শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ | ৮ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

ভারতের দাবার বিস্ময় ‘প্রাগ’


‘প্রাগ’ নামে দাবার ভুবনের মহাবিস্ময় রমেশবাবু প্রজ্ঞানন্দ। ইতিহাসের চতুথ কম বয়সের গ্রান্ড মাস্টার। হারিয়ে দিয়েছেন কদিন আগে বিশ্বচ্যাম্পিন ম্যানগাস কার্লসেনকে। দাবার এই প্রতিভার শুরু কীভাবে? একটি দাবা পরিবারের গল্পে স্বাগতম...

জন্মেছেন তিনি ২০০৫ সালের ১০ আগষ্ট। একটি দাবারু পরিবারে। মোটে পাঁচ বছর বয়সে খুব ভালোভাবে দাবা খেলা শিখে গিয়েছেন তাই রমেশবাবু প্রজ্ঞানন্দ। তাকে দাবা খেলা শিখিয়েছেন বড় বোন ভেশালি রমেশবাবু। তিনিও একজন দারুণ নারী দাবারু।

ভেশালি তাদের চেন্নাইয়ের বিখ্যাত দাবারু। অনুধ্ব ১২ ও ১৪ দাবায় মেয়েদের তরুণ দাবায় বিশ্বচ্যাম্পিয়ন। ২০১৬ সালে হয়েছেন নারী আন্তজাতিক দাবা খেলোয়াড়। সেবার তিনি ভারতের দ্বিতীয় সেরা নারী দাবারু ও আন্তজাতিক মাস্টার দাবারুদের মধ্যে ১২তম নারী ছিলেন। ২০১৮ সালের ১৩ আগষ্ট তার ও ভারতের নারী দাবারুদের জন্য অনন্য একটি দিন ছিল। সেদিন আর. ভেশালি নামে বিখ্যাত এই খেলোয়াড় গ্রান্ড মাস্টার হয়েছেন। প্রতিযোগিতাটি হয়েছিল লাটভিয়ার রিগার দি রিগা টেকনিক্যাল ইউনিভাসিটিতে। তখন ভেশালির বয়স মোটে ১৭ বছর। এই প্রতিযোগিতাতেই তিন মাস আগে তার আদরের ছোট ভাইটি ভারতের ইতিহাসের সবচেয়ে কম বয়সের দাবারু হিসেবে গ্রান্ড মাস্টার হয়েছে। তারও কোচ আর. বি. রমেশ। তিনি তখন বলেছেন, ‘আমার মনে হয়, সে তার এই তৃতীয় নমটি সুন্দরভাবে দ্রুত সময়ের মধ্যে লাভ করেছে।’ তিনি কম সময়ের মধ্যে তার ছাত্রীটি যে সম্মাননাটির জন্য স্কোর করে চলেছে, সেটি খেয়াল করেছেন। তবে বলেছেন, ‘তাকে আরও পরিশ্রম করতে হবে যাতে ২৫শ রেটিং লাভ করে ছেলেদের গ্রান্ড মাস্টার হতে পারে। সেজন্য তাকে প্রতিযোগিতাগুলোতে ভালোভাবে অংশ নিতে হবে ও ভালো খেলোয়াড়দের হারাতে হবে।’
তখন তার এই ভাইয়ের বয়স মোটে ১২ বছর। ভারতের সবচেয়ে কম বয়সের গ্রান্ড মাস্টার হয়েছে সে মোটে ১২ বছর বয়সে। ২০১৭ সালের নভেম্বরে তিনি তার প্রথম গ্রান্ড মাস্টার নম জয় করেছেন ওয়াল্ড জুনিয়র চ্যাম্পিয়নশিপে। এরপর হারকালিয়ন ফিশার মেমোরিয়াল গ্রান্ড মাস্টার টুনামেন্টে জয়ের মাধ্যমে দ্বিতীয় নমটি লাভ করেছেন। তার আগে ইউক্রেনের সারগেই কারজাকিন ১২ বছর ৩ মাস বয়সে বিশ্বের ইতিহাসে সবচেয়ে কম বয়সে গ্রান্ড মাস্টার হয়েছেন, ২০০২ সালে।
ডাক নাম ‘প্রাগ’ নামে দাবার দুনিয়াতে পরিচিত এই ছেলেটিকে বিবেচনা করা হয় দাবার ইতিহাসের সবচেয়ে উন্নয়নশীল ও আগামীদের সবচেয়ে ভালো তারকাদের একজন। একেবারে অল্প বয়স থেকে তিনি দারুণ ভালো খেলে চলেছেন। দাবার ইতিহাসে সবচেয়ে কম বয়সের আন্তজাতিক তারকা বা ইন্টারন্যাশনাল চেস মাস্টার হয়েছেন ২০১৬ সালে। তখন তার বয়স মোটে ১০ বছর। তার খেলা দেখে তখন থেকেই অনেক অভিজ্ঞ খেলোয়াড় ভবিষ্যতবাণী করেছেন, একদিন তিনি বিশ্বচ্যাম্পিয়ন হবেন। তারপর মোটে ১২ বছর, ১০ মাস, ১৩ দিন বয়সে বছর বয়সে দাবার সবচেয়ে বড় গ্রান্ড মাস্টার খেতাবটি জয় করেছেন প্রাগ। তখন থেকে আজও তিনি দাবার ইতিহাসের চতুথ সবচেয়ে কম বয়সে গ্রান্ড মাস্টার খেতাব জয় করা খেলোয়াড়।
তাদের বাড়ি ভারতের চেন্নাইতে। তার বাবাও একজন নামকরা দাবা খেলোয়াড়। নাম ভাইশালি রমেশবাবু। তিনি দুইবার ভারতের তরুণ দাবা চ্যাম্পিয়ন ছিলেন। প্রাগের মা নাগাল²ী ও বাবা তাদের গ্রান্ড মাস্টার দুই ভাই, বোনের মধ্যে প্রথমে ভেশালিকে দাবা খেলা শিখিয়েছেন, যাতে দীঘসময় ধরে টিভির সামনে বসে না থাকে। তবে বোনের দাবা খেলা খুব দ্রুতই ছোটভাই প্রাগের কল্পনার জগতে ঢুকে পড়লো। তাদের বাবা রমেশবাবুর ক্যারিয়ারটি আটকে গিয়েছে পোলিও রোগে। ফলে তার স্ত্রী টুনামেন্টগুলোতে নিয়ে গিয়েছেন, ভালোমন্দ দেখেছেন। আর দুজনেই একই প্রতিযোগিতাতে অংশ নিচ্ছে বলে মায়ের কষ্ট কমেছে, ভালো লেগেছে। একত্রে তারা নানা বিষয়ে আলোচনা করতে পারেন, হোটেল রুমগুলোতে ভালো ও সেরা সঙ্গী জোটে দুই ভাই, বোনের। এভাবে এগিয়েছেন তারা।
তাদের জীবনের গল্প বলেছেন বাবা রমেশবাবু, ‘যখন প্রজ্ঞানন্দ খেলাটি শিখতে শুরু করলো, ততদিনে আমার স্ত্রী বড় মেয়ে ভিশালির সঙ্গে নানা জায়গাতে সফর করে চলেছে। ফলে আমাদের প্রথম সমস্যা ছিল কীভাবে তাদের দুজনের শিডিউলগুলোকে আমরা ম্যানেজ করবো। যখন ছেলেরও দাবার প্রতি আগ্রহ টের পেলাম, তাদের খেলার শিডিউল এক করতে আমরা জোর করতে পারলাম।’ তারা থাকেন চেন্নাইয়ের একটি শহরতলী পাডিতে। রমেশবাবুর পুরো পরিবারটি তাদের উপস্থিতি ছেলেমেয়েদের দাবার ক্যারিয়ার ও সেগুলোর শিডিউলে কেন্দ্রীভূত করেছেন। প্রজ্ঞানন্দ একজন উচ্চাকাংখী দাবারু। তবে প্রতিযোগিতাগুলোতে তার ভাগ্য সুপ্রসন্ন থাকেনি। তারপরও তার বাবা ছেলেকে নিয়ে খুশি। তিনি হাসতে, হাসতে বলেছেন, ‘যেকোনো কিছুর চেয়ে আমার ছেলে খেলতে বেশি ভালোবাসে বলে খেলোয়াড় হিসেবে আমার মনে হয়। খেলার ফলাফল তার পক্ষে এলো কিনা তাতে খুব বেশি কিছু প্রাগের আসে, যায় না।’ প্রাগের কোচ হলেন ভারতের গ্রান্ড মাস্টার রামাচন্দন রমেশ। কোচের ভাষ্য হলো-‘আরো বেশি স্পন্সরের সমথন পেলে তার ক্যারিয়ারটিকে উচ্চতম স্তরে সে বেশিদিন রাখতে পারবে।’ এই কোচ তাকে ভালোভাবে গড়ে দিতে অ্যাকাডেমিতে তাদের নিয়ে দলগত আলোচনা করেছেন। জানিয়েছেন, আমরা প্রজ্ঞানন্দের মাধ্যমে খুব কম কয়েকটি ব্যক্তিগত সেশনের আয়োজন করতে পেরেছি। একা তাকে দিয়ে সেশন চালানো খুব কঠিন। আর তাকে নিয়ে বলবো, সে খুবই মনোযোগী এবং গ্রান্ড মাস্টার হবার অনেক আগে থেকেই সে একজন গ্রান্ড মাস্টারের মতো খেলে চলেছে। যখন সে প্রথম আমার কাছে এসেছিল, তখনই একটি বিশেষ শিশু ও-আমি জানতাম। আমি অনেক মেধাবী শিশুর সঙ্গে কাজ করেছি তবে প্রাগ সবসময়ই আলাদা হয়েছে। একজন খেলোয়াড় হিসেবে নিজের শক্তিগুলোর বিষয়ে সবসময়ই ওয়াকিবহাল এবং সবচেয়ে কঠিন শ্রমটি সে স্বেচ্ছায় দেয়। যে কোনো অবস্থায় আক্রমণে বেরিয়ে পড়ে। এটি একটি দুলভ গুণ যেটি দাবারুদের মধ্যে দেখা যায়। অ্যাকাডেমিতে তিনি কেবল তাদের জয় লাভের দিকে নিয়ে যাননি, হেরে যাবার পরও নিজের ছাত্র, ছাত্রীদের নিয়ে কাজ করে চলেছেন তিনি। তাদের পরাজয়গুলোকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়া, সেগুলো থেকে বেরিয়ে আসা ও ভুলে যাওয়া শিখিয়েছেন। আরো শক্তিশালী হিসেবে ফিরে আসার শিক্ষা দিয়েছেন। বলেছেন, ‘আপনার পক্ষে সম্ভব সবচেয়ে কঠিন কাজগুলো করে গিয়েও আপনি হারতে থাকতে পারেন। ফলে তখন আপনার করণীয় একমাত্র হলো সঠিক আচরণটি করে যাওয়া। আমাদের প্রজ্ঞানন্দের মধ্যে এই চমৎকার গুণটি আছে। সে তার সুযোগগুলোর বিষয়ে অত্যন্ত প্রয়োগবাদী। সে আরো জানে যে, সবকিছুকে, সবসময় সে জিততে পারবে না। এটি তাকে গ্রান্ড মাস্টারের নম লাভের পথে হারতে থাকার সময়গুলোতেও প্রেষণা যুগিয়ে গিয়েছে। কখনো সে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে না। নিজেকে এই শিক্ষা খুব ভালোভাবে দিয়েছে প্রজ্ঞানন্দ।’ খেলাটির প্রতি ভালোবাসা থেকে ছোটবেলা থেকেই সে ক্লাস ও পরীক্ষা বাদে অন্যসময়গুলোতে প্রশিক্ষণ ও খেলায় অংশ নিতে টুনামেন্টগুলোতে গিয়েছে। বিদ্যালয়ের খাবারের অবসরে যে সময়গুলোতে তাকে প্রতিযোগিতাতে অংশ নিতে হয়েছে, এর বিনিময়ে কোচ অ্যাকাডেমিতে তাদের জন্য মজা ও আনন্দের মাধ্যমে সবকিছু করতে চেষ্টা করেছেন। প্রজ্ঞানন্দের মনোযোগকে কেন্দ্রীভূত করতে একটি নতুন টিটি টেবিল একটু উঁচুতে স্থাপন করেছেন। কেবল তখনই তার এই ছাত্র ও অন্যদের কাছে চলে আসে টেবিলটি যখন তারা লুকিয়ে পড়তে চায়। কার পাকিংয়ের জায়গাগুলোতে তারা খেলে। একেবারে ছোট থেকে তৈরি করা এই ছাত্রের বিষয়ে কোচ বলেছেন, আমার এই ছেলেটির সবচেয়ে আকষণীয় ও দেখার মতো দিক হলো তার পরিপক্কতা। তার যেকোনো বসয়ে বেশিরভাগ খেলোয়াড়ের পক্ষে অচিন্তনীয় কাজ করেছে প্রজ্ঞানন্দ। তবে এই অবিশ্বাস্য এই খেলোয়াড়ের দাবী, সে তার বাবা যা করতে পারতেন সেগুলোই তিনি করে চলেছেন। বলেছেন, তার পরিপক্কতাগুলোই কেবল আমার মাধ্যমে খেলাটিতে আছে। তবে অন্যসব শিশুদের মতো ছোটবেলায় তিনি কাটুন দেখতে ভালোবাসতেন। ছোট সাইকেলে পা চালিয়ে ঘুরতেন। যখন তিনি বাড়িতে থাকতেন।
গ্রান্ড মাস্টার রমেশবাবু প্রজ্ঞানন্দ তার দাবা জীবনের জীবনের আদশ মানেন বিশ্বনাথন আনন্দ ও ম্যানগাস কার্লসেনকে। তবে এই ১৬ বছরের কিশোর দাবার ভুবনের বিস্ময় দাবার বিশ্ব চ্যাম্পিয়ন ম্যানগাস কার্লসেনকে স্তব্ধ করে দিলেন। ‘দি এলারথিংস মাস্টার’ নামের বিশ্বসেরা দাবাড়দের ১২ রাউন্ডের অনলাইন প্রতিযোগিতাতে তাকে হারিয়ে দিয়েছেন তিনি। ২২ ফেব্রুয়ারি, ২০২২ সালে আয়োজনটি হয়েছে। প্রাগ মিথ্যে প্রমাণ করেছেন তার বয়সকে, ঠান্ডা ও পূণ মনোযোগী এবং গুছিয়ে খেলে বলে তার খুব সুনাম আছে। যে ভুলগুলো কার্লসেন করে গিয়েছেন, সেগুলোরই সুবিধা গ্রহণ করে ভারতের তরুণ তারকা তাকে হারিয়ে দিয়েছেন।
কার্লসেন সম্পকে একটি তথ্যই যথেষ্ট-তিনি টানা পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন। যখন তিনি প্রাগের সঙ্গে খেলায় ফিরে আসার যুদ্ধে নেমেছেন, একবারও তাকে সুযোগ দেননি প্রজ্ঞানন্দ। ফলে নিজের খেলা শুরুই করতে পারেননি কালসেন। ধারাবাহিকভাবে ভালো খেলে অত্যন্ত দ্রুতগতির দাবার এই প্রতিযোগিতায় স্বাভাবিকভাবে জিতেছেন তিনি। তাতে লাভ করেছেন একটি বিশ্ববিখ্যাত জয়। ২০১৩ সালে দাবার বিশ্বচ্যাম্পিয়ন হবার পর সবচেয়ে কম বয়সের খেলোয়াড় হিসেবে তাকে হারিয়ে দিলেন প্রাগ। এই নরওয়েজিয়ানের বিপক্ষে জেতা ইতিহাসের তৃতীয় ভারতীয় তিনি। তবে জয়ের অনুভূতি খুব অল্পে জানালেন-‘আমি খুবই খুশি।’ কীভাবে উদযাপন করবেন-এই প্রশ্নের জবাবে বলেছেন, ‘আমার মনে হয় এখন আমার কেবল ঘুমাতে বিছানায় যাওয়া প্রয়োজন।’ তারপর বলেছেন, ‘এখন ঘুমানোর সময় চলে এসেছে, আমার মনে হয়, এই রাত আড়াইটায় আমার সকালের খাবার খেতে যাওয়া উচিত নয়।’ তাকে দাবা খেলা শেখানো কোচ আর.বি. রমেশ বলেছেন, ‘আমরা আশা করি, যদি এটি ঘটে তাহলে মহৎ কম হয়েছে। আর যদি না হয়ে থাকে, তাহলেও ভালো।’ দিনে গড়ে ৪ থেকে ৫ ঘন্টা অনুশীলন করেন তার ছাত্র প্রাগ।
প্রাগের জয়ে বিশ্বনাথন আনন্দ টুইটারে লিখেছেন, আমি আমাদের প্রতিভাগুলোর জন্য সবসময় গব অনুভব করি।’ প্রাগকে বলেছেন, ‘আজ তোমার খুব ভালো একটি দিন।’ ভারতের কিংবদন্তী ক্রিকেট তারকা, ইতিহাসের সবচেয়ে ভালো ব্যাটসম্যানদের একজন শচীন টেন্ডুলকারও প্রাগকে শুভেচ্ছা জানিয়েছেন। বলেছেন, ‘প্রাগের জন্য আমাদের কী অসাধারণ অনুভূতি হলো। ১৬ বছর বয়সেই অভিজ্ঞদের মধ্যে সেরা ও সবচেয়ে গোছানো-দাবার বিশ্বচ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে দিলো। কালো ঘুঁটিগুলো নিয়ে এই জয় আসলে জাদুর মতো।’ আরো লিখেছেন ক্রিকেট বিস্ময়, ‘আগামী দিনের একটি বড় ও সফল দাবার ক্যারিয়ারের জন্য আমি তোমাকে সবচেয়ে ভালোভাবে আশীবাদ করছি। তুমি ভারতকে গবিত করেছো।'

Header Ad

৮ ক্রিকেটারসহ ৯ জনকে নিষিদ্ধ করলো বিসিবি

ছবি: সংগৃহীত

তৃতীয় বিভাগ ক্রিকেটে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৮ ক্রিকেটারসহ মোট ৯ জনকে নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নিয়ম অমান্য করায় এই ক্রিকেটারদের প্রত্যেককে ১ বছরের নিষেধাজ্ঞা এবং ৫০ হাজার টাকা করে জরিমানা করেছে বিসিবি।

শুক্রবার (২২ নভেম্বর) বিসিবি সভাপতি ফারুক আহমেদের পক্ষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আচরণ বিধি লঙ্ঘনের দায়ে ৮ ক্রিকেটার ও এক ক্লাব কর্তাকে ১ বছরের জন্য নিষিদ্ধ এবং সবাইকে কমপক্ষে ৫০ হাজার টাকা করে জরিমানা গুনতে হবে।

এতে আরও বলা হয়েছে, ঘরোয়া ক্রিকেটের কোনো পর্যায়েই শৃঙ্খলাভঙ্গের কোনো ধরনের ঘটনায় নমনীয় হবে না বিসিবি। তাই এটিকে ক্রিকেটার ও কর্মকর্তাদের প্রতি বার্তা হিসেবে নেওয়া যায় যে, আচরণবিধি ভঙ্গের ঘটনায় বোর্ড কঠোর পদক্ষেপ নেবে।

ওই ৮ ক্রিকেটার হলেন, তেজগাঁও একাডেমির ইয়াসিন আরাফাত, রিফাত আল ইমন (অনিক), তাসিন আহমেদ রনবি, রাব্বি হাসান, পারভেজ আহমেদ জয়। স্যাফায়ার স্পোর্টিং ক্লাবের রানা খান, সাইফুল ইসলাম শাওন ও মোহাম্মদ হৃদয়। আর তেজগাঁও ক্লাবের কর্মকর্তা রবিন।

জানা গেছে, গত সোমবার পিকেএসফ ১ নম্বর মাঠে হওয়া সুপার লিগের ম্যাচে তেজগাঁও ক্রিকেট একাডেমি ও স্যাফায়ার স্পোর্টিং ক্লাবের ক্রিকেটাররা হাতাহাতিতে জড়িয়ে পড়ে। পরে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের টেকনিক্যাল কমিটি ঘটনার প্রমাণ সাপেক্ষে তাদের শাস্তি দেয়।

Header Ad

উপদেষ্টাদের যাচ্ছেতাই কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না: রিজভী

বক্তব্য রাখছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

দেশের জনগণের দুর্ভোগের মধ্যে উপদেষ্টাদের অযাচিত কার্যকলাপ কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে সতর্ক করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে নয়াপল্টনে শ্রমিক সমাবেশে তিনি এই মন্তব্য করেন।

রিজভী বলেন, জনগণের দুর্ভোগ আগের মতোই রয়ে গেছে। অন্তর্বর্তী সরকার নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ করতে পারছে না। উপদেষ্টারা চাকরিজীবীর মতো কাজ করছেন। তাদের কাজে বিপ্লবের গতিশীলতা নেই।

তিনি বলেন, বিদেশে বসে শেখ হাসিনা গুজব ছড়িয়ে দুর্বৃত্তদের উসকানি দিচ্ছে। ক্ষমতা নিশ্চিত করার জন্যই গত ১৫ বছর পুলিশ দিয়ে হত্যা ও নির্যাতন চালানো হয়েছে।

বিএনপির এই নেতা অভিযোগ করেন, কারাগারের সালমান এফ রহমান বহাল তবিয়তে রয়েছেন। সেখানে সে খুব তৎপরতা চালাচ্ছে।

রুহুল কবির রিজভী বলেন, ছাত্রদলের নেতাকর্মীরা এখনও বঞ্চিত হচ্ছে। আন্দোলনে ছিল এমন পরিচয়ে কিছু মানুষ সব পদ দখল করে নিচ্ছে।

এ সময় আন্দোলনে হতাহতদের মাসিক ভাতা ও ভরণপোষণের দায়িত্ব সরকারকে নিতে হবে বলেও জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব।

Header Ad

ভিসা কবে উন্মুক্ত করবে সেটা ভারতের নিজস্ব ব্যাপার: হাসান আরিফ

ছবি: সংগৃহীত

ভূমি এবং বেসামরিক বিমান, পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ জানিয়েছেন, ভারত বাংলাদেশিদের জন্য কবে থেকে ভিসা উন্মুক্ত করে দিবে, তা ভারতের নিজস্ব ব্যাপার, এটা নিয়ে সরকারের কোনো বক্তব্য দেয়ার কিছু নেই।

শুক্রবার (২২ নভেম্বর) গাজীপুরের কালিয়াকৈরের সফিপুর নবনির্মিত ওয়ামি কমপ্লেক্সের উদ্বোধন কালে এসব কথা বলেন তিনি।

হাসান আরিফ বলেন, দেশের পর্যটন বিকাশে তার মন্ত্রণালয় বিশদ পরিকল্পনা নিয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তীতে সাংবাদিকদের জানানো হবে।

এ সময় তিনি বলেন, জিয়াউর রহমানের দানকৃত জমিতে গড়ে তোলা হবে হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠান। সমাজে অবস্থার কারণে বিভিন্নভাবে রোহিঙ্গাদের দেশ থেকে বিতাড়িত করেছে। ওয়ামী তাদের জন্য কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, শিক্ষা ক্ষেত্রে আমরা পিছিয়ে আছি। তবে শিক্ষার পাশাপাশি যুব সমাজকে এগিয়ে নিতে ওয়ামি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। অন্যতম মুসলিম দেশ হিসেবে বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে সৌদি আরবের গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করে তিনি উপস্থিত সৌদি রাষ্ট্রদূতের প্রতি কৃতজ্ঞতা জানান।

এ সময় আরও বক্তব্য রাখেন, সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান,ওয়ামী সচিবালয়ের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল প্রফেসর ড. আব্দুল হামিদ ইউসুফ আল মাজরু, ওয়ামী কার্যালয়ের বৈদেশিক অফিস ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ডিরেক্টর সাআ’দ আব্দুল্লাহ বিন জাবর ও ত্রাণ বিভাগের কর্মকর্তা আব্দুল মালেক আল আমের প্রমুখ। এ সময় আরও উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা প্রশাসক নাফিসা আরেফিন, জেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহামেদ, উপজেলা সহকারী ভূমি কমিশনার দিল আফরোজ।

এর আগে পবিত্র কুরআন তেলাওয়াতের পর ভ্রাতৃপ্রতিম বাংলাদেশ ও সৌদি আরবের জাতীয় পতাকা উত্তোলন করা হয়। নবনির্মিত ওয়ামি কমপ্লেক্স ভবনে রয়েছে দ্বিতল বিশিষ্ট সুপরিসর মসজিদ, ১০০ জন এতিম শিশুর জন্য উন্নত মানসম্পন্ন আবাসন ব্যবস্থা, ১টি ক্যাডেট মাদ্রাসা, ১টি নুরানী ও হিফজ মাদরাসা, ১টি লাইব্রেরি হল, ১টি হলরুম ও কনফারেন্স রুম, তরুণ শিক্ষার্থীদের ডিজিটাল লার্নিং জন্য একটি আইটি প্রশিক্ষণ সেন্টার ও ডাইনিং হল। এ ছাড়াও কমপ্লেক্স এর অবশিষ্ট পরিকল্পনার মধ্যে একটি হাসপাতাল, স্কুল, ভোকেশনাল সেন্টার, প্রশিক্ষণার্থীদের জন্য ডরমিটরি ও প্লে গ্রাউন্ড নির্মাণের বিষয় তিনি উল্লেখ করেন।

Header Ad

সর্বশেষ সংবাদ

৮ ক্রিকেটারসহ ৯ জনকে নিষিদ্ধ করলো বিসিবি
উপদেষ্টাদের যাচ্ছেতাই কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না: রিজভী
ভিসা কবে উন্মুক্ত করবে সেটা ভারতের নিজস্ব ব্যাপার: হাসান আরিফ
জুরাইন রেলক্রসিং ছাড়লেন রিকশাচালকরা, ৪ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
পাঁচ দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশিদের জন্য সতর্কতা
সাফজয়ী নারী ফুটবলার আইরিনকে নওগাঁয় সংবর্ধনা
বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ দেবে পাকিস্তান
বেনাপোলে সীমান্ত থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার
পুলিশ-অটোরিকশা চালক সংঘর্ষ, ঢাকা-পদ্মা সেতু ট্রেন চলাচল বন্ধ
ভারতীয় সাবমেরিনের সঙ্গে মাছ ধরা নৌকার সংঘর্ষ, নিখোঁজ ২
সংসার ভাঙার দুদিন পরই সুখবর দিলেন এ আর রহমান
ঢাকায় পৌঁছেছেন বাইডেনের বিশেষ প্রতিনিধি
আ.লীগকে নির্বাচনের সুযোগ দেওয়ার বিষয়ে যা বললেন হাসনাত আব্দুল্লাহ
যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে ফিরলেন আরও ৮২ বাংলাদেশি
পাকিস্তানে যাত্রীবাহী গাড়িতে সন্ত্রাসী হামলা, নিহত ৪৫
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৮ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন
তামিমকে অধিনায়ক করে বাংলাদেশের দল ঘোষণা
নতুন নির্বাচন কমিশন শপথ নেবে রোববার
গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়াল ৪৪ হাজার
খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করলেন মাহফুজ-আসিফ-নাহিদ