ছবিতে চেংগেটির বিশ্ব ঐতিহ্য

মৌরিতানিয়ার ৮ শতক থেকে শুরু হওয়া ১৭ শতকের সাহারা মরুভূমির ভেতরের দেশ ও শহরগুলোর গড়ে তোলায় প্রধান ভূমিকা রেখেছে যে বাণিজ্য পথ, উটের কাফেলাগুলোর সারি কেবল খাদ্য, উপহার সামগ্রী ও কেনা-বেচার জন্য নানা মূল্যবান পণ্যদ্রব্যই আনা-নেওয়া করেনি; পথের মাঝে সে বিলিয়েছে জ্ঞান। একজনের হাত থেকে তুলে দিয়েছে অন্যের হাতে। পরম যত্ন সেগুলো বসতিগুলোর মানুষের ভালোবাসার ধন হয়েছে। এখন ১১ শতকের হাতে লেখা পান্ডুলিপি আছে; ছয়শ বছরের পুরোনো গ্রন্থাগার আছে বংশের কাছে। গোত্রপ্রথা, আরবী সাহিত্যের নানা দিক তারা রেখে দিয়েছেন খুব ভালোবেসে। আরবদের এই জ্ঞানভান্ডার কীভাবে, কী দশায় জীর্ণ জীবনের মধ্যেও পরমভাবে আগলে রেখেছেন তারা; ছবিগুলোই তার প্রমাণ। ইউনেসকোর বিশ্ব সাংস্কৃতিক সম্পদের ভুবনে চলে যাই চলুন। ইউনেসকো এই সাহারার শহরটিকে সাংস্কৃতিক বিশ্বঐতিহ্য ঘোষণা করেছে। তাকে রক্ষা করেছে।
ওএস।
