চোখ ফিল্ম সোসাইটির উৎসব শুরু হয়েছে
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, নুরুল হুদা রুদ্র
বিশ্ববিদ্যালয়গুলোর চলচ্চিত্র আন্দোলনকমীদের মধ্যে বিখ্যাত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘চোখ ফিল্ম সোসাইটি’ আয়োজন করেছে আজ ২৬ ফেব্রুয়ারি থেকে ‘বহুভাষিক চলচ্চিত্র উৎসব-২০২২’। বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ছাত্রীদের উৎসবটি চলবে টানা তিনদিন। বিকেলে সাস্টের কেন্দ্রীয় মিলনায়তনে উৎসবের উদ্বোধন করেছেন প্রতিষ্ঠাতা উপদেষ্টা অধ্যাপক শরীফা ইয়াসমিন। সবাই মিলে দেখেছেন ‘চোখ ফিল্ম সোসাইটি’র কার্যক্রম নিয়ে চলচ্চিত্র আন্দোলনের কমীদের তৈরি একটি প্রামাণ্য চলচ্চিত্র।
চোখের প্রতিষ্ঠাতা উপদেষ্টা এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম চলচ্চিত্র ব্যক্তিত্ব অধ্যাপক শরীফা ইয়াসমিন ফিল্ম সোসাইটির উৎসবের উদ্বোধন করেছেন। এরপর বলেছেন, ‘করোনাভাইরাসের আক্রমণে মহামারি রোগে পুরো বিশ্বের মতো আমাদের বাংলাদেশও দারুণ বিপদে থমকে গিয়েছিল। তবে রোগটি টিকা প্রদানের মাধ্যমে আমরা অনেকটাই কাটিয়ে উঠেছি। তবে সবাই তো সবসময় ভালো থাকতে চাই, অন্যকে ভালো রাখতে চাই। ফলে এই উৎসবের শুরু করা হলো। ছবির মতো কল্পলোকে ডুব দিয়ে আশা করছি, আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন বিশ্ববাসী।’
‘চোখ ফিল্ম সোসাইটি’র সভাপতি ফাহিম আল হৃদয় নানা ভাষার এই উৎসবের আয়োজন করতে পেরে দারুণ খুশি-‘আমাদের এই আয়োজন বিশ্বের সকল ভাষার সম্মানে করা হচ্ছে। সব মানুষ মাতৃভাষায় কথা বলার অধিকার লাভ করুন, তাদের সবার ভাষা পূর্ণ সম্মানের সঙ্গে টিকে থাকুক-এই আমাদের কামনা। আমরা চাই, বিশ্বের সকল ভাষা তার যথার্থ সম্ভ্রমে টিকে থাকুক, সব মানুষ নিজের মাতৃভাষায় কথা বলার অধিকার পাক।'
উদ্বোধনের পর চোখের সাধারণ সম্পাদক আকরাম হোসাইন বলেছেন, ‘টানা দুটি বছর পর আমাদের প্রিয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র উৎসবটির আয়োজন করতে পারছি।’
‘আামাদের ক্যাম্পাস ধীরে, ধীরে আবারও প্রাণ ফিরে পাচ্ছে’-জানিয়েছেন চলচ্চিত্র কর্মী। তারপর বলেছেন, ‘আমাদের ও অন্যদের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কার্যক্রমের মাধ্যমে মুখরিত হচ্ছে বিশ্ববিদ্যালয়।’
আজ থেকে শুরু হওয়া ‘বহুভাষিক চলচ্চিত্র উৎসব-২০২২’-এ দেখানো হচ্ছে বিকেল তিনটায় বাংলাদেশের ২০১৬ সালের ছবি ‘অজ্ঞাতনামা’, সন্ধ্যা ছয়টায় ২০২০ সালের ইংরেজি অ্যানিমেটেড ছবি ওয়াল্ট ডিজনির বিখ্যাত-‘সোল’। কাল শুক্রবার ২৭ ফেব্রুয়ারি বিকাল তিনটায় শুরু হবে ১৯৪৮ সালের ক্লাসিক ইতালিয়ান ছবি ‘বাইসাইকেল থিভস’, সেদিন সন্ধ্যা ছয়টায় শুরু হবে ২০১৯ সালে মুক্তি পাওয়া দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্র ‘প্যারাসাইট’। শেষ দিন ২৮ ফেব্রুয়ারি বেলা ৩টায় থাকবে ২০০৩ সালের ব্রাজিলিয়ান অপরাধ সিনেমা ‘সিটি অব গড’। সন্ধ্যা ছয়টায় থাকবে ২০১১ সালের ফরাসী ছবি ‘সেপারেশন’।
চোখ ফিল্ম সোসাইটির উৎসব নিয়ে পুরো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উৎসবের আমেজ নেমে এসেছে। সারা ক্যাম্পাসে আলোচনা চলছে ও বিখ্যাত এই চলচ্চিত্র সংগঠনের বাছাই ছবিগুলো দেখতে দর্শকদের ঢল নামছে।
১৯৯৬ সালে শুরু করা চোখ ফিল্ম সোসাইটি বাংলাদেশের অন্যতম বিখ্যাত চলচ্চিত্র সংগঠন। বিশ্ববিদ্যালয়টিতে তারা প্রগতিশীলতা, গভীর চেতনাবোধ, আন্তর্জাতিকতাবাদ, শিল্পসুষমা, সমাজ নির্মাণের আন্দোলন ও চলচ্চিত্র নিমার্ণ করে চলেছেন। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতি এবং দাতব্য কর্মের জন্যও তারা বিখ্যাত।
ছবির ক্যাপশন : ১. বিশ্বের অন্যতম সেরা ছবি বাইসাইকেল থিভস।
২. উৎসব উদ্বোধন করছেন প্রতিষ্ঠাতা উপদেষ্টা অধ্যাপক শরীফা ইয়াসমিন।
৩. সোল-অ্যানিমেশন ছবি
ওএস।