শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ | ৮ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

বই বুকে নিয়ে বেঁচে আছে

বইমেলার সময়ে গণগ্রন্থাগারের গল্প না হলে কী চলে? বই তো বেঁচে থাকে গ্রন্থাগারে। সুুচিত্রা সেনের শহরে আছে বহু পুরোনো, অমূল্য বইয়ের ভান্ডার ‘অন্নদাগোবিন্দ পাবলিক লাইব্রেরি’। স্যামসন ও অঞ্জন চৌধুরীর সাহায্যে আজ খুব ভালোভাবে আছে সে মিলনায়তন, শিশুবিকাশ প্রতিযোগিতাগুলো ও বইয়ের প্রদশনী নিয়ে। লিখেছেন ও ছবি তুলেছেন রিজভী রাইসুল ইসলাম

অনেক আগের এক নতুন গল্প

বিভূতিভূষণ বন্দোপাধ্যায়ের অমর উপন্যাস ‘ইছামতী’র কল্যাণে মরতে, মরতে বেঁচে থাকা ইছামতী নদী আজো হারিয়ে যায়নি। নদীটির তীরে আরো সব শহরের মতো গড়ে উঠেছে সুচিত্রা সেনের পাবনা। বাংলা ছবির মহানায়িকার জন্মস্থানের বয়স এখন ২শ বছরের বেশি। প্রাচীন জেলাটি আব্দুল হামিদ সড়ককে কেন্দ্র করে তৈরি। পাবনা শহরের বয়স ৬১, তখনই গড়ে উঠেছে শহরবাসীর গণগ্রন্থাগারটি। তখন সুজানগরের তাঁতিবন্দের জমিদার ছিলেন গঙ্গাগোবিন্দ চৌধুরী। জমিদার গঙ্গাগোবিন্দের সন্তান বরদাগোবিন্দ চৌধুরীর সন্তান ছিল না। তিনি একটি ছেলে দত্তক নিয়েছিলেন। এই অন্নদাগোবিন্দ চৌধুরীর নামেই গণগ্রন্থাগারটি তৈরি হলো। তার স্মৃতিকে চিরকালীন করে রেখেছে সে। ‘অন্নদাগোবিন্দ চৌধুরী পাবলিক লাইব্রেরি’ প্রতিষ্ঠিত হয়েছে ১৮৯০ সালে। তাঁতিবন্দের জমিদারদের দান করা ১৩ শতাংশ জমিতে দুটি রুমের একটি ভবনে পাবনার গণপাঠাগারটির শুরু। পরিচালনা পর্ষদের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন পাবনার সেই সময়ে ইংরেজ ম্যাজিষ্ট্রেট ও চিফ কালেক্টর এফ বিজ।

আলো এলো আলোর ভুবনে

তখন জেলায় বিদ্যুত নেই বলে পাঠকদের সুবিধায় লাগানো হলো ১৩ টাকা আট আনা বহুমূল্যের পেট্রো ম্যাক্স লাইট। সন্ধ্যার পর এই বাতির আলোতেই জ্ঞানতৃষ্ণা মেটাতেন, পড়ালেখা করতেন তরুণ ও বৃদ্ধ পাঠকরা। এভাবে ধীরে, ধীরে পাঠাগারটি উন্নতি লাভ করতে লাগলো। বই বাড়তে লাগলো, সুবিধাদিও। ১৯৩৬ সালে বিরাট পরিবতন এলো অন্নদাগোবিন্দ চৌধুরী পাবলিক লাইব্রেরিতে। মোট ১ শত টাকা খরচ গণপাঠাগারে বিদ্যুৎ সংযোগ নেওয়ার ব্যবস্থা করলেন বিদ্বোৎসাহীরা। তাতে ১৯৩৬ সাল থেকে এই ১৯২২ সাল পযন্ত টানা ১৩১ বছর ধরে সকাল ১০টা-রাত ৮টা পর্যন্ত বিরাট গণপাঠাগার জ্ঞানের আলো বিলিয়ে যেতে পারছে। এখন সে কালেরও সাক্ষী, ইতিহাসের অন্যতম নিদর্শন। মানুষের জ্ঞানের প্রতি ভালোবাসার আদশ উদাহরণ। ঐতিহাসিক শহর পাবনার প্রাণকেন্দ্রে আছে, আবদুল হামিদ সড়কে। বয়সের কোঠা শতকের ঘর অনেক পেরোলেও জ্ঞান বিতরণে প্রাচীন এই গণপাঠাগার চিরতরুণ, ক্লান্তিহীন ও প্রবাহমান একটি স্রোত ধারা। পাবনা জেলায় শিক্ষা এবং সাংস্কৃতিক অগ্রগতির পুরোধা জ্ঞান ভান্ডারটি-জানিয়েছেন বিদ্বানরা। ১শ ৩০টি বছর ইছামতীর মতো প্রতিটি প্রজন্মের অন্তহীন জ্ঞান লাভের ঋণের ভান্ডার সে। পুরো উত্তরবঙ্গের গৌরবের অনিবার্য এক জ্ঞান শিখা। জ্ঞানের এই বাতিঘরটি মানবিক বোধ ছড়িয়ে যাচ্ছে সর্বস্তরের পাঠকে।

অমূল্য সংগ্রহশালাটি বড় দুর্লভ

সংগ্রহে আছে অন্নদাগোবিন্দ পাবলিক লাইব্রেরির ৩০ হাজারের বেশি বই। তিনটি হাতে লেখা তালপাতার বই আছে। তালপাতায় লেখা দুর্লভ কটি পান্ডুলিপিও আছে। জ্ঞানের অনুশীলন করে যাওয়াদের চমকে দেয় ৩শ বছরের পুরোনো হাতে লেখা বাংলা ও সংস্কৃত ভাষার বই, পুঁথি ও পান্ডুলিপিগুলো। মোট ৯ হাজার ৮শ ৬টি হাতে লেখা পান্ডুলিপি আছে। গণগ্রন্থাগারটির অমূল্য শ্রম ও ভালোবাসার নিদর্শন ১৮৮১ সালে প্রকাশিত ‘প্রভাতী’ পত্রিকার সংকলনটি আছে। ৩শ বছরের পুরোনো ইংরেজি, বাংলা, উর্দু ও ফারসি ভাষার চারশর বেশি বই আছে। অন্নদাগোবিন্দ পাবলিক লাইব্রেরিতে আছে ১শ ২৩ বছরের পুরোনো বাংলা পত্রিকার কপি। স্থানীয় পুরোনো দৈনিক পত্রিকার কপি আছে। কয়েক হাজার পত্রিকা, ছোট কাগজ রয়েছে। মোট ২০ হাজার জার্নাল আছে। পালি সাহিত্যের দুর্লভ বইগুলো আছে। ইংরেজি বইয়ের মধ্যে ১৭৫৮ সালে প্রকাশিত ‘দ্য সেইন্টস এভার লাষ্টিং রেষ্ট’ই সবচেয়ে পুরোনো। বাংলা, ফাসি, উর্দু, আরবি, হিন্দি, বুলগেরিয়, নরওয়েজিয়ান, ইটালিয়ান, রুশ, তুর্কি, চীনা ভাষার বই আছে। দেশ-বিদেশের ইতিহাস, রাজনীতি, কবিতা, গল্প, বিজ্ঞান, দর্শন ও জ্যোতির্বিদ্যার অনেক, অনেক বই আছে। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রকাশিত পত্র, পত্রিকার সংকলন বাঁধাই করে রেখেছেন বাকিসব সংগ্রহের মতো কর্মীরা। অনেকগুলো সংবাদপত্র রাখা হয় এখন। সেগুলো সংগ্রহও চলে। বিশাল বইভান্ডারে বিজ্ঞান, বক্তৃতা, অর্থনীতি, আইন, গণিত, পদার্থবিদ্যা, ভূতত্ব, রসায়ন, উদ্ভিদ, সাধারণ জ্ঞান, কৃষিবিজ্ঞান, ব্যবস্থাপনা, হিসাববিজ্ঞান, সংগীত, খেলাধুলা, চারুকলা, উপন্যাস, কবিতা, নাটক, প্রবন্ধ, অভিধান, বিশ্বকোষ, সাংবাদিকতা, লোকসাহিত্য, দর্শন, ধর্ম, শিশুসাহিত্য, মুক্তিযুদ্ধ, সাধারণ জ্ঞান, কম্পিউটারসহ অনেক বিষয়ের অন্তত ৩২ হাজার বই আছে। বিরাট গ্রন্থভান্ডারের পাশাপাশি অন্নদাগোবিন্দ পাবলিক লাইব্রেরীতে রয়েছে একালের প্রসিদ্ধ সব লেখকের বই। গবেষণা, পাঠ, দেখা ও কৌতুহলে প্রায় দিনই দেশ-বিদেশের গবেষক, পাঠকদের পদচারণা হয় এখানে। দেশ, বিদেশের জ্ঞান ও ভ্রমণ পিপাসুদের আগ্রহ আছে অন্নদাগোবিন্দ পাবলিক লাইব্রেরির প্রতি। বিদ্যোৎসাহী পাঠক আসেন, পড়তে আসেন কত, শত মানুষ। অন্নদাচৌধুরী গণগ্রন্থাগারের কর্মীরা জানালেন, দিনে অন্তত হাজার খানেক মানুষের পা পড়তে, গবেষণা করতে ও দেখতে এই লড হার্ডিঞ্জের ব্রিজ, সুচিত্রা সেনের শহরের গণগ্রন্থাগারে আসেন। তাতে তারা খুব খুশি।

মান্যগণ্য অতিথিদের আপন ভুবন

১৯৩৯ সালের জুলাইতে ‘অন্নদাগোবিন্দ চৌধুরী পাবলিক লাইব্রেরি’ তার ৫০ বছর পালন করেছে জাঁকজমকের সঙ্গে। বিরাট সেই অনুষ্ঠানে অমর বাঙালি সাহিত্যিক ‘ইছামতী’র স্রষ্টা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ছুটে এসেছিলেন। কলকাতা থেকে আরো এসেছিলেন সাহিত্যিক পরিমল গোস্বামী (ভালো নাম পরিমল কুমার গোস্বামী)। বিভূতিভূষণ আলোচনা করেছেন তার ইছামতী ও পাবনা নিয়ে। এই সুবিখ্যাত পাবলিক লাইব্রেরিতে পা পড়েছে, বই উপহার দিয়েছেন-ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম বীর নেতাজী সুভাষ চন্দ্র বসু, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, মুক্তিযুদ্ধের অন্যতম প্রধান নেতা ও মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী, জাতীয় চার নেতার অন্যতম শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী (তিনি হার্ডিঞ্জ ব্রিজ সংস্কারেও ভূমিকা রেখেছেন), বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অন্যতম বীর সংগঠক ও মুজিব নগরের মন্ত্রী শহীদ এএইচএমএম কামরুজ্জামান, লালকেল্লার প্রমথনাথ বিশী, প্রখ্যাত গীতিকার ও সঙ্গীত পরিচালক, স্বাধীন বাংলা বেতারের নামকরা লোক গৌরীপ্রসন্ন মজুমদার, ভারতের বাঙালি সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, গীতিকার আবু হেনা মোস্তফা কামাল, শিক্ষাবিদ-সাহিত্যিক অধ্যাপক কবীর চৌধুরী, দৈনিক বাংলার সাবেক সম্পাদক, আধুনিকতার কবি শামসুর রাহমান, বাংলাদেশের অন্যতম প্রধান কবি নির্মলেন্দু গুণসহ বহু প্রখ্যাত মানুষ। ‘অন্নদাগোবিন্দ চৌধুরী পাবলিক লাইব্রেরি’র পরিদর্শন খাতায় তারা ভালোবেসে এই পাঠাগার, তার বইয়ের ভুবন ও পরিবেশ নিয়ে লিখেছেন। সেসবও বাঙালির অমূল্য সম্পদ। তবে বইয়ের মতো, এই প্রখ্যাত মানুষদের মতো পাঠাগার ভবন পুরোনো, জীর্ণ হয়ে গিয়েছে। তখন স্কয়ারের প্রাণপুরুষ স্যামসন এইচ চৌধুরী বেঁচে। পাবনার এই কৃতি সন্তান ও বাংলাদেশের অন্যতম প্রধান শিল্প-উদ্যোক্তা ১৯৯৮ সালে সাহায্য করেছেন বলেই অন্নদাগোবিন্দ পাবলিক লাইব্রেরির বইয়ের ভুবন বেঁচেছে। ১৯৯৮ সালে তার টাকায় শুরু করে ২০০৪ সালের ৪ নভেম্বর বিরাট চারতলা ভবনটি গড়ে তুলেছে গ্রন্থাগার। সেই ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় মূল পাঠাগার কমপ্লেক্স আছে। সেখানে রয়েছে বিশাল তিনটি পাঠকক্ষ। তাতে সব শ্রেণি, বয়স ও পেশার পাঠকদের পড়ার জন্য বই, ম্যাগাজিন ও পত্র-পত্রিকা আলাদাভাবে সাজানো রয়েছে। চারটি ভাগে ১৭০টি আসন রয়েছে। একটি বড় মিলনায়তন আছে, প্রয়োজনীয় সব ধরনের সুযোগ-সুবিধা আছে।

পাবনায় প্রগতিশীল আন্দোলনের জন্ম দিয়েছে

অন্নদাগোবিন্দ পাবলিক লাইব্রেরিতে যেতে পাবনা শহরের আব্দুল হামিদ সড়কের বাসস্ট্যান্ডে যেতে হবে। এরপর পায়ে হেঁটে মোটে ১শ গজ গুলোকেই স্যামসন এই চৌধুরীর গড়ে দেওয়া সুদৃশ্য চারতলা পাঠাগার ভবনটি। সামনে পুরোনো টাউন হলটি ও বনমালী শিল্পকলা কেন্দ্র আছে। প্রতিষ্ঠার পর থেকেই পাবনার সব সাংস্কৃতিক কর্মকান্ডের কেন্দ্রবিন্দু এই পাঠাগার। ব্রিটিশ বিরোধী আন্দোলন, একুশের মহান ভাষা আন্দোলন, বাংলাদেশের মুক্তিযুদ্ধসহ দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে পাবনাবাসী ও সারাদেশের মানুষকে প্রেরণা, সাহস ও সংগ্রামী করেছে কালের সাক্ষী অন্নদাগোবিন্দ পাবলিক লাইব্রেরি। পহেলা বৈশাখ, রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী, মৃত্যু দিবস, শহীদ দিবস, স্বাধীনতা দিবস, বিজয় দিবসসহ সব জাতীয় দিবস নিয়মিত পালিত হয় পাঠাগারে। আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও শিক্ষার্থীদের জন্য নানাসময় থাকে আবৃত্তি, চিত্রাংকন, রচনা, সংগীত ও বিতর্ক প্রতিযোগিতা। প্রতিবছর ফেব্রুয়ারি জুড়ে অন্নদাগোবিন্দ পাবলিক লাইব্রেরি আয়োজন করে বইমেলা ও বিশেষ পুস্তক প্রদর্শনী।

অঞ্জন চৌধুরীর সহযোগিতায় এগিয়ে চলছে

এখন পুরোপুরিভাবে বেসরকারি উদ্যোগে পাঠাগারটি পরিচালিত হয়। তাদের ১৭ সদস্যের পরিচালনা পর্ষদ রয়েছে। সভাপতি স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, মুক্তিযোদ্ধা ও শিল্প উদ্যোক্তা অঞ্জন চৌধুরী। মহাসচিব সাংবাদিক আবদুল মতীন খান। অন্নদাগোবিন্দ চৌধুরী পাবলিক লাইব্রেরি প্রতি বছরের শুরুতে কার্যনির্বাহী ও আজীবন সদস্যদের আর্থিক সহযোগিতায় নতুন বই কেনে। সরকারি, বেসরকারি অনুদান লাভ করে। প্রদেয় পুস্তকে সমৃদ্ধ হয় তার বই ভান্ডার। নিজস্ব ওয়েবসাইট, সার্বক্ষণিক বিদ্যুতসহ পাঠকের জন্য সব সুযোগ-সুবিধার ব্যবস্থা করেছেন পরিচালনা পর্ষদে। অবৈতনিক মহাসচিব আবদুল মতীন খান বললেন, “সদস্য চাঁদা, মিলনায়তন ভাড়া থেকে পাওয়া অর্থ ছাড়া অন্নদাগোবিন্দ পাবলিক লাইব্রেরির আয়ের কোনো উৎস নেই। ব্যবস্থাপনা ও কর্মচারীদের বেতন বাবদ প্রতি মাসে প্রায় দুই লাখ টাকা ব্যয় হয়।” তিনি জানিয়েছেন, পরিচালনা পর্ষদ সভাপতি অঞ্জন চৌধুরীর ব্যক্তিগত উদ্যোগে পাঠাগারের আধুনিকায়ন ও উন্নয়নের অনেক কাজ হয়েছে। ফলে বেসরকারী ব্যবস্থাপনায় এমন আধুনিক সুবিধা ও প্রাচীন দুর্লভ সংগ্রহের সমন্বয় বাংলাদেশের খুব কম পাঠাগারে আছে। তাদের সাহায্যে পাঠাগার ব্যবস্থাপনা ও আধুনিকায়নে বড় পরিসরে উদ্যোগ নেয়ার পরিকল্পনা চলছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের মাধ্যমে সরকারি সহযোগিতা চাওয়া হয়েছে। অন্নদাগোবিন্দ পাবলিক লাইব্রেরি পরিচালনা পর্ষদ সভাপতি অঞ্জন চৌধুরী বলেছেন, ‘১৩১ বছরের পুরোনো আমাদের প্রাচীন এই গণগ্রন্থাগার পুরো পাবনাবাসীর গর্বের প্রতিষ্ঠান। ঐতিহাসিক নানা সংগ্রহের পাশাপাশি নতুন প্রজন্মের প্রয়োজনীয় ও পছন্দের বই প্রতিনিয়ত যুক্ত হচ্ছে। তবে, আজকের প্রজন্মের অতিরিক্ত ফেসবুক ও ইন্টারনেটভিত্তিক জীবনযাপনে নিজেরা ক্ষতিগ্রস্থ হচ্ছে, গ্রন্থাগারও নতুন প্রজন্মে পাঠক সংখ্যা বাড়াতে পারছে না। এই সংকট সারা দেশে। নবীন প্রজন্মের অভিভাবকদের উচিত, তাদের সন্তানদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলা ও পাঠাগারমুখী হতে উৎসাহ দেয়া।’

ওএস।

Header Ad

৮ ক্রিকেটারসহ ৯ জনকে নিষিদ্ধ করলো বিসিবি

ছবি: সংগৃহীত

তৃতীয় বিভাগ ক্রিকেটে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৮ ক্রিকেটারসহ মোট ৯ জনকে নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নিয়ম অমান্য করায় এই ক্রিকেটারদের প্রত্যেককে ১ বছরের নিষেধাজ্ঞা এবং ৫০ হাজার টাকা করে জরিমানা করেছে বিসিবি।

শুক্রবার (২২ নভেম্বর) বিসিবি সভাপতি ফারুক আহমেদের পক্ষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আচরণ বিধি লঙ্ঘনের দায়ে ৮ ক্রিকেটার ও এক ক্লাব কর্তাকে ১ বছরের জন্য নিষিদ্ধ এবং সবাইকে কমপক্ষে ৫০ হাজার টাকা করে জরিমানা গুনতে হবে।

এতে আরও বলা হয়েছে, ঘরোয়া ক্রিকেটের কোনো পর্যায়েই শৃঙ্খলাভঙ্গের কোনো ধরনের ঘটনায় নমনীয় হবে না বিসিবি। তাই এটিকে ক্রিকেটার ও কর্মকর্তাদের প্রতি বার্তা হিসেবে নেওয়া যায় যে, আচরণবিধি ভঙ্গের ঘটনায় বোর্ড কঠোর পদক্ষেপ নেবে।

ওই ৮ ক্রিকেটার হলেন, তেজগাঁও একাডেমির ইয়াসিন আরাফাত, রিফাত আল ইমন (অনিক), তাসিন আহমেদ রনবি, রাব্বি হাসান, পারভেজ আহমেদ জয়। স্যাফায়ার স্পোর্টিং ক্লাবের রানা খান, সাইফুল ইসলাম শাওন ও মোহাম্মদ হৃদয়। আর তেজগাঁও ক্লাবের কর্মকর্তা রবিন।

জানা গেছে, গত সোমবার পিকেএসফ ১ নম্বর মাঠে হওয়া সুপার লিগের ম্যাচে তেজগাঁও ক্রিকেট একাডেমি ও স্যাফায়ার স্পোর্টিং ক্লাবের ক্রিকেটাররা হাতাহাতিতে জড়িয়ে পড়ে। পরে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের টেকনিক্যাল কমিটি ঘটনার প্রমাণ সাপেক্ষে তাদের শাস্তি দেয়।

Header Ad

উপদেষ্টাদের যাচ্ছেতাই কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না: রিজভী

বক্তব্য রাখছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

দেশের জনগণের দুর্ভোগের মধ্যে উপদেষ্টাদের অযাচিত কার্যকলাপ কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে সতর্ক করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে নয়াপল্টনে শ্রমিক সমাবেশে তিনি এই মন্তব্য করেন।

রিজভী বলেন, জনগণের দুর্ভোগ আগের মতোই রয়ে গেছে। অন্তর্বর্তী সরকার নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ করতে পারছে না। উপদেষ্টারা চাকরিজীবীর মতো কাজ করছেন। তাদের কাজে বিপ্লবের গতিশীলতা নেই।

তিনি বলেন, বিদেশে বসে শেখ হাসিনা গুজব ছড়িয়ে দুর্বৃত্তদের উসকানি দিচ্ছে। ক্ষমতা নিশ্চিত করার জন্যই গত ১৫ বছর পুলিশ দিয়ে হত্যা ও নির্যাতন চালানো হয়েছে।

বিএনপির এই নেতা অভিযোগ করেন, কারাগারের সালমান এফ রহমান বহাল তবিয়তে রয়েছেন। সেখানে সে খুব তৎপরতা চালাচ্ছে।

রুহুল কবির রিজভী বলেন, ছাত্রদলের নেতাকর্মীরা এখনও বঞ্চিত হচ্ছে। আন্দোলনে ছিল এমন পরিচয়ে কিছু মানুষ সব পদ দখল করে নিচ্ছে।

এ সময় আন্দোলনে হতাহতদের মাসিক ভাতা ও ভরণপোষণের দায়িত্ব সরকারকে নিতে হবে বলেও জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব।

Header Ad

ভিসা কবে উন্মুক্ত করবে সেটা ভারতের নিজস্ব ব্যাপার: হাসান আরিফ

ছবি: সংগৃহীত

ভূমি এবং বেসামরিক বিমান, পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ জানিয়েছেন, ভারত বাংলাদেশিদের জন্য কবে থেকে ভিসা উন্মুক্ত করে দিবে, তা ভারতের নিজস্ব ব্যাপার, এটা নিয়ে সরকারের কোনো বক্তব্য দেয়ার কিছু নেই।

শুক্রবার (২২ নভেম্বর) গাজীপুরের কালিয়াকৈরের সফিপুর নবনির্মিত ওয়ামি কমপ্লেক্সের উদ্বোধন কালে এসব কথা বলেন তিনি।

হাসান আরিফ বলেন, দেশের পর্যটন বিকাশে তার মন্ত্রণালয় বিশদ পরিকল্পনা নিয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তীতে সাংবাদিকদের জানানো হবে।

এ সময় তিনি বলেন, জিয়াউর রহমানের দানকৃত জমিতে গড়ে তোলা হবে হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠান। সমাজে অবস্থার কারণে বিভিন্নভাবে রোহিঙ্গাদের দেশ থেকে বিতাড়িত করেছে। ওয়ামী তাদের জন্য কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, শিক্ষা ক্ষেত্রে আমরা পিছিয়ে আছি। তবে শিক্ষার পাশাপাশি যুব সমাজকে এগিয়ে নিতে ওয়ামি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। অন্যতম মুসলিম দেশ হিসেবে বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে সৌদি আরবের গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করে তিনি উপস্থিত সৌদি রাষ্ট্রদূতের প্রতি কৃতজ্ঞতা জানান।

এ সময় আরও বক্তব্য রাখেন, সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান,ওয়ামী সচিবালয়ের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল প্রফেসর ড. আব্দুল হামিদ ইউসুফ আল মাজরু, ওয়ামী কার্যালয়ের বৈদেশিক অফিস ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ডিরেক্টর সাআ’দ আব্দুল্লাহ বিন জাবর ও ত্রাণ বিভাগের কর্মকর্তা আব্দুল মালেক আল আমের প্রমুখ। এ সময় আরও উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা প্রশাসক নাফিসা আরেফিন, জেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহামেদ, উপজেলা সহকারী ভূমি কমিশনার দিল আফরোজ।

এর আগে পবিত্র কুরআন তেলাওয়াতের পর ভ্রাতৃপ্রতিম বাংলাদেশ ও সৌদি আরবের জাতীয় পতাকা উত্তোলন করা হয়। নবনির্মিত ওয়ামি কমপ্লেক্স ভবনে রয়েছে দ্বিতল বিশিষ্ট সুপরিসর মসজিদ, ১০০ জন এতিম শিশুর জন্য উন্নত মানসম্পন্ন আবাসন ব্যবস্থা, ১টি ক্যাডেট মাদ্রাসা, ১টি নুরানী ও হিফজ মাদরাসা, ১টি লাইব্রেরি হল, ১টি হলরুম ও কনফারেন্স রুম, তরুণ শিক্ষার্থীদের ডিজিটাল লার্নিং জন্য একটি আইটি প্রশিক্ষণ সেন্টার ও ডাইনিং হল। এ ছাড়াও কমপ্লেক্স এর অবশিষ্ট পরিকল্পনার মধ্যে একটি হাসপাতাল, স্কুল, ভোকেশনাল সেন্টার, প্রশিক্ষণার্থীদের জন্য ডরমিটরি ও প্লে গ্রাউন্ড নির্মাণের বিষয় তিনি উল্লেখ করেন।

Header Ad

সর্বশেষ সংবাদ

৮ ক্রিকেটারসহ ৯ জনকে নিষিদ্ধ করলো বিসিবি
উপদেষ্টাদের যাচ্ছেতাই কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না: রিজভী
ভিসা কবে উন্মুক্ত করবে সেটা ভারতের নিজস্ব ব্যাপার: হাসান আরিফ
জুরাইন রেলক্রসিং ছাড়লেন রিকশাচালকরা, ৪ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
পাঁচ দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশিদের জন্য সতর্কতা
সাফজয়ী নারী ফুটবলার আইরিনকে নওগাঁয় সংবর্ধনা
বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ দেবে পাকিস্তান
বেনাপোলে সীমান্ত থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার
পুলিশ-অটোরিকশা চালক সংঘর্ষ, ঢাকা-পদ্মা সেতু ট্রেন চলাচল বন্ধ
ভারতীয় সাবমেরিনের সঙ্গে মাছ ধরা নৌকার সংঘর্ষ, নিখোঁজ ২
সংসার ভাঙার দুদিন পরই সুখবর দিলেন এ আর রহমান
ঢাকায় পৌঁছেছেন বাইডেনের বিশেষ প্রতিনিধি
আ.লীগকে নির্বাচনের সুযোগ দেওয়ার বিষয়ে যা বললেন হাসনাত আব্দুল্লাহ
যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে ফিরলেন আরও ৮২ বাংলাদেশি
পাকিস্তানে যাত্রীবাহী গাড়িতে সন্ত্রাসী হামলা, নিহত ৪৫
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৮ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন
তামিমকে অধিনায়ক করে বাংলাদেশের দল ঘোষণা
নতুন নির্বাচন কমিশন শপথ নেবে রোববার
গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়াল ৪৪ হাজার
খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করলেন মাহফুজ-আসিফ-নাহিদ