রকে জানিয়েছেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্রীকে গণধর্ষণ ও এরপর ছাত্র-শিক্ষকের শাস্তিপূর্ণ আন্দোলনে হামলার প্রতিবাদে ধারাবাহিক আয়োজনের অংশ হিসেবে এই বিশেষ কনসাট। আমরা যারা গান-বাজনার সঙ্গে জড়িত, তারা মনে করি-মিছিল, বক্তৃতা, সভা ও সেমিনারের চেয়ে শিল্পিত প্রতিবাদ অনেক বেশি শক্তিশালী। তাই আমরা কনাসার্টকে বেছে নিয়েছি।”
আমাদের প্রতিনিধি জানিয়েছেন, কনসার্টে গান করছে ‘সাদাকালো’ ব্যান্ড দল। আরো আছে চমক-মুকাভিনয়, সলো সিঙ্গারের গান, নাচ ও থিমেটিক বিশেষ পারফরমেন্স।
ওএস।