শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ | ৮ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

ভারতের ‘ডিসকো কিং’

ভারত ও বাংলাদেশের, নানা ভুবনের মানুষের কাছে জনপ্রিয়। বিখ্যাত এই ভারতীয় গায়ক ও সঙ্গীত পরিচালক-বাপ্পি লাহিড়ি। জন্ম ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে। জন্মেছেন ১৯৫২ সালের ২৭ নভেম্বর। তারা বাঙালি ব্রাক্ষ্মণ পরিবার। বাপ্পির বাবা অপরেশ লাহিড়ি ছিলেন বিখ্যাত বাঙালি শিল্পী। মা বনশ্রী লাহিড়িও ছিলেন শিল্পী। তারা খুব গান গাইতেন। মা ভালো সঙ্গীত পরিচালক ছিলেন। ক্লাসিক্যাল ও শ্যামাসঙ্গীতে খুব পারদর্শী। ফলে ছেলেকে তারা গানের প্রতিটি শাখাতেই নিজের হাতে শিক্ষা দিয়েছেন। তিনি তাদের একমাত্র সন্তান ছিলেন। খুব ছোট থেকে বাপ্পি লাহিড়ি স্বপ্ন দেখতেন-নাম কামাবেন, জাতীয়ভাবেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও বিখ্যাত হবেন।

মোটে তিন বছর বয়সে তবলা শেখা শুরু করন। অল্পবয়সেই পেশাদার ও দক্ষ শিল্পীর মতো তবলা বাজিয়ে নিজের মধ্যে বড় শিল্পী হবার লক্ষণগুলো প্রকাশ করেছেন। বাপ্পি লাহিড়ি বিবাহিত-স্ত্রী চিত্রাণী লাহিড়ি। তাদের দুটি সন্তান। একটি ছেলে ও মেয়ে। ছেলেটি বড়-বাপ্পা লাহিড়ি, মেয়ের রেমা লাহিড়ি। গানের প্রতি ভালোবাসা, সঙ্গীতের প্রেম পুরো পরিবারে ছড়িয়ে দিয়েছেন বাপ্পি। স্ত্রীও একটি শিল্পী পরিবারের মেয়ে বলে সুবিধা হয়েছে। তাদের অনেকে গানবাজনা করেন। রেমা বাবার মতো খুব চমৎকার গান করেন। উত্তরাধিকার সূত্রে বাবার সঙ্গীতের তীক্ষ্মবোধ পেয়েছেন ছেলে বাপ্পা। বাবাকে অনুসরণ করে হিন্দি সিনেমা শিল্পে যোগ দিয়েছেন। বাপ্পা লাহিড়ি বলিউডে সঙ্গীত পরিচালক।

বাপ্পি লাহিড়ি অন্য কারো সঙ্গে মেলে না-এমন একটি স্টাইল গড়ে তুলেছেন। গানের ক্ষেত্রেও স্টাইলটি বাপ্পির নিজের তৈরি। পূব ও পশ্চিমের গানের ধারাগুলোকে নিখুঁতভাবে মিশিয়েছেন। তার পোশাকআশাকের স্টাইলও অনন্য। তার সংগ্রহে ছিল পাঞ্জাবি আদলের ভারতের ঐতিহ্যবাহী কুর্তা ও শেরওয়ানিগুলো। সেগুলো সবসময় পরতেন। কালো তার প্রিয় রঙ ছিল। তিনি তার পোশাকের আলমারিতে আরো সাজিয়ে রেখেছিলেন ওয়েস্টান স্যুট, শাট এবং ব্লেজারগুলো। বিভিন্ন ধরণের গহনা পরতে ভালোবাসতেন। এগুলো সবই তার জীবনকে গানের মতো প্রতিনিধিত্ব করে গিয়েছে। সারা ভারতে এবং আরো সব দেশে, এমনকি বাংলাদেশের বাংলা ভাষার মানুষের কাছে মুম্বাইয়ের এই নামকরা গায়ক চোখে পড়তেন স্বর্ণের গহনা পরা, গলায় চশমা পরা বলে।

বাংলা ছবিতে গেয়ে সিনেমার প্লেব্যাক শুরুর সুযোগ লাভ করেছিলেন বাপ্পি। ছবিটির নাম ‘দাদু’। বেরিয়েছিল টালিগঞ্জে, ১৯৭২ সালে। তখন বাপ্পি লাহিড়ির বয়স মোটে ১৯। যে ছবিটির মাধ্যমে তিনি হিন্দি ভুবনে সঙ্গীত পরিচালনার জীবন শুরু করেছেন, সেটির নাম ‘নানহা শিকারী’। বেরিয়েছিল ১৯৭৩ সালে। তখন তার ২০ বছর। বলিউডে তাকে যে ছবিটি স্থায়ীত্ব দান করেছে, সেটি তানহির হাসানের ছবি, ১৯৭৫ সালে মুক্তি পেয়েছে, নাম ‘ঝাকমি’। ছবিটিতে তিনি সঙ্গীত পরিচালনা করেছেন ও একজন প্লেব্যাক গায়ক হিসেবে বলিউডে যাত্রা করেছেন। তাকে এই ছবিটি খ্যাতি ও সুনাম লাভ করিয়ে দিয়েছে। হিন্দি ছবির ভুবনে একটি নতুন বাপ্পি লাহিড়ি যুগের সূচনা করেছে। নিজের গানের শক্তিতে, সুরের জাদুতে এরপর থেকে সামনের দিকে এগিয়ে গিয়েছেন তিনি। বাপ্পির ‘চলতে চলতে’ ও ‘সুরাকশা’ ছবি দুটি অবিশ্বাস্য জনপ্রিয়তা লাভ করেছে। তাকে সম্মানের শীর্ষে নিয়ে এসেছে। এত অল্প সময়ে এত বড় সাফল্য আর কোনো সঙ্গীত পরিচালক তার মতো কম বয়সে পাননি বলিউডে।

গায়ক, সঙ্গীত পরিচালক বাপ্পি লাহিড়ি ভারতে ডিসকো বিটের জনক। তার মন ভালো করে দেওয়া, ছন্দময় ও স্পন্দনময় সঙ্গীত ও সুরগুলো দশকের পর দশক ধরে ভারত এবং নানা দেশের সঙ্গীত ও সুর প্রেমীদের নাচিয়ে চলেছে। তিনি ডিসকো বিটের একক জনক হিসেবে পুরো ভারতেও জনপ্রিয় এবং পরিচিত ছিলেন। ভারতে তাকে ‘ডিসকো কিং’ হিসেবে ডাকা হতো। অন্যান্য দেশে তিনি ছিলেন ‘ভারতের ডিসকো কিং’। ১৯৮০’র দশকে তার বিখ্যাত ও জনপ্রিয় সিনেমা ‘ডিসকো ডান্সার’ ছবিটির কারণে সবচেয়ে জনপ্রিয় সঙ্গীত পরিচালকের আসনে বসে গিয়েছেন। যারা এই ছবির গানগুলো শুনেছেন তারা তার গলাটি ভুলতে পারবেন না।

নিজেকে বারবার ভেঙেছেন, গড়েছেন। তাকে মনে রাখতে হবে, পুরোপুরি বিনোদন দান করতে আসা একজন গায়ক ও সঙ্গীত পরিচালক হিসেবে, যিনি নিজেকে সুপারস্টার করেছিলেন। খুব ভালো পারকাশন বাজাতে পারতেন বাপ্পি লাহিড়ি। কেবল একজন নামকরা গায়ক ছিলেন না, বাপ্পি লাহিড়ি হিন্দি সিনেমার ভুবনের কিংবদন্তীদের সঙ্গে পাল্লা দিয়ে গেয়েছেনও। মোহামেদ রাফি ও কিশোর কুমারের সঙ্গে ডুয়েটগুলোর জন্য তিনি চিরস্মরণীয় হয়ে রইবেন। ভারতের দুই বিখ্যাত গায়িকা বোন লতা মঙ্গেশকর ও আশা ভোঁসলের সঙ্গেও অনেক কাজ করেছেন তিনি। সঙ্গীত পরিচালক হিসেবে বলিউডে এনেছেন ভিজয় বেনডিক্ট ও স্মরণ প্রভাকরকে। আলিশা চিনাই ও উষা উত্থুপের নাম কামাবার পথটি গড়ে দিয়েছেন সঙ্গীত পরিচালনায়।

১৯৯০’র বছরগুলোতেও হিন্দি গানের ভুবনে রাজত্ব করে গিয়েছেন তিনি প্রকাশ মেহরার প্রযোজনায় ‘দালাল’ ছবিতে সঙ্গীত পরিচালনা করে। নায়ক ছিলেন মিঠুন চক্রবর্তী। ছবিটির ‘গুটুর গুটুর’ গানটি খুব হিট করেছে। এই ছবিতেও তিনি বাকিগুলোর মতো গেয়েছেন। পরের দশকটিতেও আগের মতোই সাধারণ মানুষের মধ্যে বাপ্পি লাহিড়ির জনপ্রিয়তা প্রবাহমান ছিল। তার অ্যালবাম-‘বাপ্পি ম্যাজিক-দি অ্যাশলি বাপ্পা মিক্স’ সুপারহিট হয়েছে। তার ‘গোরি হায় কল্যায়ান’ ও ‘জিমি জিমি’ গান দুটি সিনেমায় বেরুনোর পর প্রবল ধুমধামের সৃষ্টি করেছে। ‘জিমি জিমি’ গেয়েছেন তিনি মিঠুনের কন্ঠে। ২০০৫ সালে তিনি ‘ম্যায় গান্ধিকো নাহিন মারা’ ছবিতে পরিচালক জুনু বড়ুয়ার জন্য কাজ করে খ্যাতি লাভ করেছেন।

অন্য সঙ্গীত পরিচালকদের জন্য গাওয়া শুরু করেন বাপ্পি লাহিড়ি ২০০৬ সালে। শুরুটি করেছিলেন ‘বম্বাই নগরিয়া’ গানে, কাজ করেছেন তাতে ভিশাল-শেখরের অধীনে। ছবির নাম ‘ট্যাক্সি নাম্বার ৯২১১’। সিনেমাটি বেরুনোর সঙ্গে, সঙ্গে গানটি হিট করেছে। মনি রত্নমের ছবি ‘গুরু’র মূল গানটিই তার, সুপারহিট হয়েছে। এখানে সঙ্গীত পরিচালনা করেছেন এ. আর. রহমান। এভাবে ভারতের হিন্দি ছবির বড় পর্দাগুলো জিতে নিয়ে টেলিভিশনের রিয়ালিটি শোগুলোর দিকে মনোযোগ দিয়েছেন তিনি।

বাপ্পি লাহিড়ি নামের সুপারস্টারকে কটি হিন্দি ও বাংলা সুপারহিট বাদে, আমাদের দেশের দর্শকরা চেনেন; সেটি টিভি শোগুলোর কারণেই। ২০০৬ সালে এই ভুবনে কাজ শুরু করেছেন তিনি। তখন জি টিভির জনপ্রিয় শো “সা রে গা মা পা লি’চ্যাম্পস”-এ, অলকা ইয়াগনিক ও অভিজিতের সঙ্গে সহ-বিচারক তিনি। দর্শক নন্দিত বিচারক ছিলেন জি টিভির ‘সা রে গা মা পা চ্যালেঞ্জ ২০০৭’ রিয়ালিটি শোতে। তাতে আরো বিচারক ছিলেন সঙ্গীত পরিচালক-হিমেশ রেশমিয়া, ইসমাঈল দরবার ও ভিশাল-শেখর। বিনোদন চ্যানেল সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনের ‘কে ফর কিশোর’ রিয়ালিটিতে কিশোর কুমারের মতো চুল নিয়ে উপস্থিত হয়েও নাম কুড়িয়েছেন বিখ্যাত গায়ক, পরিচালক। কেবল ভারতেই নয়, সারা বিশ্বজুড়ে ও বাংলাদেশের দর্শকদের মধ্যে জনপ্রিয়তা লাভ করেছে বাপ্পি লাহিড়ির রিয়ালিটি শোগুলো। এগুলোতে তিনি তার গানের মেধা ও গলা নিয়ে হাজির হয়েছেন। নিজেকে সম্মানিত করেছেন।

২০১৬ সালের শেষ দিকে তিনি কাজ করলেন আরেক ভুবনে। চলে গেলেন হলিউডে। ওয়াল্ট ডিজনির হিট থ্রিডি কম্পিউটার অ্যানিমেটেড-কাল্পনিক অভিযানের ছবি, ‘মোনা’র ভারতীয় ভাষার সংস্করণে ‘টামাটা’ চরিত্রে কন্ঠদান করেছেন। টামাটা হলো একটি কাঁকড়া। তার সিনাইয়ের জমানো ধনগুলো নেবার ঝোঁক আছে। ছবিটির সিনাই গানটির হিন্দি সংস্করণ ‘সোনা’ তিনি গাইলেন ও সঙ্গীত পরিচালনা করলেন। তিনি বলেছেন, ‘এই ছবিকে সহযোগিতা করতে পারা আমার জন্য বিরাট সম্মানের। সবসময় আমি নতুন কোনো দিকের প্রতি গিয়েছি, খুঁজে চলেছি। এই প্রথম কোনো অ্যানিমেটেড চরিত্রের জন্য কন্ঠ দান করলাম। তারপরও খুব ভালো লেগেছে। কারণ টামাটা খুব আমার মত। আমি মনে করি, আমার প্রতি স্রষ্টার এই দান মানুষজন উপভোগ করবেন। এটি আমার একটি স্বর্ণ স্মৃতি।’

তিনি উপস্থিত হয়েছেন রামরতনের গান ‘ইয়ে হাই ডান্স বার’-এ। বাপ্পি লাহিড়ি হিন্দি চলচ্চিত্রে তার সারাজীবনের অবদানের স্বীকৃতি হিসেবে ফিল্মফেয়ারের ৬৩তম সম্মাননা পদক প্রদান অনুষ্ঠানে ‘আজীবন সম্মাননা’ লাভ করেছেন, ২০১৪ সালে। এ বছর তিনি রাজনীতিতে এসেছেন, পশ্চিমবঙ্গ থেকে লোকসভা নির্বাচনে দাঁড়িয়েছেন।

গানে প্রাচ্য ও পাশ্চাত্যের বাধাগুলো অতিক্রম করতে সারাজীবন বাপ্পি লাহিড়ি কাজ করেছেন। আরেকবার সুপারহিট অ্যালবাম দিয়ে ইতিহাস গড়তে চেয়েছেন তারপর। নাম ‘মাই লাভ’। অ্যালবামটি ভালো চলেছে। ভারতে তিনি ‘ডিসকো কিং’, অন্যরকমের পোশাক-আশাকের জন্য খ্যাতি লাভ করেছেন। অনেকগুলো সুপারহিট গানের গায়ক ছিলেন। হিন্দি সিনেমার ভুবনে একজন আন্তরিক এবং প্রিয় গানের তারকা হিসেবেও বিখ্যাত ছিলেন।

(ইংরেজি থেকে অনুবাদ)

Header Ad

৮ ক্রিকেটারসহ ৯ জনকে নিষিদ্ধ করলো বিসিবি

ছবি: সংগৃহীত

তৃতীয় বিভাগ ক্রিকেটে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৮ ক্রিকেটারসহ মোট ৯ জনকে নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নিয়ম অমান্য করায় এই ক্রিকেটারদের প্রত্যেককে ১ বছরের নিষেধাজ্ঞা এবং ৫০ হাজার টাকা করে জরিমানা করেছে বিসিবি।

শুক্রবার (২২ নভেম্বর) বিসিবি সভাপতি ফারুক আহমেদের পক্ষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আচরণ বিধি লঙ্ঘনের দায়ে ৮ ক্রিকেটার ও এক ক্লাব কর্তাকে ১ বছরের জন্য নিষিদ্ধ এবং সবাইকে কমপক্ষে ৫০ হাজার টাকা করে জরিমানা গুনতে হবে।

এতে আরও বলা হয়েছে, ঘরোয়া ক্রিকেটের কোনো পর্যায়েই শৃঙ্খলাভঙ্গের কোনো ধরনের ঘটনায় নমনীয় হবে না বিসিবি। তাই এটিকে ক্রিকেটার ও কর্মকর্তাদের প্রতি বার্তা হিসেবে নেওয়া যায় যে, আচরণবিধি ভঙ্গের ঘটনায় বোর্ড কঠোর পদক্ষেপ নেবে।

ওই ৮ ক্রিকেটার হলেন, তেজগাঁও একাডেমির ইয়াসিন আরাফাত, রিফাত আল ইমন (অনিক), তাসিন আহমেদ রনবি, রাব্বি হাসান, পারভেজ আহমেদ জয়। স্যাফায়ার স্পোর্টিং ক্লাবের রানা খান, সাইফুল ইসলাম শাওন ও মোহাম্মদ হৃদয়। আর তেজগাঁও ক্লাবের কর্মকর্তা রবিন।

জানা গেছে, গত সোমবার পিকেএসফ ১ নম্বর মাঠে হওয়া সুপার লিগের ম্যাচে তেজগাঁও ক্রিকেট একাডেমি ও স্যাফায়ার স্পোর্টিং ক্লাবের ক্রিকেটাররা হাতাহাতিতে জড়িয়ে পড়ে। পরে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের টেকনিক্যাল কমিটি ঘটনার প্রমাণ সাপেক্ষে তাদের শাস্তি দেয়।

Header Ad

উপদেষ্টাদের যাচ্ছেতাই কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না: রিজভী

বক্তব্য রাখছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

দেশের জনগণের দুর্ভোগের মধ্যে উপদেষ্টাদের অযাচিত কার্যকলাপ কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে সতর্ক করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে নয়াপল্টনে শ্রমিক সমাবেশে তিনি এই মন্তব্য করেন।

রিজভী বলেন, জনগণের দুর্ভোগ আগের মতোই রয়ে গেছে। অন্তর্বর্তী সরকার নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ করতে পারছে না। উপদেষ্টারা চাকরিজীবীর মতো কাজ করছেন। তাদের কাজে বিপ্লবের গতিশীলতা নেই।

তিনি বলেন, বিদেশে বসে শেখ হাসিনা গুজব ছড়িয়ে দুর্বৃত্তদের উসকানি দিচ্ছে। ক্ষমতা নিশ্চিত করার জন্যই গত ১৫ বছর পুলিশ দিয়ে হত্যা ও নির্যাতন চালানো হয়েছে।

বিএনপির এই নেতা অভিযোগ করেন, কারাগারের সালমান এফ রহমান বহাল তবিয়তে রয়েছেন। সেখানে সে খুব তৎপরতা চালাচ্ছে।

রুহুল কবির রিজভী বলেন, ছাত্রদলের নেতাকর্মীরা এখনও বঞ্চিত হচ্ছে। আন্দোলনে ছিল এমন পরিচয়ে কিছু মানুষ সব পদ দখল করে নিচ্ছে।

এ সময় আন্দোলনে হতাহতদের মাসিক ভাতা ও ভরণপোষণের দায়িত্ব সরকারকে নিতে হবে বলেও জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব।

Header Ad

ভিসা কবে উন্মুক্ত করবে সেটা ভারতের নিজস্ব ব্যাপার: হাসান আরিফ

ছবি: সংগৃহীত

ভূমি এবং বেসামরিক বিমান, পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ জানিয়েছেন, ভারত বাংলাদেশিদের জন্য কবে থেকে ভিসা উন্মুক্ত করে দিবে, তা ভারতের নিজস্ব ব্যাপার, এটা নিয়ে সরকারের কোনো বক্তব্য দেয়ার কিছু নেই।

শুক্রবার (২২ নভেম্বর) গাজীপুরের কালিয়াকৈরের সফিপুর নবনির্মিত ওয়ামি কমপ্লেক্সের উদ্বোধন কালে এসব কথা বলেন তিনি।

হাসান আরিফ বলেন, দেশের পর্যটন বিকাশে তার মন্ত্রণালয় বিশদ পরিকল্পনা নিয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তীতে সাংবাদিকদের জানানো হবে।

এ সময় তিনি বলেন, জিয়াউর রহমানের দানকৃত জমিতে গড়ে তোলা হবে হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠান। সমাজে অবস্থার কারণে বিভিন্নভাবে রোহিঙ্গাদের দেশ থেকে বিতাড়িত করেছে। ওয়ামী তাদের জন্য কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, শিক্ষা ক্ষেত্রে আমরা পিছিয়ে আছি। তবে শিক্ষার পাশাপাশি যুব সমাজকে এগিয়ে নিতে ওয়ামি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। অন্যতম মুসলিম দেশ হিসেবে বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে সৌদি আরবের গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করে তিনি উপস্থিত সৌদি রাষ্ট্রদূতের প্রতি কৃতজ্ঞতা জানান।

এ সময় আরও বক্তব্য রাখেন, সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান,ওয়ামী সচিবালয়ের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল প্রফেসর ড. আব্দুল হামিদ ইউসুফ আল মাজরু, ওয়ামী কার্যালয়ের বৈদেশিক অফিস ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ডিরেক্টর সাআ’দ আব্দুল্লাহ বিন জাবর ও ত্রাণ বিভাগের কর্মকর্তা আব্দুল মালেক আল আমের প্রমুখ। এ সময় আরও উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা প্রশাসক নাফিসা আরেফিন, জেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহামেদ, উপজেলা সহকারী ভূমি কমিশনার দিল আফরোজ।

এর আগে পবিত্র কুরআন তেলাওয়াতের পর ভ্রাতৃপ্রতিম বাংলাদেশ ও সৌদি আরবের জাতীয় পতাকা উত্তোলন করা হয়। নবনির্মিত ওয়ামি কমপ্লেক্স ভবনে রয়েছে দ্বিতল বিশিষ্ট সুপরিসর মসজিদ, ১০০ জন এতিম শিশুর জন্য উন্নত মানসম্পন্ন আবাসন ব্যবস্থা, ১টি ক্যাডেট মাদ্রাসা, ১টি নুরানী ও হিফজ মাদরাসা, ১টি লাইব্রেরি হল, ১টি হলরুম ও কনফারেন্স রুম, তরুণ শিক্ষার্থীদের ডিজিটাল লার্নিং জন্য একটি আইটি প্রশিক্ষণ সেন্টার ও ডাইনিং হল। এ ছাড়াও কমপ্লেক্স এর অবশিষ্ট পরিকল্পনার মধ্যে একটি হাসপাতাল, স্কুল, ভোকেশনাল সেন্টার, প্রশিক্ষণার্থীদের জন্য ডরমিটরি ও প্লে গ্রাউন্ড নির্মাণের বিষয় তিনি উল্লেখ করেন।

Header Ad

সর্বশেষ সংবাদ

৮ ক্রিকেটারসহ ৯ জনকে নিষিদ্ধ করলো বিসিবি
উপদেষ্টাদের যাচ্ছেতাই কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না: রিজভী
ভিসা কবে উন্মুক্ত করবে সেটা ভারতের নিজস্ব ব্যাপার: হাসান আরিফ
জুরাইন রেলক্রসিং ছাড়লেন রিকশাচালকরা, ৪ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
পাঁচ দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশিদের জন্য সতর্কতা
সাফজয়ী নারী ফুটবলার আইরিনকে নওগাঁয় সংবর্ধনা
বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ দেবে পাকিস্তান
বেনাপোলে সীমান্ত থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার
পুলিশ-অটোরিকশা চালক সংঘর্ষ, ঢাকা-পদ্মা সেতু ট্রেন চলাচল বন্ধ
ভারতীয় সাবমেরিনের সঙ্গে মাছ ধরা নৌকার সংঘর্ষ, নিখোঁজ ২
সংসার ভাঙার দুদিন পরই সুখবর দিলেন এ আর রহমান
ঢাকায় পৌঁছেছেন বাইডেনের বিশেষ প্রতিনিধি
আ.লীগকে নির্বাচনের সুযোগ দেওয়ার বিষয়ে যা বললেন হাসনাত আব্দুল্লাহ
যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে ফিরলেন আরও ৮২ বাংলাদেশি
পাকিস্তানে যাত্রীবাহী গাড়িতে সন্ত্রাসী হামলা, নিহত ৪৫
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৮ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন
তামিমকে অধিনায়ক করে বাংলাদেশের দল ঘোষণা
নতুন নির্বাচন কমিশন শপথ নেবে রোববার
গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়াল ৪৪ হাজার
খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করলেন মাহফুজ-আসিফ-নাহিদ