শনিবার, ৫ এপ্রিল ২০২৫ | ২১ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

ইউনেসকোর বিশ্ব ঐতিহ্য হলো বইয়ের ভুবন

সাহারা মরুভূমির গভীরে, উত্তর-পশ্চিম আফ্রিকান দেশ মৌরিতানিয়া। তাতে ঘুমিয়ে আছে মরুদ্যানের শহর চিংগেটি। বহু পুরোনো মরু শহর, জন্ম ১১ শতক। আঁকা, বাঁকা সড়কগুলো ও বহু পুরোনো ট্রান্স-সাহারান বাণিজ্যপথগুলোর জোরে আজও বেঁচে আছে মরুর বুকে। ৮ থেকে ১৭ শতক পর্যন্ত সাহারা মরুভূমির ভেতরের সাহারান আফ্রিকা ও উত্তর আফ্রিকার বিভিন্ন শহরের মধ্যে বাণিজ্য চলতো এই পথগুলো দিয়ে উটের গাড়িতে। ক্যামেল কারাভান নামে উটের এই মরু কাফেলার জন্য বিখ্যাত মরুভূমিটি। যেগুলোতে তারা স্বর্ণসময়ে নানা ধরণের পণ্যদ্রব্যাদি পুরো উত্তর আফ্রিকা জুড়ে আনা-নেওয়া করতেন। নানা ধরণের বাণিজ্যের সঙ্গে আরব বিশ্বের গুরুত্বপূর্ণ পান্ডুলিপিগুলো এখানে বিনিময় হতো, কেনা-বেচা চলতো। এভাবে তারা চিংগেটিকে পরিণত করেছিলেন একটি জ্ঞান আহরণের কেন্দ্রে। বহু পুরোনো বাণিজ্য পথকে আশপাশের অধিবাসীরা ব্যবসায়ীদের সঙ্গে মিলে সাংস্কৃতিক উন্নয়নের পথে নিয়ে গিয়েছিলেন। সবচেয়ে উল্লেখযোগ্য হলো এখন, তাদের মাধ্যমে বিরাট একটি পুরোনো হাতে লেখা পান্ডুলিপির সংগ্রহশালা তৈরি হয়েছে। মৌরিতানিয়া থেকে সেগুলো ছড়িয়ে গিয়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। এই লেখার ভুবনের ভাষা আরবি। আরবের দেশে, দেশে সেগুলো বিদ্বানদের হাতে পৌছেছে। এখন আর সেই ঐতিহাসিক ট্রান্স-সাহারান বাণিজ্য পথটি নেই। তবে বিশাল সাহারা মরুভূমি আজো আছে। সে তার যৌবনের গর্ব ধরে রেখেছে এই চিংগেটি শহরে। শহরটির পরিচয়ের একটি অংশ হলো পান্ডুলিপিগুলো। সেগুলো তার দেশ মৌরিতানিয়ার উন্নত সাংস্কৃতিক সম্পদের পরিচয় বহন করে চলেছে। তবে নানা কারণে এখন তারা ঝুঁকিতে। তেমনই একটির মালিক সাইফ আহমেদ মাহমুদ। তিনি তার পুরোনো পরিবারের আহমেদ মেহমুদ পারিবারিক গ্রন্থাগার (আহমেদ মেহমুদ ফ্যামেলি লাইব্রেরি)’র স্বতাধিকারী। তাদের পারিবারিক সংগ্রহশালাটির জন্ম ১৬৯৯ সালে। এখন তাতে আছে মোট ৭শর বেশি পান্ডুলিপি, সবই হাতে লেখা। অত্যন্ত উন্নত এই গ্রন্থাগারটি যে সাংস্কৃতিক উত্তরাধিকারের মালিক, সেটি পুরো আরব বিশ্ব থেকে সংগ্রহ করা। পান্ডুলিপিগুলোর মধ্যে আছে ধর্ম, গণিত, সাহিত্য ও জ্যোর্তিবিদ্যার অনেক, অনেক বই। তিনি বলেছেন, ‘আমারই নয়, পুরো চিংগেটি শহরে আছে অনেক বই, বিপুল পান্ডুলিপি। সবচেয়ে উল্লেখযোগ্য হলো পান্ডুলিপিগুলো আমাদের ধর্মীয় সম্পদ নিয়ে লেখা।’ ২০২১ সালের ফেব্রুয়ারিতে পাঁচটি পশ্চিম আফ্রিকান দেশের রাষ্ট্রপতি ও তাদের সাবেক ঔপনিবেশিক শাসক ফ্রান্স একমত হয়েছেন, মৌরিতানিয়ার অংশ ছিল এককালে, সেই সাহেল অঞ্চলে ইসলামী চরমপন্থীদের বিপক্ষে যুদ্ধ পরিচালনা বন্ধ করে দেবেন। সাহেল অঞ্চলটি আফ্রিকাতে সাহারা থেকে উত্তর-দক্ষিণে। এই নেতারা আরো একমত হয়েছেন অধিক শক্তিশালী করবেন একটি আঞ্চলিক অস্ত্রশক্তি জি৫ সাহেল বাহিনীকে, যেটি ২০১৭ সালে শুরু হয়েছিল। তাতে আছেন মালি, বুরকিনা ফাসো, চাঁদ, নাইজার ও মৌরিতানিয়ার যোদ্ধারা। এই দেশগুলো ফরাসী বাহিনীর সঙ্গে মিলে কাজ করছে। এসব নানা কারণে এখন আর আগের মতো পর্যটকের পা পড়ে না চেংগেটিতে। ফলে তারা সবাই বিপদে পড়েছেন। যে প্রবাহ ছিল পর্যটকদের, সেটি প্রায় বন্ধ হয়েছিল। তবে এখন আবার তারা ফিরছেন বলে খুশি হয়ে জানিয়েছেন মাহমুদ। আরো জানিয়েছেন, ‘একসময় সামান্য বিপদে পড়েছিল আমাদের শহর পর্যটকদের দ্বারা। এটি আফ্রিকার বুদ্ধি, শান্তি, প্রশান্তি, শান্তিপূর্ণ অবস্থার একটি কোণ। তবে প্লেগে আক্রান্ত হয়ে আমাদের মারাত্মক বিপদ হয়েছে। ১৯৯৫ সালে আবার সামান্য আশার আলো দেখেছি, যখন থেকে আমরা পর্যটকদের স্বাগত জানাতে শুরু করলাম। তবে একসময় আবার পর্যটনে আমাদের হায়, হায় অবস্থা যুক্ত হলো যখন তাদের আগমন বন্ধ করে দেওয়া হলো। এরপর তো এই বিপদ সারা বিশ্বের-কোভিড ১৯ রোগ ছড়ালো। তবে এই বছর পযটন খাত থেকে আমরা আবার সামান্য আহরণ করতে পেরেছি। আমরা আশাবাদী ও ভবিষ্যতের দিকে সবাই চেয়ে আছি।’ তাদের একজন ফরাসি পর্যটক গিয়েম ইউএন জানিয়েছেন, এই দেশটি সম্পকে আরো অনেক বেশি জানতে তিনি খুব আগ্রহের সঙ্গে অপেক্ষা করছেন। আরো বলেছেন, ‘এই কারণেই আমি বন্ধুদের সঙ্গে এসেছি এবং আমরা এই গ্রন্থাগারটিতে যেতে চেয়েছি, সেটি মৌরিতানিয়ার খুব গুরুত্বপূর্ণ অংশ বলে। সেখানে গিয়ে আমরা অনেক কিছু জানতে পেরেছি।’ শহরের আরেকটি ঐতিহাসিক গ্রন্থাগার আছে হাবত পরিবারের। তাদের গ্রন্থাগারটি ১৪শর বেশি পান্ডুলিপিতে বোঝাই। ‘দি হাবত লাইব্রেরি’তে সবচেয়ে পুরোনো হাতে লেখা পান্ডুলিপিটি ১১ শতকে লেখা। কান্না ও ভালোবাসায় তারা পুরো গ্রন্থাগারকে বাঁচিয়ে রেখেছেন প্রজন্মের পর প্রজন্ম। এখন তার মালিক আহমেদ ওদুদ হাবত। জানিয়েছেন তিনি, ‘পাত্রগুলোতে আমরা পাউডার রাখতে শুরু করেছিলাম, গামলাগুলোতে পাশে রেখে পানিতে ভর্তি করেছি, যাতে পান্ডুলিপিগুলোকে উইপোকা ও পোকামাকড়ের হাতে নষ্ট হয়ে না যায়। তবে তিন মাস আগে আমরা সূর্যের আলোতে সবগুলো পান্ডুলিপিকে রাখতে বাইরে বের করেছি। তাদের পোকাগুলোর হাত থেকে বাঁচাতে আমরা সূর্যের আলোতে বইগুলোর ভেতরে লবনও দিয়েছি।’ তাদের জন্য সুবিধা হয়ে আছে পাশের ইডেন হোটেল। তারা প্রতিটি অতিথিকে তাদের ঘরে একটি নির্বাচিত বইয়ের সংগ্রহশালা পড়ার সুযোগ অতিথিসেবায় যোগ করেছেন। হোটেলের ম্যানেজার ও ইডেন পরিবারের একজন আলী ইডেন বলেছেন, ‘যে বইগুলো তাদের ঘরে, ঘরে আছে, সেগুলো পর্যটকদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় হচ্ছে। কেননা বইয়ের পাতাগুলোই তাদের চেংগেটির জীবনের একটি বিরাট শিক্ষা হবে। তারাও এই কাজগুলোকে খুব সানন্দে গ্রহণ করছেন। যখন ভেতরের পাঠোদ্ধার করতে পারেন, বইগুলো খুব সম্মান লাভ করে। ফিরে এসে ঘুমানোর আগে তারা সাধারণত বইগুলো পড়তে শুরু করেন এবং বইগুলোকে পাশে রেখে তারা বিশ্রাম গ্রহণ করেন।’ তবে সবচেয়ে উত্তেজক ও আনন্দের খবর হলো, এই বইয়ের পান্ডুলিপিগুলোর সুবাদে ইউসেকোর ওয়াল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়েছে চেংগেটিকে, ১৯৯৬ সালে।

Header Ad
Header Ad

এক দিনেই পাঁচ রাষ্ট্রপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করলেন ড. ইউনূস

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হরিনি অমরসুরিয়ার সঙ্গেও বৈঠক করছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোট বিমসটেকের দ্বিতীয় দিনে পাঁচ রাষ্ট্রপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (৪ এপ্রিল) বিমসটেক সম্মেলন শেষে প্রথমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন তিনি।

এরপর থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্নের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন ড. ইউনূস। থাই প্রধানমন্ত্রী বাংলাদেশকে দুই বছরের জন্য বিমসটেকের সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান এবং পারস্পরিক সহযোগিতার আশ্বাস দেন।

পরে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে বৈঠকে বসেন ড. ইউনূস। আঞ্চলিক উন্নয়ন ও পারস্পরিক সহায়তা নিয়ে আলোচনা করেন তারা। একই দিন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হরিনি অমরসুরিয়ার সঙ্গে হোটেল সাংগ্রিলায় বৈঠক করেন ড. ইউনূস, যেখানে অর্থনৈতিক উন্নয়নে সহযোগিতার বিষয়টি উঠে আসে।

বিকেলে মিয়ানমারের সরকার প্রধানের সঙ্গে হেঁটে হেঁটে বিভিন্ন ইস্যুতে আলাপ করেন ড. ইউনূস।

এদিকে, বৈঠকের পর নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করেন—“বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছি। ভারত বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও জনকেন্দ্রিক সম্পর্কের প্রতিশ্রুতিবদ্ধ।” তিনি আরও বলেন, “বাংলাদেশে শান্তি, স্থিতিশীলতা, অন্তর্ভুক্তি ও গণতন্ত্রের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করেছি। সীমান্ত নিরাপত্তা ও সংখ্যালঘুদের সুরক্ষা নিয়ে আলোচনা করেছি।”

উল্লেখ্য, ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত বিমসটেক বর্তমানে বাণিজ্য, প্রযুক্তি, পরিবহন, জ্বালানি ও সন্ত্রাসবাদ দমনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আন্তঃআঞ্চলিক জোট হিসেবে কাজ করছে।

Header Ad
Header Ad

যুক্তরাষ্ট্র চলতি বছর ৬৮২ ভারতীয়কে ফেরত পাঠিয়েছে

ছবি: সংগৃহীত

চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত যুক্তরাষ্ট্র মোট ৬৮২ জন ভারতীয়কে ফেরত পাঠিয়েছে। এদের মধ্যে অধিকাংশই অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করেছিলেন। শুক্রবার (৪ এপ্রিল) ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিংহ লোকসভায় এ তথ্য জানান।

তিনি বলেন, সীমান্তে আটক হওয়া ভারতীয়দের নথিপত্র যাচাইয়ের পর যুক্তরাষ্ট্র তাদের প্রত্যাবাসন করে। একই সঙ্গে ভারত সরকার অবৈধ অভিবাসন ও মানব পাচার নিয়ে উদ্বিগ্ন এবং এই সমস্যা মোকাবিলায় মার্কিন প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলছে। অপরাধমূলক অভিবাসন চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, শিক্ষার্থী, পর্যটক এবং পেশাদারদের আমেরিকা যাতায়াতে যাতে কোনো সমস্যা না হয়, সেদিকেও নজর দিচ্ছে মোদী সরকার। মার্কিন কর্তৃপক্ষ যে ভারতীয় নাগরিকদের তালিকা পাঠায়, তা গুরুত্ব সহকারে যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।

এদিকে, জালিয়াতির দায়ে অভিযুক্ত ট্রাভেল এজেন্টদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে সক্রিয় হয়েছে ভারত সরকার। মানব পাচারচক্রের সঙ্গে এজেন্টদের যোগসূত্র রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

Header Ad
Header Ad

কাকে বিয়ে করলেন জনপ্রিয় অভিনেতা শামীম?

ছবি: সংগৃহীত

জনপ্রিয় অভিনেতা শামীম হাসান সরকার অবশেষে বিয়ের পিঁড়িতে বসেছেন।

শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে একটি পোস্ট দিয়ে বিয়ের খবর জানিয়েছেন তিনি। স্ত্রীর সঙ্গে তোলা একটি ছবি দিয়ে প্রোফাইল পিকচার পরিবর্তন করে ক্যাপশনে লিখেছেন— "আলহামদুলিল্লাহ কবুল। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।"

এরপর পরিবারের সদস্যদের সঙ্গে তোলা ছবি কাভার ফটো হিসেবে পোস্ট করেছেন এই অভিনেতা। ছবিতে অন্তর্বর্তী সরকারের রেল উপদেষ্টা ফাওজুল কবির খানকেও দেখা গেছে।

 

তবে স্ত্রীর পরিচয় সম্পর্কে ফেসবুক পোস্টে কিছু উল্লেখ করেননি শামীম।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

এক দিনেই পাঁচ রাষ্ট্রপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করলেন ড. ইউনূস
যুক্তরাষ্ট্র চলতি বছর ৬৮২ ভারতীয়কে ফেরত পাঠিয়েছে
কাকে বিয়ে করলেন জনপ্রিয় অভিনেতা শামীম?
ঢাকার পথে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস
মানিকগঞ্জে বাঁশঝাড়ে কার্টনে মিললো তরুণীর লাশ
ঈদুল আজহার সম্ভাব্য তারিখ প্রকাশ
দেশে তীব্র তাপপ্রবাহ নিয়ে বড় দুঃসংবাদ
হাসিনাকে ফেরানো নিয়ে আলোচনা হয়েছে তবে এ বিষয়ে আর কিছু বলা সম্ভব নয় : বিক্রম মিশ্রি
মার্কিন গাড়ি আমদানিতে ২৫% শুল্ক আরোপের ঘোষণা কানাডার
প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার
বিমসটেকের চেয়ারম্যানের দায়িত্ব নিল বাংলাদেশ
চিকেনস নেকে ভারী যুদ্ধাস্ত্র মোতায়েন করল ভারত
চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে গৃহকর্মীর জিডি
পেঙ্গুইন ও পাখিদের উপরেও ট্রাম্পের শুল্ক আরোপ!
নেতাকর্মীদের মাঠে নামার নির্দেশ, আবারও শেখ হাসিনার উসকানি!
টাঙ্গাইলে ট্রাকচাপায় আনসার কমান্ডার নিহত
লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনা: না ফেরার দেশে প্রেমা, নিহত বেড়ে ১১
নিষেধাজ্ঞায় পড়লেন মেসির দেহরক্ষী, ঢুকতে পারবেন না মাঠে
শেখ হাসিনার প্রত্যর্পণ চাইলো বাংলাদেশ
ঈদ আনন্দে মুখরিত রংপুরের বিনোদন কেন্দ্রগুলো